পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুলে আপনাকে স্বাগতম। ঢাকায় অবস্থিত বিআরটিএ অনুমোদিত এবং গভঃ নিবন্ধিত বাংলাদেশের অন্যতম একটি ড্রাইভিং ট্রেনিং সেন্টার ।

পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল কর্তৃক ড্রাইভিং প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়েছে

Image

আপনি কেন আমাদের ড্রাইভিং ট্রেনিং স্কুল নির্বাচন করবেন?

  • পাথওয়ে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি(বিআরটিএ) থেকে নিবন্ধিত ড্রাইভিং ট্রেনিং স্কুল। ( নিবন্ধন নং: ১১৬/২০১৮ )
  • আমরা চালক দ্বারা শিখাই না (বিআরটিএ) অনুমোদিত ইসন্ট্রাকটর দ্বারা ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকি।
  • আমরা ছাত্রদেরকে বেস্ট ড্রাইভিং ট্রেনিং টাই দেওয়ার চেষ্টা করে থাকি যার ফলশ্রুতিতে এখনো পাথওয়ের সুনাম ছড়িয়ে ছিটিয়ে আছে সারা বাংলাদেশে।
  • প্রশিক্ষনার্থীদের প্যাকটিক্যাল ক্লাস এর পাশাপাশি ও থিওরি ক্লাস প্রদান করা হয়।
  • ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাস রুমে প্রজেক্টরের মাধ্যমে থিওরি ক্লাস প্রদান করা হয়।
  • আমরা প্রশিক্ষনার্থীদের গ্রুপ করে ড্রাইভিং প্যাকটিক্যাল ক্লাস করাই না, প্রত্যেককেই এককভাবে  ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়।
  • প্রশিক্ষনার্থীদের সবধরণের পার্কিং বিষয়ে প্যাকটিক্যাল ক্লাস প্রদান করা হয়।
  • আমরা পেশাদার, অপেশাদার উভয় শ্রেনীর চালক প্রশিক্ষণ দিয়ে থাকি।
  • কর্মজীবি নারী/পুরুষদের জন্য রয়েছে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা।
  • থিওরি ক্লাসে আমরা ট্রাফিক সাইন, রোড সাইন, ট্রাফিক আইন ও গাড়ির ইঞ্জিন মেকানিক্যাল ও রক্ষনাবেক্ষণ সম্পর্কে পাঠদান করা হয়।
  • সকল ছাএ/ছাএীদের সাপ্তাহিক ও মাসিক লিখিত ও মেীখিক পরীক্ষার মাধ্যমে মুল্যায়ন করা হয়্।
  • আমরা সল্প ও দীর্ঘ মেয়াদী প্রশিক্ষন দিয়ে থাকি।
  • প্রশিক্ষনার্থীদের আবাসিক ব্যবস্থা।
  • প্রশিক্ষন শেষে বিভিন্ন ব্যাংক/বীমা ও কর্পোরেট প্রতিষ্ঠানে চাকুরী পেতে সহায়তা করা ।
  • আমরা আমাদের ছাএ/ছাএীদের বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে সহায়তা করে থাকি।
  • আমরা ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পেতে সহায়তা করে থাকি।
  • আমাদের লক্ষ্য দক্ষ চালক তৈরি করে সড়ক দূর্ঘটনা রোধে ভূমিকা রাখা।

আমাদের বৈশিষ্ট্য

  • কর্মজীবী নারী এবং তৃতীয় লিঙ্গের জন্য বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ সুবিধা।
  • বিআরটিএ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্সের জন্য সহায়তা।
  • দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা
  • থিওরি ক্লাস: প্রতি শুক্র ও শনিবার বিকাল ০৪.০০ থেকে সন্ধ্যা ০৬.০০।
  • মহিলা এবং পুরুষদের জন্য আলাদাভাবে স্কুটি এবং মোটরসাইকেল প্রশিক্ষণ।
  • নারী প্রশিক্ষক দ্বারা নারী প্রশিক্ষনার্থীদেরকে প্রশক্ষণ দেওয়া হয়।
  • প্রশিক্ষণ শেষে চাকরি পাওয়ায় সহযোগীতা প্রদান।

অটো গিয়ার কার গাড়ি চালানোর প্রশিক্ষণ

অটো গিয়ার কার গাড়ি চালানোর প্রশিক্ষণ
অটোকার স্বয়ংক্রিয় গাড়ি বাংলাদেশের নতুন যুগের সুচনা ঘটিয়েছে বেশ কয়েক বছর আগেই দিনে দিনে এর জনপ্রিয়তা আরো বেড়ে চলেছে। অটো গাড়ি চালানোর নিয়ম জেনে নিন। দেখুন
অটো গিয়ার কার গাড়ি চালানোর প্রশিক্ষণ দিয়ে যেভাবে পাথওয়ে দেশের বেকারত্ব দূরীকরণে এগি যাচ্ছে।

ম্যানুয়াল কার গাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ

ম্যানুয়াল কার গাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ

বাংলাদেশে উপযুক্ত প্রশিক্ষন না পেয়ে ম্যানুয়াল গাড়ি চালানো যায় না। একটি ম্যানুয়াল গাড়ি চালনার জন্য একজন প্রশিক্ষনার্থীকে অবশ্যই উপযুক্ত প্রশিক্ষকের অধীনে উপযুক্ত প্রশিক্ষন নিতে হবে। দেখুন ম্যানুয়াল কার গাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে যেভাবে পাথওয়ে দেশের বেকারত্ব দূরীকরণে এগি যাচ্ছে।

মোটরসাইকেল, বাইক বা স্কুটি ড্রাইভিং ট্রেনিং

মোটরসাইকেল, বাইক বা স্কুটি ড্রাইভিং ট্রেনিং

আমাদের ট্রেনিং সেন্টারে আমরা পুরুষদের মোটরসাইকেল বা বাইক চালানোর পাশাপাশি নারীদের স্কুটি প্রশিক্ষণ দিয়ে থাকি।নারীদের জন্য পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল সুদক্ষ নারী প্রশিক্ষক দিয়ে স্কুটি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রেখেছে। এছাড়াও কর্মজীবী মহিলা বা নারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু আছে। বিস্তারিত জানতে ক্লিক করুন মোটরসাইকেল বা বাইক ও স্কুটি ড্রাইভিং ট্রেনিং 

ড্রাইভিং ট্রেনিং কোর্স ফিস এর তালিকা- পাথওয়ে

প্রাইভেট কার বা হালকা অটো গাড়ি ড্রাইভিং ট্রেনিং কোর্স ফি - অটো + ম্যানুয়াল (সম্পূর্ণ)

৳ ৯,০০০
  • প্র্যাক্টিকেল ক্লাস-২৪
  • থিউরি ক্লাস -০৪
  • অটোমোবাইল -০২
  • মোট ক্লাস-৩০

প্রাইভেট কার বা হালকা অটো গাড়ি ড্রাইভিং ট্রেনিং কোর্স ফি (মিডিয়াম)

৳৫,০০০
  • প্র্যাক্টিকেল ক্লাস-১৫
  • থিউরি ক্লাস -০৩
  • অটোমোবাইল -০২
  • মোট ক্লাস-২০

প্রাইভেট কার বা হালকা অটো গাড়ি ড্রাইভিং ট্রেনিং কোর্স ফি (স্বল্প মেয়াদি)

৳ ৪,০০০
  • প্র্যাক্টিকেল ক্লাস-১২
  • থিউরি ক্লাস -০২
  • অটোমোবাইল -০১
  • মোট ক্লাস-১৫

প্রাইভেট কার বা হালকা অটো গাড়ি ড্রাইভিং ট্রেনিং কোর্স ফি (সম্পূর্ণ)

৳ ৭,০০০
  • প্র্যাক্টিকেল ক্লাস-২৪
  • থিউরি ক্লাস -০৪
  • অটোমোবাইল -০২
  • মোট ক্লাস-৩০

প্রাইভেট কার বা হালকা মেনুয়াল গাড়ি ড্রাইভিং ট্রেনিং কোর্স ফি (মিডিয়াম)

৳ ৬,০০০
  • প্র্যাক্টিকেল ক্লাস-১৫
  • থিউরি ক্লাস -০৩
  • অটোমোবাইল -০২
  • মোট ক্লাস-২০
প্রশিক্ষণের নিয়ম ও শর্ত সমূহ:
প্রাকটিক্যাল ড্রাইভিং প্রশিক্ষণ প্রতিটি ক্লাস ২০ মিনিট করে থিওরি ক্লাস প্রতিটি এক ঘণ্টা করে ইঞ্জিন বিষয়ের ক্লাসগুলো প্রাক্টিক্যাল ভাবে প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণের নির্দিষ্ট সময়ে ৫ মিনিট পূর্বে উপস্থিত থাকিতে হইবে কোনক্রমে বিলম্বে করা যাবেনা এবং অতিরিক্ত সময় যোগ করা হবে না প্রশিক্ষণের সময় অবশ্যই সকল ছাত্র-ছাত্রীদের শিক্ষানবিশ লাইসেন্স লার্নার কার্ড থাকতে হবে ।

প্রাইভেট কার বা হালকা মেনুয়াল গাড়ি ড্রাইভিং ট্রেনিং কোর্স ফি (স্বল্প মেয়াদি)

৳ ৫,০০০
  • প্র্যাক্টিকেল ক্লাস-১২
  • থিউরি ক্লাস -০২
  • অটোমোবাইল -০১
  • মোট ক্লাস-১৫

প্রাইভেট কার বা হালকা অটো গাড়ি ড্রাইভিং ট্রেনিং কোর্স ফি (সম্পূর্ণ)

৳ ৮,০০০
  • প্র্যাক্টিকেল ক্লাস-২৪
  • থিউরি ক্লাস -০৪
  • অটোমোবাইল -০২
  • মোট ক্লাস-৩০

বাইক ট্রেনিং কোর্স ফি (সম্পূর্ন)

৳ ৫,০০০
  • প্র্যাক্টিকেল ক্লাস-১২
  • থিউরি ক্লাস -০৪
  • অটোমোবাইল -০৪
  • মোট ক্লাস-২০

বাইক ট্রেনিং কোর্স ফি (স্বল্প মেয়াদি)

৳ ৩,০০০
  • প্র্যাক্টিকেল ক্লাস-০৬
  • থিউরি ক্লাস -০২
  • অটোমোবাইল -০২
  • মোট ক্লাস-১০

স্কুটি ট্রেনিং 
কোর্স ফি

৳ ৬,০০০
  • প্র্যাক্টিকেল ক্লাস-১০
  • থিউরি ক্লাস -০২
  • অটোমোবাইল -০২
  • মোট ক্লাস-১৪

পাথওয়ে এর দক্ষ ও অভিজ্ঞ এবং বিআরটিএ অনুমোদিত ইন্সট্রাকটর দিয়ে ড্রাইভার রিফ্রেশার ট্রেনিং কোর্স করানো হয়

ড্রাইভিং রিফ্রেশার ট্রেনিং কোর্সঃপাথওয়ে

Road safety training for drivers || 2022 || ড্রাইভারদের জন্য নিরাপদ সড়কের প্রশিক্ষণ

অযথা গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহারে বাড়ছে শব্দদূষণ | Hydraulic Horn | Sound Pollution | Pathway

চালকের সচেতনতা এবং লেন পরিবর্তনের কৌশল | Driver's awareness and lane changing techniques | Pathway

তৃতীয় লিঙ্গের জন্যফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ

তৃতীয় লিঙ্গের জন্যও ড্রাইভিং সুবিধা দেওয়া হয়। যারা এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত তারা সাধারণত ভিক্ষাবৃত্তির মাধ্যমে অথবা পথচারী এবং দোকানদারদের কাছ থেকে অর্থ দাবি করে তাদের জীবিকা অর্জন করে। এটি কখনও কখনও ঝগড়া এবং অপ্রীতিকর ঘটনার দিকে পরিচালিত করে। এই লোকদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। পাথওয়ে তাদের মূলধারার সমাজে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। পাথওয়ে ড্রাইভিং স্কুল একটি অলাভজনক প্রতিষ্ঠান। এর মূল উদ্দেশ্য হল শালীনতার একটি নমনীয়তা আছে এবং তাদের অভাবমুক্ত জীবনযাপনের সুযোগ দেওয়া।

বিআরটিএ মোটর ড্রাইভিং প্রশিক্ষণ বই pdf ই-বুক পিডিএফ - পাথওয়ে

পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল- মোটর ড্রাইভিং প্রশিক্ষণ বই pdf

একজন আদর্শ চালক হিসাবে আপনাকে অবশ্যই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক ট্রাফিক আইন কানুন সঠিকভাবে জানতে হবে। এবং আমরা আশা করি পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল বইটি আপনার সর্বোচ্চ উপকারে আসবে । মোটর ড্রাইভিং প্রশিক্ষণ বই pdf
ডাউনলোড মোটর ড্রাইভিং প্রশিক্ষণ বই pdf
পাথওয়ে  ফ্রি ড্রাইভিং কোর্সের জন্য  আবেদন পদ্ধতি

ফ্রি ড্রাইভিং কোর্সের জন্য আবেদন পদ্ধতি

নিম্নে উল্লেখিত ফর্ম টি পূরণ করে আমাদেরকে কল দিয়ে জানিয়ে দিন। আমরা আপনার আবেদনটি প্রসেস করা শুরু করে দিবো (ইন শা আল্লাহ)।
আবেদন করতে ক্লিক করুন

ড্রাইভিং ট্রেনিং স্কুলের সর্বশেষ খবর

 
পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল দীর্ঘদিন ধরে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করে বাংলাদেশে বিপুল সংখ্যক বেকার এবং কর্মজীবী ​​নারী/পুরুষকে প্রশিক্ষণ দিয়ে সুনাম অর্জন করছে। অন্যদিকে, এটি বেকারত্ব দূরীকরণে অগ্রণী ভূমিকা পালন করছে।  এটি বাংলাদেশের মধ্যে ঢাকার মিরপুরের সেরা ড্রাইভিং স্কুল হিসেবে পরিচিত। তথ্য প্রযুক্তির আজকের এই যুগে মানুষ ঘরে বসে সারা দুনিয়ায় ক্রয় -বিক্রয় করছে। কিন্তু এই পণ্যগুলি আনা এবং নেওয়ার কাজটি একজন ড্রাইভারকে করতে হয়। তাই দক্ষ চালকের বিকল্প নেই। তাই সরকারি ও বেসরকারি পর্যায়ে জনবল নিয়োগের চাহিদাও দিন দিন বাড়ছে। এই কারনে দক্ষ ড্রাইভার তৈরির জন্য আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সেরাটা দিয়ে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকি। ভালো শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া ভালো শিক্ষা হয় না যা আমরা সবাই বিশ্বাস করি। বিআর টি এ এর অনুমোদিত প্রশিক্ষকের দ্বারা পাথওয়ে সঠিকভাবে ড্রাইভিং ট্রেনিং দিয়ে সাথে ব্যবহারিক এবং তত্ত্ব ক্লাসের মাধ্যমে দক্ষ ড্রাইভার তৈরি করে থাকে।

পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং সেন্টার একাডেমী স্কুল
 
পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল পেশাদার ড্রাইভারদের জন্য বেসিক ড্রাইভিং কোর্স এবং বেসিক রেগুলার কোর্স এবং কর্মজীবী ​​মহিলা/ নারী ও পুরুষদের জন্য রেখেছে বিশেষ কোর্স। আমাদের ট্রেনিং সেন্টার থেকে ড্রাইভিং প্রশিক্ষণ পেয়ে বিপুল সংখ্যক বেকার পুরুষ/মহিলা সরকারি-বেসরকারি ব্যাংক, বীমা এবং অন্যান্য সংস্থায় দক্ষ চালক হিসেবে কাজ করছে। এছাড়াও তাদের দক্ষতা প্রমাণ করে দেশে এবং বিদেশে পেশাদার চালক হিসেবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে সড়ক দুর্ঘটনা মহামারীতে পরিণত হয়েছে। এবং এই মহামারী থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল রাস্তা ব্যবহারের সঠিক নিয়ম কানুন অনুযায়ী গাড়ি চালানো। এবং একজন ড্রাইভারের পক্ষে ড্রাইভিং করা সম্ভব হবে যদি সে একটি ভাল ড্রাইভিং কোম্পানি বা ট্রেনিং স্কুল  থেকে প্রশিক্ষণ নিয়ে অ্যাপটিটিউড পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল একটি দক্ষ ড্রাইভারের যে গুণাবলী থাকা প্রয়োজন তার উপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ প্রদান করে।

আজকাল পুরুষের পাশাপাশি কর্মক্ষম নারীর সংখ্যাও বাড়ছে। পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল পেশাদার এবং অপেশাদার উভয় শ্রেণীর জন্যই বিভিন্ন ধরণের ইন্টার্নশিপ প্রদান করে। একই সাথে, কর্মজীবী ​​মহিলাদের প্রশিক্ষণের ক্ষেত্রে, মহিলা প্রশিক্ষকদের সাথে ড্রাইভিং সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে শেখা হয়।  নারী / মহিলাদের জন্য আলাদা প্রশিক্ষণ কোর্স রয়েছে। প্রশিক্ষণের সময় তাদের নিরাপত্তা সর্বাধিক গুরুত্বপূর্ণ।


Mirpur Best Driving School
 
 
অনেক নারী শ্রমিক পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারনা করে কর্মক্ষেত্রে বা অন্যান্য যায়গায় যাওয়ার জন্য তাদের নিজস্ব গাড়ি ব্যবহার করে। তাই আমরা ঐ সকল নারী শ্রমিকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছি যাতে রাস্তা ব্যবহারে সঠিক নিয়ম মেনে চলার ধারণা পাওয়া যায় এবং ড্রাইভিং দক্ষতা অর্জন করা যায়। অন্যদিকে, বেকার শিক্ষিত নারীদের পেশাদার চালক হিসেবে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য ভালো ব্যবস্থা রয়েছে। কারণ অনেক মানুষ ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্পোরেট প্রতিষ্ঠানে আমাদের সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে ড্রাইভিং পেশায় কাজ করছে এবং নিজেদের এবং তাদের পরিবারের দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা পালন করছে। পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল দরিদ্র, অবহেলিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং সমাজের তৃতীয় লিঙ্গের পাশাপাশি বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে। এইভাবে বাংলাদেশের বেকারত্ব দূর করতে সবসময় কাজ করে যাচ্ছে। পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুলে দেওয়া কোর্সগুলো হল পেশাদার এবং অপেশাদার বেসিক ড্রাইভিং কোর্স, কর্মরত নারী/মহিলা ও পুরুষদের জন্য সাপ্তাহিক কোর্স, পেশাদার ড্রাইভারদের জন্য বেসিক এবং নিয়মিত কোর্স। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ মডিউল অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মডিউলগুলো হলো- দৈনিক গাড়ির ইঞ্জিন চেক-আপ, সিগন্যাল মিরর মুভ, ডান-বাম ঘূর্ণন, বিভিন্ন ধরণের পার্কিং লটে পার্কিং এর ব্যবহারিক প্রশিক্ষণ, গাড়ির ইঞ্জিন প্রশিক্ষণ। রাস্তায় নিরাপদে গাড়ি চালানোর জন্য একজন দক্ষ চালকের অবশ্যই ট্রাফিক সাইন, রোড সাইন, রোড মার্কিং এবং রোড ডিভাইডার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। দূরত্ব থামানো, ওভারটেক করা, পাস করা সম্পর্কে ভালভাবে সম্যক জ্ঞান থাকতে হবে। কারণ একজন দক্ষ ড্রাইভারের জন্য ট্রাফিক এবং মেকানিক্স সম্পর্কে ভালো জ্ঞান থাকা জরুরি অথবা আপনি নিজেকে একজন দক্ষ ড্রাইভার হিসেবে গড়ে তুলতে পারবেন না। পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সপ্তাহে ২ দিন সকল প্রশিক্ষণার্থীদের ট্রাফিক চিহ্ন, রাস্তার চিহ্ন এবং ইঞ্জিন সম্পর্কে ধারণা প্রদান করে। একই সময়ে, শিক্ষার্থীদের সাপ্তাহিক এবং মাসিক মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। প্রশিক্ষণ শেষে সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হয়।

পাথওয়ে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা বাংলাদেশ

পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল প্রশিক্ষণার্থীদের অন্য যেকোনো ড্রাইভিং স্কুলের তুলনায় একটু ভিন্ন উপায়ে মূল্যায়ন করে থাকে, এ কারণেই এটি দক্ষ চালক তৈরি করে সড়ক দুর্ঘটনা রোধে অবদান রাখে এবং জাতীয় অর্থনীতিতে অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল বাংলাদেশের সেরা ড্রাইভিং ট্রেনিং স্কুল হিসেবে স্বীকৃতি লাভ করছে। আপনার মত একজন আদর্শ শিক্ষিত চালক আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ একটি অত্যন্ত জনবহুল দেশ।  অতিরিক্ত ভিড়ের কারণে অনেক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। অন্যদিকে, অযোগ্য চালকদের দ্বারা গাড়ি চালানো সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। ড্রাইভার বা পথচারী কেউই রাস্তা ব্যবহারের সঠিক নিয়ম মানেন না। এটি একটি মারাত্মক অপরাধ। একজন চালক যেমন পথচারী দুর্ঘটনা ঘটায় তেমনি সড়ক দুর্ঘটনা ঘটায়। তাই চালক, যাত্রী এবং পথচারীদের সকলেরই সচেতন হওয়া প্রয়োজন। উপরন্তু, ব্যক্তি বা প্রতিষ্ঠানের ড্রাইভার বা নিয়োগের উপর নজর রাখা উচিত। আপনি একজন শিক্ষিত এবং দক্ষ ড্রাইভার নিয়োগ করছেন কিনা সে সম্পর্কে আমাদের সচেতন হওয়া দরকার। কারণ শিক্ষার্থী, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী এবং সাধারণ শ্রমিকসহ অসংখ্য মানুষ প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। কোনো কারণ ছাড়াই তাদের জীবন দিতে হয়। কেবলমাত্র একজন দক্ষ চালকই এই সমস্ত অনাকাঙ্ক্ষিত মৃত্যুর হার কমাতে পারে। পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল দক্ষ ড্রাইভার তৈরিতে সেরা ড্রাইভিং স্কুল হিসেবে খ্যাতি অর্জন করেছে। প্রতি বছর "নিরাপদ সড়ক দিবসে" আমরা পেশাদার এবং অপেশাদার চালকদের জন্য একটি বিশেষ কর্মশালা এবং সমাবেশের আয়োজন করি। সেদিন চালকদের রাস্তা ব্যবহারের নিয়ম -কানুন, ট্রাফিক সাইন এবং অন্যান্য নিয়ম -কানুন নিয়ে জনসচেতনতামূলক আলোচনা ছিল। এতে চালকদের দক্ষতা বৃদ্ধি পায়। পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুলে নিরাপদ সড়ক দিবসে চালকদের বিশাল সমাবেশ। বিষয়টি চালকদের মনোবল বাড়ানো এবং দক্ষ ড্রাইভার তৈরির জন্য প্রশংসার দাবি রাখে। তাই আমরা দক্ষ ড্রাইভার তৈরিতে শ্রেষ্ঠত্ব দাবি করি।

সেরা ড্রাইভিং স্কুল ঢাকা, বাংলাদেশ
আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে, অনেক বেকার মহিলা/পুরুষ তাদের বেকার সমস্যা সমাধানের জন্য ড্রাইভিং চাকরি নিচ্ছেন এবং নির্দিষ্ট আয়ের বাইরে অতিরিক্ত আয়ের উৎস হিসাবে তাদের পছন্দের বিভিন্ন রাইড-শেয়ারিং প্রতিষ্ঠানে নিবন্ধন করে তাদের অ্যাপ ব্যবহার করে সচ্ছল জীবনযাপনের চেষ্টা করছে। ফলশ্রুতিতে বর্তমানে ড্রাইভিং পেশার গুরুত্ব ও মূল্য অনেক বেড়েছে। শুধু পেশা হিসেবেই নয় ব্যক্তিগত গাড়ি চালাতেও আপনার প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স লাগবে। তাই যে কেউ আমাদের প্রতিষ্ঠান থেকে ড্রাইভিং প্রশিক্ষণ নিতে পারে । এছাড়াও বিদেশগামীদের জন্য রয়েছে বিশেষ ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা ও লাইসেন্স প্রাপ্তিতে সহযোগীতা। একটা প্রবাদ আছে - ইচ্ছা থাকলে উপায় আছে। তাই দেরি না করে পাথওয়ে ড্রাইভিং স্কুলে আসুন।  ড্রাইভিং কোর্স কমপ্লিট করে নিজেকে দক্ষ চালক হিসেবে গড়ে তুলুন। আমাদের সাথে যোগাযোগ করুন।
আমাদের ঠিকানাঃ
৪৮/৩, বিআরটিসি স্টাফ কোয়ার্টার মার্কেট,
সেনপাড়া পার্বতা, কাফরুল, ঢাকা -১২১৬
মোবাইল: 01321232982 অথবা
ভিজিট করুন- https://www.pathwaybd.org/driving-school-in-dhaka 

 

থিওরি এবং প্র্যাকটিকেল ক্লাস: পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল

ম্যানুয়াল গিয়ার কার ড্রাইভিং ট্রেনিং | অটো কার গাড়ি ট্রেনিং | অটো গিয়ার কার গাড়ী প্রশিক্ষণ | বাইক বা মোটরসাইকেল চালানো শিখুন । স্কুটি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র | পাথওয়ে

পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল সম্পর্কে বিস্তারিত:
পাথওয়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। দেশের প্রতিটি জেলায় প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে। এটি বিভিন্ন ধরনের চাকরি-ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে সমাজে বেকারত্ব দূর করতে কাজ করছে। এর মূল লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর বেকার যুবকদের আত্মকর্মসংস্থান করা। পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল পাথওয়ের একটি অধিভুক্ত ট্রেনিং সেন্টার। এর মূল লক্ষ্য, দক্ষ ড্রাইভার বা চালক তৈরি করা। সড়ক দুর্ঘটনা রোধে একজন দক্ষ চালকের ভূমিকা অনন্য। আপনি জানেন যে, বাংলাদেশে প্রতিদিন গড়ে কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়, এবং সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের স্থান কি? বর্তমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। এবং বাংলাদেশে প্রতিদিন গড়ে ১৮ জন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। বাংলাদেশে নিবন্ধিত গাড়ির সংখ্যা ৪৭ লাখ ২৯ হাজার ৩৯৩। এই নিবন্ধিত গাড়ির বিপরীতে বিআরটিএ কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত   চালক রয়েছে প্রায় অর্ধেক। তাই আমরা মনে করি বাংলাদেশে দক্ষ ড্রাইভার তৈরি করা জরুরি। তাহলে বাংলাদেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা কিছুটা কমে আসবে।
 
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এই দেশের অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। এদেশে অশিক্ষিত মানুষের চেয়ে শিক্ষিত বেকার বেশি। বর্তমানে বাংলাদেশে বেকারত্বের হার ৫.৩ শতাংশ। যখন আমরা উন্নত বিশ্বের দিকে তাকাই, আমরা দেখি যে তারা বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করে তাদের জীবনমান উন্নত করছে। এই ক্যারিয়ার-ভিত্তিক শিক্ষার মধ্যে রয়েছে ড্রাইভিং প্রশিক্ষণ এবং এর বাইরেও। তাই আমরা পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুলের প্রশিক্ষণের মাধ্যমে দেশে বেকারত্বের হার কমাতে বদ্ধপরিকর।
 
পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল কম খরচে বিভিন্ন স্বল্পমেয়াদী ড্রাইভিং কোর্সে প্রশিক্ষণ প্রদান করে। পাথওয়ে বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা যা মানবতার সেবায় নিয়োজিত। তাই অসহায় দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয় (শর্ত সাপেক্ষে)। বিনামূল্যে প্রশিক্ষণের জন্য, একজনকে তার এলাকার চেয়ারম্যান / কাউন্সিলরের সার্টিফিকেট সহ বাবা -মায়ের ভোটার আইডি কার্ড এর ফটোকপি এবং মোবাইল নম্বর সহ পরিচালক (পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল) এর বরাবর আবেদন করতে হবে । আমাদের নির্বাহী কমিটি কর্তৃক যাচাই -বাছাইয়ের পর তাকে মনোনীত করা হবে। এখন পর্যন্ত ইনস্টিটিউট থেকে শতাধিক শিক্ষার্থীর প্রশিক্ষণের মাধ্যমে তারা বিভিন্ন সরকারি ও বেসরকারি, ব্যাংক, বীমা, কর্পোরেট অফিসে সুনামের সঙ্গে গাড়ি চালাচ্ছে এবং স্বাবলম্বী হচ্ছে।
 
আমরা ড্রাইভিং প্রশিক্ষণের পাশাপাশি গাড়ির অটোমোবাইল ইঞ্জিনের যন্ত্রাংশ সম্পর্কে ধারণা প্রদান করি। দক্ষ চালক হওয়ার জন্য আপনার যা যা প্রয়োজন তা হাতে হাতে শেখানো হয়। পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল প্রতি বছর ৫০০ থেকে ৬০০ পেশাদার এবং অপেশাদার দক্ষ চালক তৈরি করে। যারা দেশে-বিদেশে সুনামের সঙ্গে গাড়ি চালিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করছেন এবং সড়ক দুর্ঘটনা রোধে ভূমিকা পালন করছেন। চালকদের সড়ক নিরাপত্তা বিষয়ে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়। এটি তাকে আরও আত্মনির্ভরশীল চালক এবং সঠিক নিয়মে সচেতনভাবে গাড়ি চালাচ্ছে। সড়ক নিরাপত্তার দাবিতে প্রতি বছর পাথওয়ে সভা/সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করে।
 
সর্বোপরি, আমি সাবধানে গাড়ি চালাব, নিরাপদে বাড়ি ফিরবো।
চালক-যাত্রী-পথচারী, ট্রাফিক আইন মেনে চলা, সড়ক দুর্ঘটনা রোধ করা।

ফটো গ্যালারি

পাথওয়ে ড্রাইভিং স্কুল

পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল অত্যান্ত সুনামের সাথে দীর্ঘদিন ধরে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের অসংখ্য বেকার ও কর্মজীবি নারী ও পুরুষদের স্বাবলম্বী করে সুনাম কুড়িয়েছে। অন্যদিকে বেকারত্ত্ব দূরীকরনে অগ্রনী ভূমিকা রাখছে। 

অফিস সময় তালিকা

শনিবার সকাল ৭ টা - রাত ১১ টা
রবিবার সকাল ৭ টা - রাত ১১ টা
সোমবার সকাল ৭ টা - রাত ১১ টা
মঙ্গলবার সকাল ৭ টা - রাত ১১ টা
বুধবার সকাল ৭ টা - রাত ১১ টা
বৃহস্পতি সকাল ৭ টা - রাত ১১ টা
শুক্রবার সকাল ৭ টা - বিকাল ৫ টা

অফিসের ঠিকানা

৪৮/৩, সেনপাড়া পর্বতা, কাফরুল,
মিরপুর-১০, ঢাকা -১২১৬, বাংলাদেশ
ফোনঃ  +৮৮ ০২-৫৮০৫০৯৫৫
মোবাইলঃ +৮৮ ০১৮ ৭০৭২ ১১৬০ (Whats'App)
ই-মেইলঃ info@pathwaybd.org
ওয়েব: www.pathwaybd.org
ওয়েব: www.ajkerprosongo.com

নিচে উল্লেখিত লিংকে আমাদেরকে অনুস্মরণ করুন

Search