জলবায়ু পরিবর্তন

আমরা একটি বিশ্বব্যাপী অলাভজনক সংস্থা যা পুরো বিশ্বজুড়ে ভাল দিক  এবং ইতিবাচক পরিবর্তনগুলি সমর্থন করি।
Climate Change

জলবায়ু পরিবর্তন কার্যক্রম

১৬০ মিলিয়নেরও বেশি মানুষ নিয়ে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। বেশিরভাগ বাংলাদেশী তাদের জীবিকা নির্বাহের জন্য দেশের প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল, যা পরিবেশ ও অর্থনীতিতে প্রচণ্ড চাপ সৃষ্টি করে। ঘন ঘন প্রাকৃতিক বিপর্যয়, বনাঞ্চল ও জলাভূমির অবক্ষয় এবং পরিবেশকে বিপন্ন করে দেশের জ্বালানী চাহিদা পূরণের কারণে বাংলাদেশের জলবায়ু দিন দিন পরিবর্তন হয়ে হুমকির মুখে পড়ছে। পাথওয়ে বাংলাদেশ সরকারের সহযোগী হয়ে জলবায়ু পরিবর্তনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে এবং সর্বাধিক ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উপর এর প্রভাব হ্রাস করতে কাজ করছে ।

সর্বোত্তম মানবিক কাজের জন্য

আমাদের যাত্রায় অংশ নিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি

আমাদের পদক্ষেপ সমূহ

মূলধারার জলবায়ু পরিবর্তন অভিযোজন

মূলধারার জলবায়ু পরিবর্তন অভিযোজন

Climate Resilient Interventions

জলবায়ু স্থিতিস্থাপক হস্তক্ষেপ

Action Research and Capacity Building

গবেষণা এবং ক্ষমতা নির্ধারণ করা

Knowledge Management and Networking

তথ্য ব্যবস্থাপনা এবং নেটওয়ার্কিং

জলবায়ু পরিবর্তন

সভ্যতার বিকাশ এর শুরু হতে মানুষ প্রকৃতির সাথে মানিয়ে চলতে শুরু করে। প্রকৃতি তার সবটুকু দিয়ে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখতে সহায়তা করে। সভ্যতার উন্নয়নের মূলে রয়েছে প্রকৃতির উপর মানুষের নগ্ন হস্থক্ষেপ। প্রকৃতিকে আমরা বিশ্বের মানুষ নিজের উন্নয়নের জন্য ক্ষতিগ্রস্থ করে সামনের দিকে অগ্রসর হয়ে আসছি। প্রকৃতি তার বুকভরা উদারতা নিয়ে মানুষের জন্য নিজেকে বিলীন করে দিয়েছে। প্রকৃতির উপর মানুষের এই নীতিবাচক প্রভাব পড়তে পড়তে এখন মানুষের অস্বিত্ব বিলীন হওয়ার উপক্রম হয়ে পড়েছে। পৃথিবীর এই সাজানো গোছানো প্রকৃতিকে আমরা নিজের হাতে ধ্বংস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পৃথিবীতে মানুষ বসবাসের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো জলবায়ু। মানুষের নিদারুন উন্নয়নের অত্যাচারিত হয়ে জলবায়ুর নীতিবাচক প্রভাব শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তনের একটি বড় সমস্যা হলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি। সারা বিশ্ব এখন জলবায়ু পরিবর্তনে জন্য উদ্বেগ জনক হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের এই ক্রমাগত উন্নয়ন প্রকৃতিকে করেছে ক্রমানিত ক্ষতি। ব্যাপক হারে জীবাশ্ম জালানী ব্যবহার , বনাঞ্চল ধ্বংস, কলকারখানার কালো ধোঁয়া, জনসংখ্যা বৃদ্ধি প্রকৃতির ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তন প্রভাবের মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকায় বাংলাদেশ অন্যতম।

আবহাওয়া ও জলবায়ু
পৃথিবীতে অঞ্চল ভেদে আবহাওয়া ও জলবায়ু আলাদা হয়ে থাকে। কোন নির্দিষ্ট এলাকার তাপমাত্রা, বায়ু প্রবাহ, ভূপ্রকৃতি, বৃষ্টিপাত অন্য স্থান বা এলাকা থেকে আলাদা হয়ে থাকে। আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে না জানতে পারলে এর সঠিক বিশ্লেষণ করা সম্ভব নয়। আবহাওয়া বলতে বুঝায় কোন নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ের বায়ু, বৃষ্টিপাত ইত্যাদির গড় অবস্থাকে আবহাওয়া বলে থাকে। জলবায়ু হলো আবহাওয়ার দীর্ঘস্থায়ী রূপকে বুঝানো হয়। কোন স্থানের ত্রিশ বছরের বেশি সময়ের বায়ু, তাপ, বৃষ্টিপাত গড় করে যখন হিসাব করা হয় তখন তাকে জলবায়ু বলা হয়। সংক্ষেপে বলতে গেলে আবহাওয়া পরিবেশের সংক্ষিপ্ত রূপ। আর জলবায়ু হলো পরিবেশের দীর্ঘস্থায়ী রুপ। আবহাওয়া ও জলবায়ু দেশের জন্য অনেক গুরুত্ব বহন করে। আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন মানুষের দ্বারায় নিয়ন্ত্রন হয়ে থাকে। আবহাওয়া ও জলবায়ুর ক্ষতিসাধন আমাদের দ্বারায় হয়। বর্তমানে প্রত্যেকটি দেশ আবহাওয়া ও জলবায়ু বিরুপ প্রতিক্রিয়া দেখে আসছে । পুরো বিশ্ব আজ আবহাওয়া ও জলবায়ু ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে।

 জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের অনেক ক্ষতি সাধন হয়। ঘূর্ণিঝড় ও জলোচ্ছাস বাংলাদেশের উপকূলীয় অঞ্চল গুলোতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। উপকূলীয় জনপদের মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তাদের বাড়িঘর ছন, টিন, ঘড়, কাঠ ইত্যাদি দিয়ে তৈরি হয়ে থাকে। উপকূলীয় অঞ্চলে বসবাস হওয়ার কারণে নদী ভাঙ্গন, বন্যা, খরা, জলোচ্ছাস ইত্যাদি কারণে বাড়ি ঘর ভাঙতে থাকে। তাদের দুঃখ-দুর্দশা লেগেই থাকে। বাংলাদেশের উপকূলীয় ও বন্যা কবলিত অঞ্চল গুলো হল কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, লালমনিরহাট, বান্দরবান, বরিশাল, পটুয়াখালী, ভোলা, কক্সবাজার, নোয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ইত্যাদি জলবায়ুর জন্য ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।

জলবায়ু পরিবর্তনে কারণ
জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক কিছু প্রক্রিয়ার উপর পরিবর্তন হয়ে থাকে। জলবায়ু পরিবর্তনে অভ্যন্তরীন ও বাহ্যিক প্রভাব বিস্তার করে থাকে। জলবায়ুর পরিবর্তনের কিছু উল্লেখ্যযোগ্য দিক হলো সূর্যের তাপ, গ্রিন হাউস,গ্যাস নিঃসরনের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় এতে জলবায়ুর উপর মারাত্বক প্রভাব পড়ে থাকে। আমাদের কিছু মানবসৃষ্ট কারনে জলবায়ুর ক্ষতিসাধন হয়ে আসছে। অধিক জনসংখ্যার প্রভাব পৃথিবীতে আজ বিভিন্ন সমস্যার ছড়িয়ে পড়ছে। তাই বলা যায় জলবায়ু পরিবর্তন শুধু প্রাকৃতিক কারনেই নয় মানবসৃষ্ট কারনেও জলবায়ু পরিবর্তন হয়।
জলবায়ু পৃথিবীতে জীবের অস্তিত্ব বিদ্যমানে বড় ভূমিকা পালন করে। পুরো পৃথিবীকে বেষ্টন করে রাখা বায়ু মন্ডল এর কারনে পৃথিবীতে প্রানধারন করা সম্ভব হয়েছে। এই মহাশূন্য ওজোন স্তর নামে একটি স্তর আছে যা সূর্যের ক্ষতিকর রশ্মি পৃথিবীতে আসতে বাঁধা দেয়। সূর্যের সঠিক তাপ ও আলো শুধু পৃথবিীতে আসতে পারে। মানুষ সৃষ্ট বায়ু দূষন, বনাঞ্চল ধ্বংস, অতিরিক্ত কার্বন নিঃসরণ এর কারণে বায়ুমন্ডল স্তর ক্ষয় হচ্ছে। ক্ষতিকর গ্যাস বহুল পরিমানে ব্যবহার হওয়ার কারনে ওজন স্তরকে ছিদ্র করে দিচ্ছে। এর ফলে ক্ষতিকর রশ্মি সহজেই পৃথিবীতে প্রবেশ করছে। ওজন স্তর নষ্ট হওয়ার কারনে পৃথিবী উত্বপ্ত হয়ে উঠছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এতে জলবায়ুর পরিবর্তন ঘটছে। পুরো পৃথিবী আজ জলবায়ুর পরর্বিতনে ক্ষতির সম্মুখীন হচ্ছে। 

জলবায়ুর পরিবর্তনের কিছু প্রভাব তুলে ধরা হলোঃ
 
অস্বাভাবিক তাপমাত্রাঃ
জলবায়ু আমাদরে বেঁচে থাকার একটি প্রধান অঙ্গ। অনুকূল জলবায়ু পৃথিবীতে না হলে জীবের অস্তিত্ব টিকে থাকবে না। যে জলবায়ুর উপর ভর করে পৃথিবীতে শুরু থেকে আজ পর্যন্ত টিকে আছি। জলবায়ুর জন্য যে প্রানী আজ পৃথিবীতে বিদ্যমান সেই প্রানীকূল আজ জলবায়ুর ক্ষতিসাধন করে আসছে। আমরা পৃথিবীতে বসবাসের জন্য গাছ-পালা, পাহাড়-পর্বত কেটে বসতবাড়ি এবং কলকারখানা নির্মান করছি। কলকারখানার কালো ধোঁয়া, অধিক জনসংখ্যার জন্য কার্বনডাই অক্সসাইড এর পরিমান বেড়ে যাচ্ছে যা জলবায়ু ক্ষতিসাধন করছে। ফলে পৃথিবীতে তাপমাত্রা বেড়েই চলছে। বনভূমি কেটে উজার করে দিচ্ছে যা পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে এবং কারণ কার্বনডাই অক্সসাইডের শোষণরে পরিমান কময়িে ফেলছে।
 
বৃষ্টিপাত হ্রাসঃ
পৃথিবীতে আমরা নিজেদের বসবাসের জন্য গাছ-পালা কেটে উজার করে দিচ্ছি ফলে বিল, নদী ইত্যাদি ভরাট করে বড় বড় দালান নির্মান করছি। ফলে পৃথিবীর চলমান গতিতে আমরা বাঁধা সৃষ্টি করছি। বৃষ্টি আমাদের পৃথিবীতে জীব-বৈচিত্রের জন্য আর্শীবাদ স্বরূপ। সমীক্ষা চালিয়ে দেখা গেছে বৃষ্টপিাত অনকে কমে গেছে। মৌসুমী বৃষ্টিপাত চক্র দূর্বল হয়ে গেছে। কম বৃষ্টিপাতের কারনে পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে।
 
মরুকরণঃ
পৃথিবীর ক্ষতিসাধন করার জন্য আজ আমরা নিজেরাই বিপদ ডেকে এনেছি। দিন দিন বৃষ্টিপাত কমে যাচ্ছে। সময়মত বন্যা ও বৃষ্টি কিছুই হচ্ছে না। আমাদের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। আমরা নিজেদের প্রয়োজনে গাছ-পালা কেটে মরু করে ফেলছি। দেশে পানির অভাবে খরা দেখা দিয়েছে।

প্রাকৃতিক দূর্যোগ বৃদ্ধিঃ
পুরো পৃথিবী আজ জলবায়ু নিয়ে চিন্তিত। কারণ জলবায়ুর পরিবর্তন শুধু একটি নীতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্থ হবে না। পুরো পৃথিবী জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্থ হবে। যার মূল্য প্রত্যেকটি মানুষ ও দেশকে দিতে হবে। দেশে দেশে বেড়েছে প্রাকৃতিক দূর্যোগ। প্রকৃতি আজ মানুষকে তার প্রতিদান ফিরিয়ে দিচ্ছে। প্রকৃতির এই ভয়াবহ চিত্রের জন্য আজ আমরাই দায়ী। মানুষ তার প্রয়োজনে প্রকৃতির উপর সর্বদা অত্যাচারিত হয়ে প্রদর্শন করেছে। তাই আজ প্রাকৃতিক দূর্যোগ এর ভয়াবহতা আমাদের বিভিন্ন ভাবে ক্ষতি সাধন করছে।
 
 
সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধিঃ
জলবায়ু পরিবর্তনের একটি বড় বিপর্যয় হলো সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি। পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়েই চলছে। ফলে মেরু অঞ্চলেল বরফ গলে যাচ্ছে দিনের পর দিন। মেরু অঞ্চলের বরফ গলার কারনে সমুদ্র পানি বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রের পানি বৃদ্ধি পাওয়ার কারনে নিম্ন অঞ্চল গুলো পানির মধ্যে তলিয়ে যাবে। এতে দেখা যায় বেশির ভাগ উপকূলীয় অঞ্চলের মানুষের বেশি ক্ষতি হবে।
 
সুপেয় পানির অভাবঃ
সমুদ্রে পানি বৃদ্ধি হওয়ার কারনে বিভিন্ন স্তরে ও উচু-নিচু জায়গায় লবনাক্ত পানি বৃদ্ধি পাচ্ছে। লবনাক্ত পানি বৃদ্ধির কারনে সুপেয় পানির অভাব দেখা দিয়েছে। ভূ-গর্ভস্থ পানিতে দিন দিন লবনাক্ততা বৃদ্ধি পাচ্ছে। এতে পানি পান করার অযোগ্য হয়ে পড়ছে। জলবায়ু যত পরিবর্তন হবে লবনাক্ত পানির পরিমান দিন দিন বাড়তে থাকবে।
 
কৃষি উৎপাদন হ্রাসঃ
জলবায়ু পরিবর্তন হওয়ার কারনে কৃষি উৎপাদন অনেকাংশে কমে গেছে। কৃষি উৎপাদনকৃত জমিতে লবনাক্ততার পরিমান বৃদ্ধি ও কৃষি উৎপাদনের জন্য পানির সর্ব ব্যবহারে ঘাটতি দেখা দিয়েছে। জমিতে পানির অভাবে ফসল ঠিক ভাবে বেড়ে উঠতে পারছে না। ফলে কৃষি ফলন আশাস্বরুপ পাওয়া যাচ্ছে না। কৃষিতে সঠিক সময়ে পানি সরবরাহ না করলে ফসল ঠিক ভাবে হয় না।

 

নদী ভাঙ্গনঃ
জলবায়ুর পরিবর্তনের একটি নীতিবাচক দিক হলো নদী ভাঙ্গন। সমুদ্রের পানি বৃদ্ধি এবং পানির তীব্রতা বেশি হওয়ার কারনে নদী ভাঙ্গন দেখা দেয়। বর্ষাকালে উজানে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারনে নদীর পানি বেড়ে যায় এবং প্রচন্ড গতিতে সমুদ্রের দিকে ধাপতি হয়। এতে উপকূলীয় অঞ্চলে প্রচুর নদী ভাঙ্গন দেখা দেয়। অতিরিক্ত ভাঙ্গন হওয়ার ফলে মানুষের ফসল, বসতবাড়ি সব বলিীন হয়ে যাচ্ছে পানির কারনে। 


জীবিকার উৎস ধ্বংসঃ
জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের জীবিকার উৎস ধ্বংস হয়ে যাচ্ছে। জলবায়ু ক্ষতি সাধন হওয়ার কারনে বায়ু, পানি, পরিবেশ সব মানুষের জন্য প্রতিকূল হয়ে দাড়িয়েছে। লবনাক্ত পানির জন্য জমিতে ঠিকভাবে ফসল হচ্ছে না। পানির লবনাক্ত তার জন্য সুপেয় পানির অভাব দেখা দিয়েছে। গাছ-পালা, পাহাড়-পর্বত কেটে ফেলার জন্য আমাদের প্রাকৃতিক উৎস থেকে জীবিকা নির্বাহ হারিয়ে ফেলেছি। আমরা আমাদের হাতেই নিজেদের জীবিকা ধ্বংস করেছি। প্রাকৃতিক ভাবে ফল, শস্য, মাছ এর ফলন কমে গেছে।
 
মৎস্য সম্পদ হ্রাসঃ
জলবায়ু পরিবর্তনের কারনে পরিবেশ এর ক্ষতি দিন দিন বেড়েই চলছে। মৎস্য সম্পদ এখন ক্ষতির সম্মুখিন হয়ে দাড়িয়েছে। পানিতে লবনাক্ততার বেড়ে যাওয়ার কারনে মিঠা পানির মাছ কমে যাচ্ছে। বিষাক্ত পানিতে মাছের ডিম থেকে বাচ্চা ফুটানো সম্ভব হচ্ছে না। এতে মাছের উৎপাদন কমে যাচ্ছে। মাছের প্রজনন এর জন্য পানির যে গুনাগুন থাকা দরকার তা পানিতে না থাকার কারনে মাছের বৃদ্ধি কমে যাচ্ছে এবং মাছ মারা যাচ্ছে বিষাক্ত পানির জন্য।


ভূমিকম্প বৃদ্ধিঃ
জলবায়ু পরিবর্তনের এর বড় বিপর্যয় হলো ভূমিকম্পন বৃদ্ধি। আমরা পৃথিবীকে বসবাস অযোগ্য করে ফেলেছি। আমাদরে বাসস্থান, কলকারখানা ইত্যাদির জন্য মাটির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে পাহাড়-পবর্ত কেটে বাসস্থান নির্মান করছি। মাটি খুড়ে বড় দালান নির্মান করছি। মাটির ক্ষয় বাড়ছে ও শক্তি কমে যাচ্ছে। এতে ভূমিকম্পন দেখা দিচ্ছে অধিক হারে। বড় বড় ভূমিকম্পন বিভিন্ন দেশে দেখা যাচ্ছে।
 

জীব-বৈচিত্র্য ধ্বংসঃ
পৃথিবীতে বসবাসের পর থেকে প্রকৃতির তার আপন মনে মানুষের সহযোগীতা করে আসছে। প্রকৃতির উপর ভর করে আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি। কিন্তু প্রকৃতির এই প্রতিদান আমরা ভুলে প্রকৃতির উপর চালিয়েছি নির্মম অত্যাচার। নিজের প্রয়োজনে বন-জঙ্গল, পাহাড়-পর্বত কেটে উজার করে দিচ্ছি। এতে বনাঞ্চল পাহাড় কাটার জন্য জীব বৈচিত্র্য আজ ধ্বংসের মুখে পতিত হয়েছে।

বন্যা ও খড়া বৃদ্ধিঃ
জলবায়ুর কারনে দেশে বন্যা ও খরা বেড়েছে। পৃথিবীর তাপমাত্রা অধিক হওয়ার কারনে বরফ গলে যাচ্ছে এতে সমুদ্রের পানি বেড়ে যাওয়ার নিম্নে অঞ্চল গুলোতে পানি ডুকে পড়েছে এবং বন্যায় ডুবে যাচ্ছে। বিভিন্ন দেশে খাদ্যদ্রব্য ও সুপেয় পানির জন্য খরা দেখা দিয়েছে। এতে মানুষ খাদ্য সংকটে ভুগছে। জলবায়ু পরিবর্তনে অধিক বন্যা ও খরা দেখা দিয়েছে।



জলবায়ু পরিবর্তনে অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের জলবায়ুর জন্য অনেক ক্ষতি সাধন হচ্ছে। জলবায়ু পরিবর্তন প্রত্যেকটি দেশের জন্য বিপদ হয়ে দাড়িয়েছে। বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি বাংলাদেশের এনজিও সংস্থা গুলো জলবায়ু নিয়ে কাজ করে যাচ্ছে। পাথওয়ে বাংলাদেশের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। যারা জলবায়ু নিয়ে কাজ করে যাচ্ছে। পাথওয়ে জলবায়ু রক্ষায় বিভিন্ন কর্মসূচি, সভা-সেমিনার বাস্তবায়ন করে থাকে। পাথওয়ে বিভিন্ন স্থানে বর্জ্য অপসারণ নিয়ে কাজ করে। সঠিক স্থানে রাখার নির্দেশনা প্রদান এবং যানবাহনের কালো ধোঁয়ার ক্ষতিকর দিকগুলো তুলে ধরে। পরিবেশ রক্ষায় বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ ও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে। দেশে বর্তমানে অতিরিক্ত মাত্রায় প্লাস্টিক ব্যবহার বাড়ছে। পাথওয়ে প্লাস্টিক বর্জ্য ব্যবহারে মানুষ ও প্রকৃতির যে ক্ষতি সাধন হচ্ছে তা সম্পর্কে সভা-সেমিনারের মাধ্যমে তুলে ধরেছে। পরিবেশকে কিভাবে সুন্দর ও বসবাসযোগ্য করে গড়ে তোলা য়ায় তা নিয়ে কাজ করছে পাথওয়ে।



জলবায়ু পরিবর্তন রোধে করণীয়:
বর্তমানে জলবায়ু পরিবর্তন প্রত্যেকটি দেশের জন্য হুমকি স্বরূপ হয়ে দাড়িয়েছে। কম বা বেশি প্রত্যেকটি দেশেই জলবায়ুর নীতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বৈশ্বিক উষ্ণতা জলবায়ুর পরিবর্তনের জন্য মানব জাতির অস্বিত্বের জন্য হুমকি সৃষ্টি করেছে। বর্তমানে জলবায়ুর বিরুপ প্রতিক্রিয়ার কারনে এক একটি দেশ একেক সমস্যায় ভুগছেন। সম্মিলিত চেষ্টা ছাড়া জলবায়ুর পরিবর্তন সম্ভব নয়। বর্তমানে জলবায়ুর পরিস্থিতি উপর ভিত্তি করে প্রত্যেকটি দেশকে জলবায়ু রক্ষায় নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
জলবায়ু পরিবর্তনরোধে করণীয় কাজ গুলো নিম্নে দেওয়া হলোঃ

# পরিবেশের জন্য ক্ষতিকর এমন উন্নয়ন থেকে বিরত থাকতে হবে।
# নদীর নাব্যতা বাড়াতে হবে, বিল, জলশয় আরো সৃষ্টি করতে হবে।
# ব্যাপক হারে বৃক্ষরোপন কর্মসূূচি গ্রহণ করতে হবে।
# বনাঞ্চল এর পরিমান বাড়াতে হবে।
# ক্ষতিকর গ্যাসের ব্যবহার কমাতে হবে।
# কলকারখানা ও যানবাহনের কালো ধোঁয়ার নিঃসরন কমাতে হবে।
# মানুষ্য সৃষ্টি বর্জ্য ও কলকারখানার বর্জ্য সঠিক ভাবে পরিশোধন করতে হবে।
# অপ্রয়োজনে বৃক্ষনিধন কমাতে হবে।
# পরিবেশ বান্ধব এবং নবায়নযোগ্য জালানির ব্যবহার করতে হবে।
# বিশ্বের সামগ্রিক ভূমি ব্যবহারে পরিবেশ সম্মত করা।
# পরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন নিশ্চিত করা।
# পরিবেশ সহায়ক জালানির ব্যবহার বাড়াতে হবে।
# জলবায়ু রক্ষায় সবাই মিলে আন্দোলন গড়ে তুলতে হবে এবং সচেতন করতে হবে।
 
মানুষ উন্নতির চরম শিখরে পৌঁছালেও বৈশ্বিক উন্নয়নের কারনে আজ ধ্বংসের কাছে চলে এসেছে। মানুষ নিজেদের প্রয়োজনে প্রকৃতিকে ও পৃথিবীকে ধীরে ধীরে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। মানুষ আজ পৃধিবীর কাছে বোঝা হয়ে আছে। পৃথিবী সৃষ্টির শুরু থেকেই প্রকৃতি তার নিজের মত করে মানুষকে তাঁর সম্পদ দিয়ে গেছে কোন প্রতিদান ছাড়া। আজ সেই প্রকৃতিকে আমরা করেছি ক্ষতি ও ধ্বংস। তাই আমরা বলতে পারি প্রকৃতি ও পৃথিবীর সাথে চলতে হলে আমাদের ভারসাম্য রক্ষা করে চলতে হবে। জলবায়ুর পরিবর্তন রোধে পৃথিবীর সবগুলো দেশকে একসাথে এগিয়ে আসতে হবে।

প্লাস্টিক বর্জ্য থেকে পরিবেশগত সঙ্কট

প্লাস্টিক বর্জ্য থেকে পরিবেশগত সঙ্কট বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলিতে রয়েছে। পটুয়াখালী জেলার কলাপাড়া ও অন্যান্য উপকূলীয় অঞ্চলের গ্রামবাসীরা ও জেলেরা তাদের বাড়ির চারপাশে জলাশয়, খাল-বিল এবং নদীতে প্রচুর পরিমাণে প্লাস্টিকের বর্জ্য ফেলে দিচ্ছেন। এই প্লাস্টিকের বর্জ্য নদীর তীরে ও শেষ অবধি বঙ্গোপসাগর এবং অন্যান্য সমুদ্রগুলিতে প্রবাহিত হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশকে মারাত্মকভাবে বিভ্রান্ত করছে। সুন্দরবনের ম্যানগ্রোভ বনগুলিও এর ফলস্বরূপ ভুগছে।

পাথওয়ে সম্পর্কিত

পাথওয়ে বাংলাদেশের অন্যতম সেরা দাতব্য, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংস্থা। এর প্রধান কার্যালয় ঢাকার মিরপুরে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে সর্বদাই পথচলা। প্রধানত পাথওয়ে বাংলাদেশে শিশু, নারী এবং তৃতীয় লিঙ্গ উন্নয়নে নিবেদিত একটি মানবিক সংস্থা। পাথওয়ে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো বাংলাদেশ কর্তৃক অনুমোদিত এবং তালিকাভুক্ত। রেজিস্ট্রেশন নম্বর: 0778

অফিস সময় তালিকা

শনিবার     ১০ টা হইতে ৬ টা
রবিবার     ১০ টা হইতে ৬ টা
সোমবার     ১০ টা হইতে ৬ টা
মঙ্গলবার     ১০ টা হইতে ৬ টা
বুধবার     ১০ টা হইতে ৬ টা
বৃহস্পতিবার     ১০ টা হইতে ৬ টা
শুক্রবার     বন্ধ

ছুটির তালিকা

অফিসের ঠিকানা

বাড়ি ০২, রাস্তা ০৬, সেনপাড়া পর্বতা, কাফরুল,
মিরপুর, ঢাকা -১২১৬, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৫৮০৫৩৭৪৩
মোবাইলঃ +৮৮ ০১৩২১ ২৩২৯৮২
ই-মেইলঃ info@pathwaybd.org
ওয়েব: www.pathwaybd.org
ওয়েব: www.ajkerprosongo.com

নিচে উল্লেখিত লিংকে আমাদেরকে অনুস্মরণ করুন

Search