বেকারত্ব দূরীকরণ

আমরা একটি বিশ্বব্যাপী অলাভজনক সংস্থা যা পুরো বিশ্বজুড়ে ভাল দিক  এবং ইতিবাচক পরিবর্তনগুলি সমর্থন করি।

বেকারত্ব দূরীকরণ কার্যক্রম

Image

পাথওয়ে আর্তমানবতার সেবার একটি নাম। অসহায় দরিদ্র নিপীড়িত-নির্যাতিত শিক্ষিত-অশিক্ষিত মানুষদের পাশে সর্বদা দাঁড়িয়ে আছে এবং পাশে থাকবে। বাংলাদেশে একটি জনবহুল দেশ হওয়ার কারণে বিভিন্ন বড় সমস্যা লেগেই আছে। পাথওয়ে একটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান হিসেবে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে আসছে। বেকার সমস্যা বাংলাদেশ একটি বড় সমস্যা। পাথওয়ে’র উদ্যোগে এই বেকার সমস্যার সমাধান বা কমানোর জন্য বিভিন্ন কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বেকারদের মধ্যে অনুদান প্রদান, ঋণদান, ড্রাইভিং, ব্লক বাটিক ও বিউটিশিয়ান ইত্যাদি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

পাথওয়ে একটি কার্যকরী উদ্যোগ হল গ্রামীণ পর্যায় থেকে কুটির শিল্প, তাঁত শিল্প, হস্ত্র শিল্প, মৃৎ শিল্প পণ্যগুলো সংগ্রহ করে থাকে। দেশের বিভিন্ন স্থান হতে সংগ্রহ করা হাতে তৈরি শিল্পগুলো দেশ ও দেশের বাহিরে ই-কমার্স এর মাধ্যমে পণ্য বিক্রয় করে আসছে। দেশের প্রাচীন ঐতিহ্যবাহী শিল্পগুলোকে বর্তমান মানুষের মাঝে ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে পাথওয়ে। পাথওয়ে বাংলাদেশের নারীর ক্ষমতায়নে বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের একটি বড় কারণ হলো নারীদের ছোট করে দেখা। নারী ও পুরুষ সমান ভাবে কাজ করলে দেশেও অনেকাংশে বেড়ে যাবে।

বাংলাদেশে বেকারদের মধ্যে তরুণ বেকার সংখ্যা ২৫% ধরা হয়। দেশের বেকারের সংখ্যা ২৭ লাখ এবং শতাংশ হিসেবে বাংলাদেশের ৪.২% শতাংশ। বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধির দেশ হলেও কর্মসংস্থান তেমন বাড়েনি। অর্থনীতি এখন পুনরুদ্ধারের পথ হলেও চ্যালেঞ্জ কর্মসংস্থান বাড়ানো বাংলাদেশে বেকার বলতে কোন সংজ্ঞা নেই অন্যান্য দেশে বেকার বলতে যুক্তরাষ্ট্র ২৭ সপ্তাহ বা তার বেশি সময় কাজ না করলে দীর্ঘমেয়াদি বেকার বলা হয়। ইউরোপীয় ইউনিয়নে এক বছরের বেশি সময় কাজ না করলে দীর্ঘমেয়াদি বেকার বলা হয়। সপ্তাহে ১ ঘন্টা কাজ করলে বেকার না বলাটা উন্নত দেশের জন্য প্রযোজ্য অন্যদের ক্ষেত্রে তা নয়। কারণ উন্নত দেশে বেকার ভাতা পাওয়া যায়। বাংলাদেশের মতো দেশে জীবনধারণের জন্য কোন না কোন কাজে নিয়োজিত থাকতে হয়। যদিও কাজগুলো জীবনধারণের জন্য শোভন না হলেও বাঁচার জন্য খুবই নগণ্য মজুরি। ফলে জীবনধারণের ন্যূনতম আয় না করেও কর্মে নিয়োজিত  বলে ধরে নেওয়া হয়। বাংলাদেশে প্রায় ৮৫% শতাংশ মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজে নিয়োজিত। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই বেতন-ভাতা নির্ধারণের নিয়ম নেই। বর্তমান প্রেক্ষাপটে বেকার সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে নিজ নিজ অবস্থান থেকে। বেকার সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এনজিও কাজ করে যাচ্ছে। এনজিও প্রতিষ্ঠানগুলো বেকারত্ব দূরিকরনে যে ভূমিকা রাখছে তার মধ্যে পাথওয়ে’র কার্যক্রম ভূমিকা অনস্বীকার্য। প্রত্যেক বছর পাথওয়ে বেকারদের নিয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। বেকার সমস্যার কারণে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি বেড়েই চলছে। পাথওয়ে’র উদ্যোগে তরুন বেকারদের জন্য বিভিন্ন প্রণোদনা ও অনুপ্রেরনা দেওয়া হয়। পাথওয়ে’র উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ ও বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয় বেকার সমস্যা সমাধান করার জন্য। পাথওয়ে গ্রাম থেকে শহর পর্যন্ত তাদের কার্যক্রম প্রসার করে আসছে। গ্রামীণ পর্যায়ে যে মানুষগুলো আত্ন-কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করে পাথওয়ে সর্বদা তাদের নিয়ে কাজ করে। নারী-পুরুষ উভয়ের পাশে সমানভাবে সহায়তার হাত বাড়িয়ে দেয়। গ্রামীণ পর্যায়ে বিভিন্ন হস্তশিল্পগুলো গ্রামীণ পর্যায়ে থেকে সংগ্রহ করে তা দেশ-বিদেশে মানুষের মাঝে সরবরাহ ও পরিচিত লাভ করে দিচ্ছে পাথওয়ে। পাথওয়ে মানুষের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন মানুষের মানসিক চিন্তা ভাবনা কাজে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছেন। বেকারদের স্বপ্নকে বাস্তবে রূপদান করার জন্য স্বল্প সুদে ঋণ প্রদান করে আসছে পাথওয়ে। শারীরিক ও মানসিকভাবে বেকারদের সর্বদা সহযোগিতা করে আসছে। বিভিন্নভাবে বেকার সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। পাথওয়ে বাংলাদেশের বেসরকারি একটি এনজিও হয়ে দেশের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। দেশের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে আছে এবং থাকবে।

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশ হিসেবে বেকার সমস্যা দিন দিন বেড়েই চলেছে। বেকার সমস্যা দূরীকরণের জন্য সরকারি প্রচেষ্টার সাথে সাথে বেসরকারি ভাবে সবাই এগিয়ে আসতে হবে। পাথওয়ে দেশের বেকার সমস্যা কে কমানোর জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারী ভাবে পাথওয়ে’র নিজ উদ্যোগে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশকে বেকার মুক্ত করার জন্য পাথওয়ে অনবদ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পাথওয়ে লক্ষ্য ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর একটি সমাজ তৈরি যেখানে মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী এবং লিঙ্গ নির্বিশেষে একত্রে কাজ করে। একটি সমাজ একজন ভালো নাগরিক তৈরির পূর্বশর্ত বাস্তবায়নে পাথওয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 বেকার সমস্যা বেকার ব্যক্তির উপর যেমন অভিশাপ স্বরূপ তেমনি কোনো দেশ বা জাতি কিংবা দেশের অর্থনীতির উপর অভিশাপ স্বরূপ। বাংলাদেশের যাবতীয় জটিল সমস্যা বলির মধ্যে বেকার সমস্যা অন্যতম প্রধান সমস্যা। বাংলাদেশের মতো কৃষিপ্রধান দেশে যেখানে শতকরা মাত্র ২৫ জন লোক শিক্ষিত সেখানে যদি অসংখ্য কর্মক্ষম মানুষ কর্মহীন বা বেকার হয়ে পড়ে তাহলে দেশের সংকট যে কোন স্তরে গিয়ে পৌঁছায় তা বলাই বাহুল্য।

নারীশক্তি দেশের জন্য বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রামী পর্যায়ে নারীরা পুরুষদের কাছে অবহেলিত হয়ে থাকে। অবহেলিত নারীরা পারে দেশের উন্নয়নে বড়ভূমিকা রাখতে। পাথওয়ে উদ্যাগে গ্রামীন পর্যায়ে অবহেলিত নারীদের মধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গ্রামীণ যে নারীগুলো আত্মকর্মসংস্থানে ইচ্ছা পোষণ করে পাথওয়ে তাকে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি দিয়ে থাকে। তার মধ্যে উল্ল্যেখযোগ্য কিছু কার্যক্রম হলোঃ নকশি কাঁথা সেলাই, উইল বুনন, বিউটিশিয়ান, বেতের কাজ, মাটির তৈজসপত্র তৈরী ও শীতল পাটি ইত্যাদি।

 

সর্বোত্তম মানবিক কাজের জন্য

আমাদের যাত্রায় অংশ নিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি

আমাদের ফটো গ্যালারি

পাথওয়ে সম্পর্কিত

পাথওয়ে বাংলাদেশের অন্যতম সেরা দাতব্য, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংস্থা। এর প্রধান কার্যালয় ঢাকার মিরপুরে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে সর্বদাই পথচলা। প্রধানত পাথওয়ে বাংলাদেশে শিশু, নারী এবং তৃতীয় লিঙ্গ উন্নয়নে নিবেদিত একটি মানবিক সংস্থা। পাথওয়ে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো বাংলাদেশ কর্তৃক অনুমোদিত এবং তালিকাভুক্ত। রেজিস্ট্রেশন নম্বর: 0778

অফিস সময় তালিকা

শনিবার     ১০ টা হইতে ৬ টা
রবিবার     ১০ টা হইতে ৬ টা
সোমবার     ১০ টা হইতে ৬ টা
মঙ্গলবার     ১০ টা হইতে ৬ টা
বুধবার     ১০ টা হইতে ৬ টা
বৃহস্পতিবার     ১০ টা হইতে ৬ টা
শুক্রবার     বন্ধ

ছুটির তালিকা

অফিসের ঠিকানা

বাড়ি ০২, রাস্তা ০৬, সেনপাড়া পর্বতা, কাফরুল,
মিরপুর, ঢাকা -১২১৬, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৫৮০৫৩৭৪৩
মোবাইলঃ +৮৮ ০১৩২১ ২৩২৯৮২
ই-মেইলঃ info@pathwaybd.org
ওয়েব: www.pathwaybd.org
ওয়েব: www.ajkerprosongo.com

নিচে উল্লেখিত লিংকে আমাদেরকে অনুস্মরণ করুন

Search