পাথওয়ে

নিউজ & ইভেন্টস

তৃতীয় লিঙ্গ ও বেদে সম্প্রদায়দের নিয়ে কর্মসূচী

তৃতীয় লিঙ্গ ও বেদে সম্প্রদায়দের নিয়ে পাথওয়ে বিভিন্ন পূনর্বাসনমূলক কাজ করে যাচ্ছে। জীবিকা নির্বাহের জন্য এরা রাস্তা-ঘাটে কিংবা দোকান বা মার্কেট হতে চাদা আদায় করে থাকে। এতে অনেক সময় বিভিন্ন ধরনের অনাকাংখিত পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া এদেরকে অনেকের নেতিবাচক দৃষ্টিভঙ্গী দিয়ে দেখে থাকে। তাদের পূনর্বাসনের মাধ্যমে মূল স্রোতধারায় নিয়ে আসার লক্ষ্যে পাথওয়ে তাদেরকে শিক্ষা ও ড্রাইভং প্রশিক্ষনসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বি করার প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। পাথওয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করে হিজড়াও আমাদের সমাজ বা রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যদি তাদের যোগ্য করে গড়ে তোলা যায়। এই আত্মবিশ্বাস থেকেই পাথওয়ে তাদেরকে নিয়ে পূনর্বাসনমূলক বিভিন্ন কাজ করে চলেছে।

দেশে তৃতীয় লিঙ্গ ও বেদে সম্পদায়ের সংখ্যা ৫ লক্ষ। এই বিশাল জনগোষ্টিকে মুলজন¯্রােতের সাথে দেশের উন্নয়ন কর্মকান্ডের সহিত সম্পৃক্ত করার লক্ষ্যে পাথওয়ে বিভিন্ন কর্মসচী নিয়ে কাজ করে যাচ্ছে। বিশেষ করে তৃতীয় লিঙ্গের লোকদেরকে পাথওয়ের উদ্যোগে বিনামূল্যে অটোমাবাইল ড্রাইভিং প্রশিক্ষনসহ হস্তচালিত বিভিন্ন কুটির শিল্পের কাজ ও বিউটিশিয়ান কাজে সম্পৃক্ত করে চলেছে। সামাজিক ভাবে এই তৃতীয় লিঙ্গের লোকদের নেতিবাচক দৃষ্টিভঙ্গীতে দেখা হয়। সাধারণ মানুষের এই নেতিবাচক দৃষ্টিভঙ্গীর পরিবর্তনের জন্যও পাথওয়ে বিভিন্ন প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে। এছাড়া বেদে সম্প্রদায়কে তাদের সনাতনী ধ্যান-ধারণা ও কুসংস্কারাচ্ছন্ন দৃষ্টিভঙ্গী থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তাদেরকে বিভিন্ন কর্মশালার মাধ্যমে দৃষ্টিভঙ্গীর পরিবর্তন ঘটানো হচ্ছে। তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং তাদের সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত মানুষ হওয়ার জন্য বিনামূল্যে শিক্ষা উপকরণসহ সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হচ্ছে। 

পাথওয়ে সম্পর্কিত

পাথওয়ে বাংলাদেশের অন্যতম সেরা দাতব্য, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংস্থা। এর প্রধান কার্যালয় ঢাকার মিরপুরে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে সর্বদাই পথচলা। প্রধানত পাথওয়ে বাংলাদেশে শিশু, নারী এবং তৃতীয় লিঙ্গ উন্নয়নে নিবেদিত একটি মানবিক সংস্থা। পাথওয়ে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো বাংলাদেশ কর্তৃক অনুমোদিত এবং তালিকাভুক্ত। রেজিস্ট্রেশন নম্বর: 0778

অফিস সময় তালিকা

শনিবার     ১০ টা হইতে ৬ টা
রবিবার     ১০ টা হইতে ৬ টা
সোমবার     ১০ টা হইতে ৬ টা
মঙ্গলবার     ১০ টা হইতে ৬ টা
বুধবার     ১০ টা হইতে ৬ টা
বৃহস্পতিবার     ১০ টা হইতে ৬ টা
শুক্রবার     বন্ধ

ছুটির তালিকা

অফিসের ঠিকানা

বাড়ি ০২, রাস্তা ০৬, সেনপাড়া পর্বতা, কাফরুল,
মিরপুর, ঢাকা -১২১৬, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৫৮০৫৩৭৪৩
মোবাইলঃ +৮৮ ০১৩২১ ২৩২৯৮২
ই-মেইলঃ info@pathwaybd.org
ওয়েব: www.pathwaybd.org
ওয়েব: www.ajkerprosongo.com

নিচে উল্লেখিত লিংকে আমাদেরকে অনুস্মরণ করুন

Search