বেকারত্ব দূরীকরণ

বেকারত্ব দূরীকরণ কার্যক্রম
আমাদের দেশের বর্তমানে প্রায় ৩ কোটি লোক বেকার জীবনযাপন করছে। এছাড়া প্রতি বৎসর প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার লোক এই বেকারত্বের সাথে নতুন করে যোগ হচ্ছে। এই বিশাল জনগোষ্টিকে বেকার রেখে দেশের উন্নয়ন কখনই সম্ভব নয়। বেকারত্ব কেবলমাত্র সমস্যা নয়, এটা নিজের, পরিবার ও রাষ্ট্রের জন্য অভিশাপ স্বরূপ। সমাজে বেকারত্বের অভিশাপ হতে মানুষকে মুক্তি দিতে পাথওয়ে দেশব্যাপী ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিম্ন আয়ের অসহায় দরিদ্র পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে ঐ সকল পরিবারের ছেলে মেয়েদেরকে বিভিন্ন বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে বিভিন্ন আত্মকর্মসংস্থানমূলক কাজে নিয়োজিত করে যাচ্ছে। বর্তমানে পাথওয়ে হতে সহায়তা গ্রহন করে হাজার হাজার গ্রামীণ দরিদ্র পরিবারের বেকার ছেলেমেয়ে কৃষিভিত্তিক প্রকল্প গ্রহন করে আত্মনির্ভশীল হচ্ছে।