পরিচালনা পরিষদের তালিকা

আমরা একটি বিশ্বব্যাপী অলাভজনক সংস্থা যা পুরো বিশ্বজুড়ে ভাল দিক এবং ইতিবাচক পরিবর্তনগুলি সমর্থন করি ।
Image

মোঃ রইজুর রহমান

চেয়ারম্যান

 

ই-মেইল: raisur@pathwaybd.org

ফোন: +88 02 58053743

মোবাইল: +880 1870721160

 

Image

আবু নাঈম

ভাইস চেয়ারম্যান এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার

ই-মেইল: nayeemthkbd@gmail.com

ফোন: +88 02 58053743

মোবাইল: +66 0617837171

 

Image

মোঃ শাহিন

নির্বাহী পরিচালক

আমি মোঃ শাহিন, ২০১৪ সাল থেকে "পাথওয়ে'র" নির্বাহী পরিচালকের দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব গ্রহনের পর থেকেই সততা -নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও একাগ্রতার সাথে কাজ করে চলেছি গত তিন মেয়াদে। সংগঠনটিতে সংযুক্ত হওয়ার আমার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্যই ছিলো জনকল্যাণে কাজ করা। সমাজের হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো। কেননা দারিদ্র্যতা কতটা ভয়াবহ হতে পারে তা আমি খুব নিকট থেকেই দেখেছি। খুবই নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে অনেক চড়াই -উতরাই, ঝড়-ঝাপটা অতিক্রম করে আমার আজকের এই অবস্থান। বহু বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে কখনো ভেঙে পড়িনি। বিশ্বাস হারাইনি। যখন স্রোতের অনুকূলে ছিলাম দ্বিগুণ বেগে এগিয়ে গিয়েছি আর প্রতিকূল কূল হারা না হয়ে শক্ত হাতে বৈঠা ধরে রেখেছি। তখন থেকেই শপথ নিয়েছিলাম জীবনে নিজে যদি প্রতিষ্ঠিত হতে পারি তবে অবশ্যই যুব উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, তৃতীয় লিঙ্গের মানুষদের আর্থ-সামাজিক উন্নয়ন, সামাজিক সচেতনতা তৈরি সর্বোপরি সামাজিক উন্নয়নে কাজ করবো। "পাথওয়ে " আমাকে সেই সুযোগ তৈরি করে দিয়েছে। আশা রাখি এভাবে "পাথওয়ে " সমাজের সর্বস্তরের মানুষদের কল্যাণে নিরলস পরিশ্রম করে যাবে। কেননা, আমি এবং আমার প্রতিষ্ঠান বিশ্বাস করি, ''দেশের সামগ্রিক উন্নয়ন নির্ভর করে দেশের সমস্ত স্তরের মানুষদের জীবন -মান ও আর্থ-সামাজিক উন্নয়ন।

ই-মেইল: shahin@pathwaybd.org

ফোন: +88 02 58053743

মোবাইল: +880 1777162619

Image

এম. আতোয়ার রহমান

কোষাধ্যক্ষ

এম. আতোয়ার রহমান পাথওয়ে এর পরিচালক হিসাবে নিযুক্ত আছেন। তিনি ২০১৩ সালে এই সংস্থায় যোগদান করেছেন। তিনি সামাজিক পরিবর্তন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এম. আতোয়ার রহমান অম্লান এর প্রতিষ্ঠাতা যা একটি সফটওয়্যার ডেভলপমেন্ট কোম্পানি। এম. আতোয়ার কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

ই-মেইল: atoar@pathwaybd.org

ফোন: +88 02 58053743

মোবাইল: +880 1871721166

Image

মোঃ আলী হোসেন

নির্বাহী সদস্য

মো: আলী হোসেন সামাজিক পরিবর্তন, প্রযুক্তি ও অংশীদারি শক্তিশালীকরণ এর জন্য পাথওয়ে'র সাথে কাজ করছেন। তিনি একটি কম্পিউটার বিষয়ক আইটি প্রতিষ্ঠানের কর্ণধার হিসাবে সম্পৃক্ত আছেন। একজন মিডিয়া ও সংস্কৃতকর্মী হিসাবে চলচ্চিত্র ও টিভি নাটকের সাথে জড়িত আছেন। আলী হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। পররবর্তীতে ভারতীয় একটি আইটি প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন।

ই-মেইল: alihossain@pathwaybd.org

ফোন: +88 02 58053743

মোবাইল: +880 1870721160

Image

ডঃ শিরীন আক্তার

নির্বাহী সদস্য

পরিচালক, অপারেশন্স এন্ড স্ট্রাটেজিক ইনিশিয়েটিভস

ড: শিরিন 'পাথওয়ে'র পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য। তিনি গ্রামীণ ও শহুরে মানুষের সামাজিক-অর্থনৈতিক অবস্থা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন। ডঃ শিরিন ২০১০ সালে ‘পাথওয়ে’ যোগ দিয়েছিলেন, তিনি নিরলস ভাবে স্বাস্থ্য খাতে উন্নতির জন্য কাজ করছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে তিনি বিডিএস সমাপ্ত করেছেন । ড: শিরিন "ফ্রি ফ্রাইডে ক্লিনিক" নামে 'পাথওয়ে'র একটি স্বাস্থ্য প্রোগ্রাম প্রতি শুক্রবারে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন।

ই-মেইল: shirin@pathwaybd.org

ফোন: +88 02 58053743

মোবাইল: +880 1870721160

Image

সাদিয়া নুসরাত লিজা

নির্বাহী সদস্য

পরিচালক, স্ট্রাটেজি, কমিউনিকেশন & এমপাওয়ারমেন্ট

 

ই-মেইল: nusrat@pathwaybd.org

ফোন: +88 02 58053743

মোবাইল: +880 1870721160

পাথওয়ে সম্পর্কিত

পাথওয়ে বাংলাদেশের অন্যতম সেরা দাতব্য, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংস্থা। এর প্রধান কার্যালয় ঢাকার মিরপুরে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে সর্বদাই পথচলা। প্রধানত পাথওয়ে বাংলাদেশে শিশু, নারী এবং তৃতীয় লিঙ্গ উন্নয়নে নিবেদিত একটি মানবিক সংস্থা। পাথওয়ে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো বাংলাদেশ কর্তৃক অনুমোদিত এবং তালিকাভুক্ত। রেজিস্ট্রেশন নম্বর: 0778

অফিস সময় তালিকা

শনিবার     ১০ টা হইতে ৬ টা
রবিবার     ১০ টা হইতে ৬ টা
সোমবার     ১০ টা হইতে ৬ টা
মঙ্গলবার     ১০ টা হইতে ৬ টা
বুধবার     ১০ টা হইতে ৬ টা
বৃহস্পতিবার     ১০ টা হইতে ৬ টা
শুক্রবার     বন্ধ

ছুটির তালিকা

অফিসের ঠিকানা

বাড়ি ০২, রাস্তা ০৬, সেনপাড়া পর্বতা, কাফরুল,
মিরপুর, ঢাকা -১২১৬, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৫৮০৫৩৭৪৩
মোবাইলঃ +৮৮ ০১৩২১ ২৩২৯৮২
ই-মেইলঃ info@pathwaybd.org
ওয়েব: www.pathwaybd.org
ওয়েব: www.ajkerprosongo.com

নিচে উল্লেখিত লিংকে আমাদেরকে অনুস্মরণ করুন

Search