"পাথওয়ে" তৃতীয় লিঙ্গ/ট্রান্সজেন্ডার সম্প্রদায়কে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে ।
একটি অলাভজনক দাতব্য সংস্থা হিসেবে পাথওয়ে বাংলাদেশে ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মানবাধিকার রক্ষার জন্য বেশ কিছু সুবিধা প্রদান করে। তাছাড়াও এটি বিভিন্ন ধরণের স্কিল ট্রেনিং এর পাশাপাশি, পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল থেকে তৃতীয় লিঙ্গের জন্য বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স নিশ্চিত করে।
বাংলাদেশে তৃতীয় লিঙ্গ (হিজড়া) বা ট্রান্সজেন্ডারদের প্রতি পাথওয়ের পক্ষ থেকে সুবিধাসমূহ
মহান সৃষ্টিকর্তা আল্লাহ তার অসংখ্য সৃষ্টির মাধ্যমে রহস্যে ভরা অনেক উদাহরণ স্থাপন করেছেন। ট্রান্সজেন্ডাররা যাকে আমরা প্রচলিত অর্থে হিজড়া বলি তাও স্রষ্টার একটি অভিনব সৃষ্টি। আপাতদৃষ্টিতে এগুলি সাধারণ মনে হলেও সাধারণ মানুষের থেকে তাদের কিছু মৌলিক পার্থক্য রয়েছে। তাদের মধ্যে প্রধান পার্থক্য হল যে তারা সন্তান ধারণে সক্ষম নয়। তৃতীয় লিঙ্গ মানুষগুলো আসলে জন্মগতভাবে যৌন প্রতিবন্ধী। অনেক মানুষ তাদের পিছনে এইরকম হওয়ার পিছনে অনেক উপায়ে বিষয়টি দেখেন। আমাদের সমাজে তাদের সম্পর্কে অনেক ভুল ধারণা আছে। ধর্মীয়ভাবে, কেউ কেউ এটিকে ব্যাখ্যা হিসাবে পিতামাতার পাপের ফল হিসেবে দেখেন, আবার কেউ কেউ মনে করেন এটি একটি বিশৃঙ্খল শারীরিক মিলনের ফল। এদিকে, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে, যৌন ক্রোমোজোম সমস্যা শিশুর লিঙ্গ নির্ধারণে জটিলতা সৃষ্টি করে, যা অপরিহার্য হরমোনের অভাবের কারণে হয়। সরকারের মতে সরকারি অনুমান, সংখ্যাটি আমাদের দেশে প্রায় ১০,০০০, কিন্তু ব্যক্তিগত অনুমান অনুযায়ী, তারা ৪০,০০০ এরও বেশি। তারা উচ্চ, মধ্য এবং নিম্ন শ্রেণী সহ সমস্ত শ্রেণী থেকে আসে। যখন তারা তাদের ছোটবেলায় এই অভিনব শারীরিক কাঠামোর প্রকৃতির সাথে নির্ণয় করা হয়েছিল, তখন তারা পরিবার এবং সমাজে হতাশার অবস্থায় বেড়ে উঠেছিল এবং এই বিব্রতকর পরিস্থিতি একদিন তাদের পরিবার থেকে আলাদা হতে বাধ্য করেছিল। একজন যুবক হিসাবে, তাদের আচরণের কিছু পার্থক্য লক্ষ্য করা যায়।
মূলত সামাজিক কারণে তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডাররা বাংলাদেশে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিস্তারিত জানতে ক্লিক করুন
তৃতীয় লিঙ্গদের জন্য পাথওয়ের পক্ষ থেকে সুযোগ সুবিধা সমূহ | Facilities for Third Gender from Pathway
লকডাউনে তৃতীয় লিঙ্গ জন্য মাসব্যাপী ৩০০ জনকে প্রতিদিন খাদ্য সহায়তা প্রদান করেছে পাথওয়ে
তৃতীয় লিঙ্গদের খাদ্যাহাহাকারে কেউ পাশে থাকে না। তাদের নেই কোন নির্দিষ্ট কর্মসংস্থান। বিভিন্ন দোকান বা মানুষের কাছে হাত পেতে চলতে হয় তাদেরকে। কিন্তু এই লকডাউন পরিস্থিতিতে সবাই যখন ঘরের মধ্যে অবস্থান করছে, তখনই দেখা যায় তাদের খাবারের সংকট। এই সংকটাপূর্ণ সময়ে পাথওয়ে তাদেরকে আশ্বস্থ করে যে তাদেরকে ঘর থেকে বের হতে হবে না। পাথওয়ে তাদের ঘরে পৌছে দেবে খাবার। লকডাউনে করোনাকালীন পরিস্থিতিতে তৃতীয় লিঙ্গদের জন্য পুরো মাসব্যাপী ৩০০ জনকে প্রতিদিন খাদ্য সহায়তা প্রদান করেছে পাথওয়ে । আমরা চাই সরকারীভাবে তাদেরকে স্থায়ী আবাসনের ও কর্মের ব্যবস্থা করে দেওয়া হোক। তাদেরকে ভালভাবে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে দেশের সম্পদে রুপান্তর করা সম্ভব।
পাথওয়ের পক্ষ থেকে তৃতীয় লিঙ্গদের জন্য ফ্রি ড্রাইভিং ট্রেনিং কোর্স
তৃতীয় লিঙ্গরা (হিজড়া) জীবিকা নির্বাহের জন্য এরা রাস্তা-ঘাটে কিংবা দোকান বা মার্কেট হতে চাদা আদায় করে থাকে। এতে অনেক সময় বিভিন্ন ধরনের অনাকাংখিত পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া এদেরকে অনেকের নেতিবাচক দৃষ্টিভঙ্গী দিয়ে দেখে থাকে। তাদের পূনর্বাসনের মাধ্যমে মূল স্রোতধারায় নিয়ে আসার লক্ষ্যে পাথওয়ে তাদেরকে বিনামূল্যে অটোমাবাইল ড্রাইভিং প্রশিক্ষনসহ হস্তচালিত বিভিন্ন কুটির শিল্পের কাজ ও বিউটিশিয়ান প্রশিক্ষনসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বি করার প্রয়োজনীয় ব্যবস্থা করেছে। পাথওয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করে হিজড়াও আমাদের সমাজ বা রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যদি তাদের যোগ্য করে গড়ে তোলা যায়।
পাথওয়ের পক্ষ থেকে তৃতীয় লিঙ্গদের জন্য পাথওয়ে সেলাই প্রশিক্ষণ কার্যক্রম
পাথওয়ে তাদেরকে বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ এর পাশাপাশি হস্তচালিত বিভিন্ন কুটির শিল্পের কাজ, সেলাই প্রশিক্ষণ ও বিউটিশিয়ান প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বি করার প্রয়োজনীয় ব্যবস্থা করেছে।
সর্বোত্তম মানবিক কাজের জন্য
আমাদের যাত্রায় অংশ নিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি
আমাদের ভিডিও গ্যালারি
তৃতীয় লিঙ্গের জন্য পাথওয়ের বিভিন্ন ধরনের সমাজসেবা কার্যক্রমের ভিডিও
লকডাউনে কর্মহীন ৬ হাজার অসহায় মানুষ ও তৃতীয় লিঙ্গদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে পাশে দাড়ালো পাথওয়ে
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এ হিজড়া বা তৃতীয় লিঙ্গদের অন্তর্ভুক্তি |
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন: আমরা আর হাল ছাড়তে চাই না, আমরা কর্মসংস্থান চাই (তৃতীয় লিঙ্গের কান্না)
তৃতীয় লিঙ্গের নেতাদের তালিকা:
SN | Location | Name and Contact Number | Total Manpower |
---|---|---|---|
01 | Mirpur-2, Road No-03, House No-16 (Behind the police Station) | Name: Rakhi Cell: 01631-718430 |
53 |
02 | Mirpur-7, Dowari Para, Road No-10 | Name: Mundira cell: 01981-119879 |
50 |
03 | Mirpur-13, East Baishtek, House No- 55/40/1, (Beside the Market) | Name: Anowari Cell: 01711-339627 |
44 |
04 | Uttara-10, Block-B, Road No-03, South Raza Bari, Pukurpar, Masjid Goli. | Name: Kochi Hazi cell: 01825-813130 |
50 |
05 | Mogbazar, Modhubag, Road No-03, Shwapno Goli. | Name: Shorola cell: 01920-868082 |
50 |
06 | Mohammadpur, Rayer Bazar (Beside the Market), Boishakhi Road, Police Station. | Name: Shimla cell: 01928-021400 |
30 |
07 | Mohammadpur, Chad uddyan, Alam Shaheber Bari. | Name: Shyamoli cell: 01748-144472 |
30 |
08 | jhut potti, Building no:3, Mirpur 10 | Name: Sanu cell: 01920-211664 |
105 |
09 | Benaroshi Polly, Mirpur 10 | Name: Priya cell: 01910-801707 |
17 |
10 | Mirpur 11 Bazar | Name: Vaboni cell: 01936-470547 |
11 |
11 | Kalshi, Mirpur | Name: Suchona cell: 01916-480849 |
28 |
12 | Raain khola, Mirpur 1 | Name: Tania cell: 01940-870103 |
20 |
13 | Raain khola, Mirpur 1 | Name: Shanta cell: |
30 |
14 | Senpara parbata, Mirpur 10 | Name: Nayan cell:01988-205799 |
30 |