পাথওয়ে

নিউজ & ইভেন্টস

পাথওয়ে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র যেভাবে অটো কার ও ম্যানুয়াল গাড়ি প্রশিক্ষণ দিয়ে থাকে- মিরপুর ঢাকা।

পাথওয়ে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র যেভাবে অটো কার ও ম্যানুয়াল গাড়ি প্রশিক্ষণ দিয়ে থাকে- মিরপুর ঢাকা।

বিশ্বের জনবহুল শহরগুলির মধ্যে ঢাকা অন্যতম একটি শহর। আর এ জন্য যানবাহনের ভীড় সর্বদা রাস্তায় লেগেই থাকে। এই অনাকাঙ্খিত ও অপ্রয়োজনীয় ভীড়ের কারনে সাম্প্রতিক বছরগুলিতে সড়কে দুর্ঘটনার হার বেড়ে চলেছে জ্যামিতিক হারে। সেজন্য নগরবাসীকে নিরাপদ সড়ক নিশ্চিত করতে কর্তৃপক্ষ ট্রাফিক আইনকে অত্যন্ত কঠোর করেছেন এবং তা কার্যবহ করে তুলতে সবর্দা প্রস্তুত রয়েছে আইনশৃংঙ্খলা বাহিনী। ড্রাইভিং দক্ষতা অর্জনের জন্য ব্যবহারিক ড্রাইভিং প্রশিক্ষন অত্যন্ত অবশ্যক। বাংলাদেশের জনগন সঠিক ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে না গিয়ে মামা-খালু-বন্ধু বান্ধবদের কাছে গাড়ী চালানোর অনুশীলন পছন্দ করে যার ফলশ্রুতিতে অদক্ষ চালকের সংখ্যা দিনদিন বেড়ে যাচ্ছে। এই নাজুক অবস্থা থেকে পরিত্রান পেতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে ও দুর্ঘটনার সংখ্যা হ্রাস করতে ঢাকার বেস্ট ড্রাইভিং ট্রেনিং স্কুল পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল-এ ভর্তি হয়ে দক্ষ চালক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন।

 

সড়ক ব্যবহারের সঠিক নিয়মকানুন এবং ট্রাফিক আইন সম্পর্কে ধারনা না থাকার কারনে আমাদের রাস্তাগুলি অনিরাপদ। অধিকাংশ চালক ট্রাফিক আইন সম্পর্কে কিছুই জানে না। এমন প্রতিবেদন জাতীয় দৈনিক পত্রিকায় বারবার উঠে এসেছে এবং টিভি চ্যানেলগুলো নিয়মিত তা প্রচার করেছে। আর এর মূল কারণ অনুসন্ধান করে দেখা গিয়েছে একদিকে যেমন ভাল ড্রাইভিং স্কুলের অভাব অন্যদিকে স্কুল থাকলেও ভাল প্রশিক্ষক নেই। তাই যে সকল প্রশিক্ষনার্থী স্কুলে ভর্তি হয় তারা সঠিক জ্ঞান পায় না। তাই যে কোন স্কুলে ভর্তি হলেই চলবে না। আপনাদের বেস্ট ড্রাইভিং স্কুলটি বেঁছে নিতে হবে। ঢাকা মহানগরীর ট্রেনিং স্কুলের শীর্ষে থাকা প্রতিষ্ঠান গুলির তালিকায় পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল দীর্ঘ সময় ধরে দক্ষ চালক তৈরীর পরিসেবা দিয়ে আসছে।

 

রাজধানী জুড়ে ড্রাইভিং স্কুলের ছড়াছড়ি তাই তালিকাটিও বেশ দীর্ঘ? তাই আমরা নতুন কিছু পরিসেবা দিতে আপনাদের অফার করছি যা অন্য যেকোন প্রতিষ্ঠানের চেয়ে একটু ভিন্ন আঙ্গিকে।

 

আমাদের প্রতিষ্ঠানের বিশেষ সুবিধাগুলি:

১)      আমাদের প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত;

২)      আমরা আপনাদের প্রশিক্ষনকালীন সময়ে হোস্টেলের সু-ব্যবস্থা করে থাকি;

৩)      আমাদের রয়েছে সু-সজ্জিত বড় পরিসরে ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাস রুম;

৪)      আমরা বাংলাদেশ রোড ট্রান্সপোট অথরিটি (বিআরটিএ) তালিকা ভুক্ত প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষনার্থীর প্রতিটি প্রশ্নের সমাধান দিয়ে থাকি;

৫)      প্রশিক্ষণ শেষে আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে রয়েছে চাকুরীর বিশেষ সুবিধা।

৬)     এছাড়াও রয়েছে সুন্দর, নিরাপদ ও মনোরম পরিবেশ।

 

ড্রাইভিং স্কুলের গুরুত্ব:

ড্রাইভিং ট্রেনিং স্কুল ট্রাফিক নিয়মকানুনগুলি সম্পর্কে একজন চালকের জ্ঞানকে বাড়িয়ে তোলার অন্যতম স্থান। প্রত্যেকটি ড্রাইভিং স্কুলের ট্রাফিক আইন সর্ম্পকিত একটি প্রাথমিক র্কোস থাকতে হবে। কেননা একজন দক্ষ চালকের প্রথম শর্ত হল ট্রাফিক আইনের যথাযথ জ্ঞান থাকা। ড্রাইভিং স্কুল একজন প্রশিক্ষনার্থীর প্রশিক্ষণ শেষে সরকারী ড্রাইভিং লাইসেন্স পেতে সহায়তা করে থাকে। ড্রাইভিং স্কুল একজন চালকের ড্রাইভিং পরীক্ষার উর্ত্তীনের জন্য দক্ষতা বাড়াতে যথেষ্ঠ সহায়তা ও সক্ষম করে তোলে। এছাড়াও ড্রাইভিং স্কুল প্রশিক্ষনার্থীর তাত্তি¡ক জ্ঞানের বিষয়ে জ্ঞান দান করে থাকে। কারণ ড্রাইভিং স্কুল প্রত্যেক শিক্ষার্থীকেই তার গাড়ি সম্পর্কিত সমস্ত তাত্তি¡ক জ্ঞান জানতে দেয়।

 

আমরা যে সকল পরিসেবা দিয়ে থাকি:

১)      প্রশিক্ষণার্থীদের ড্রাইভিং থিওরি ও অটোমোবাইল ক্লাস;

২)      ড্রাইভিং প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ ড্রাইভিং এর মূল পাঠ।

এখানে আমাদের বিশেষজ্ঞ প্রশিক্ষকরা ড্রাইভিং প্র্যাকটিক্যাল প্রশিক্ষন দিয়ে থাকে। প্র্যাকটিক্যাল প্রশিক্ষন দিয়ে একজন চালক শিক্ষানবীশ দক্ষ চালক হিসাবে নিজেকে গড়ে তোলে সফল ভাবে।

 

১)      আমাদের রয়েছে ম্যানুয়াল গাড়ি প্রশিক্ষণের সুযোগ। এটি বেশ কঠিন তবে আপনাকে আমাদের বিশেষজ্ঞ প্রশিক্ষকরা যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে বিষয়টিকে খুব সহজে আয়ত্তে আনতে সহযোগীতা করে থাকে। মিরপুরের বেস্ট ড্রাইভিং ট্রেনিং স্কুলের অন্যতম বৈশিষ্ট্য।

২)      পাথওয়ে অটো গাড়ি ট্রেনিং কোর্স: আমাদের প্রশিক্ষকদের রয়েছে অটো গাড়ি চালনার ক্ষেত্রে বিশেষ জ্ঞান যা আমাদের প্রশিক্ষনার্থীদেরকে খুব সহজেই অটো গাড়ি চালনার ও দক্ষতা বৃদ্ধির জন্য জ্ঞান দান করে দক্ষ চালক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

৩)      পাথওয়ে বাইক ট্রেনিং কোর্স: বর্তমান সময়ে সড়কে বাইকের ব্যবহার বহুগুন বেড়েছে। তাই নিরাপদ ও স্বাচ্ছন্দে বাইক চালনোর জন্য আমাদের প্রশিক্ষকরা স্বল্প সময়ের মধ্যে বাইক চালানোর দক্ষতা বাড়িয়ে দেয় এবং সড়ক ব্যবহারের নিয়ম কানুন সম্পর্কে অবহিত করে থাকে প্রশিক্ষনার্থীদেরকে।

৪)      পাথওয়ে স্কুটি ট্রেনিং কোর্স: কর্মজীবী নারী স্কুটি ব্যবহারের মাত্রা বাড়িয়ে তুলেছে ইদানিং কালে তাই স্কুটি ড্রাইভিং প্রশিক্ষনের জন্য আমাদের রয়েছে অতান্ত সুদক্ষ প্রশিক্ষক।

 

আপনার পছন্দের তালিকায় পাথওয়ে ড্রাইভিং স্কুলকে কেন বেছে নিবেন:

পাথওয়ে ড্রাইভিং স্কুল সর্বদা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অনুমোদিত প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষন নিশ্চিত করে থাকে এবং বাংলাদেশ ট্রাফিক আইন সম্পর্কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। কারণ আপনারা গাড়ি চালনা যেন অন্যের ক্ষতি হয়ে না দাঁড়ায় এবং নিরাপদ ও অনাকাঙ্খিত মৃত্যুকে রোধ করে সড়ক দুর্ঘটনাকে হ্রাস করতে পারে এমনটাই প্রত্যাশা করে পরিচালক মন্ডলী, পাশাপাশি ম্যানুয়াল ও অটো বাইক ও স্কুটি এই চার ধরনের ড্রাইভিং প্রশিক্ষনের সুযোগ রয়েছে একই প্রতিষ্ঠানে এবং রয়েছে একদল সুদক্ষ প্রশিক্ষক যা আপনার আস্থাকে বহুগুন বাড়িয়ে দেবে।

আমাদের প্রশিক্ষণ সেন্টারে ম্যানুয়াল কার, অটোকার, বাইক ও স্কুটি প্রশিক্ষনের জন্য ঢাকা মিরপুরে বেস্ট ড্রাইভিং ট্রেনিং স্কুল পাথওয়ে।

 

অটোকার ড্রাইভিং প্রশিক্ষন

 

অটোকার স্বয়ংক্রিয় গাড়ি বাংলাদেশের নতুন যুগের সুচনা ঘটিয়েছে বেশ কয়েক বছর আগেই দিনে দিনে এর জনপ্রিয়তা আরো বেড়ে চলেছে। যে কারনে রাজধানী শহরের রাস্তায় স্বয়ংক্রিয় গাড়ির সংখ্যা ক্রমবর্ধমান। স্বয়ংক্রিয় গাড়িগুলি ম্যানুয়াল গাড়ির চেয়ে একটু সহজ ড্রাইভিং প্রশিক্ষনের দাবী করে। ঢাকা শহরে যেকটি Auto Car Driving Training School রয়েছে পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল সবকটি প্রতিষ্ঠান থেকে বেস্ট তালিকায় আছে।

 

নগরবাসীর অধিকাংশ মানুষের পছন্দের তালিকায় রয়েছে অটোকার, অটোমেটিক গাড়িগুলি আর এই কারনেই সম্ভবত এটি প্রথম স্থান দখল করে আছে। যে কারনে স্বয়ংক্রিয় গাড়িগুলি ম্যানুয়াল গাড়িগুলির চেয়ে চাহিদার দিক থেকে একটু বেশী। আমাদের প্রশিক্ষকগন অটো গাড়ি সম্পর্কে যথেষ্ট প্রশিক্ষিত। যে জন্য আপনি আমাদের প্রশিক্ষন সেন্টারে ভাল প্রশিক্ষনের সুযোগ পাবেন। পাশাপাশি প্রশিক্ষকরা প্রশিক্ষনের সময় শিক্ষার্থীদের সহিত সর্বদা বন্ধুত্বপূর্ণ আচরন করে থাকে কেননা স্বয়ংক্রিয় গাড়ি ড্রাইভিং প্রশিক্ষনে দীর্ঘায়িত প্রশিক্ষণ প্রয়োজন।

 

অটো কার ড্রাইভিং প্রশিক্ষনের কোর্সগুলি সকল প্রতিষ্ঠানের প্রায় একই রকম। তবুও কোর্স মূল্য ফি ক্ষেত্রে একটু আলাদা কিছু থাকতে পারে তাই ভাল ড্রাইভিং প্রশিক্ষন সেন্টার ভিজিট করা খুবই জরুরী। আমাদের প্রশিক্ষন সেন্টার ভিজিট করতে লগইন করুন www.pathwaybd.org

 

ড্রাইভিং প্রশিক্ষনের সময় ড্রাইভার সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য ড্রাইভিং সুরক্ষা কোর্স যেমন: পার্কিং প্রশিক্ষন, ট্রাফিক সুরক্ষা, গাড়ীর যন্ত্রাংশের উপর প্রাথমিক জ্ঞান, প্রতিদিন ট্রেনিং এর সময় সিট বেল্ট বাঁধার উপর অভ্যাস গঠন। এ সকল বিষয়ের উপর সঠিক ভাবে ড্রাইভিং এর সুরক্ষিত প্রশিক্ষন দেওয়ার জন্য Pathway Best Driving Training School হিসেবে পরিচিত। তাই নিরাপদে গাড়ি চালানোর সুরক্ষিত প্রশিক্ষন নেওয়ার জন্য পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুলে যোগাযোগ করুন।

 

ড্রাইভিং প্রশিক্ষনের জন্য ডিফেন্সসিভ ড্রাইভিং কোর্সটি অত্যন্ত গুরুত্ববহন করে। কেননা এ কোনটি জানা থাকলে একজন ড্রাইভার তার নিজেকে গাড়ি চালনার সময় যে কোন দুর্ঘটনার হাত থেকে নিজেকে সুরক্ষার জন্য কিছু কৌশল শেখাবে।

 

মেইন ড্রাইভিং প্রশিক্ষনের কোর্সটির মধ্যে শিক্ষানবিশ কোর্স, মিড লেভের এবং এডভান্স লেভেল কোর্স এই তিনটি কোর্সের যথেষ্ট মিল রয়েছে। এই কোর্সটি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা পাস করার জন্য তাত্তি¡ক এবং ব্যবহারিক উভয়ই বিষয়ে সঠিক প্রশিক্ষন পাবেন। মূলত এই কোর্সটি অবশ্যই অপনাকে ট্রাফিক আইন এবং ড্রাইভিং এর বেসিক প্রশিক্ষনের উন্নত স্তরের প্রশিক্ষন দেবে।

 

ড্রাইভিং প্রশিক্ষনের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করতে আপনি/আপনারা যোগাযোগ করুন ঢাকার বেস্ট ড্রাইভিং ট্রেনিং স্কুল Pathway driving training center in Dhaka

 


ম্যানুয়াল কার ড্রাইভিং প্রশিক্ষণ

 

ম্যানুয়াল কার ড্রাইভিং শেখার জন্য ঢাকার বেশীরভাগ ড্রাইভিং স্কুলে স্বল্পমেয়াদি প্রশিক্ষন দিয়ে থাকে। সে অনুপাতে আমরা সকল ম্যানুয়াল প্রশিক্ষনার্থীদের দীর্ঘ মেয়াদী ড্রাইভিং ও অটোমোবাইল বিষয়ে প্রশিক্ষন দিয়ে থাকি। আমরা ঢাকার বেস্ট ড্রাইভিং স্কুলের দাবি রাখি কারণ এখানে স্বল্প কোর্স ফি নিয়ে ম্যানুয়াল গাড়ি প্রশিক্ষন দিয়ে থাকি। ম্যানুয়াল গাড়ী চালানো অটোগাড়ির তুলনায় বহুগুনে কঠিন। কারণ ম্যানুয়ালকার চালানোর সময় ক্লাচ, স্কেলেটর, ব্রেক, গিয়ার, ইন্ডিকেটর সুইচ, স্টিয়ারিং সহ আরও অন্যান্য বিষয়ে সঠিক নিয়মে প্রশিক্ষন নিতে হবে। ম্যানুয়াল গাড়ির প্রশিক্ষনের জন্য প্রশিক্ষকের যোগ্যতা ও সক্ষমতা সম্পর্কে আগেই নিশ্চিত হন। কারন ম্যানুয়াল গাড়ির প্রশিক্ষন বাংলাদেশে বাধ্যতামূলক।

 

বাংলাদেশে উপযুক্ত প্রশিক্ষন না পেয়ে ম্যানুয়াল গাড়ি চালানো যায় না। একটি ম্যানুয়াল গাড়ি চালনার জন্য একজন প্রশিক্ষনার্থীকে অবশ্যই উপযুক্ত প্রশিক্ষকের অধীনে উপযুক্ত প্রশিক্ষন নিতে হবে। কেননা যথাযথ প্রশিক্ষন ব্যতীত গাড়ি চালানো কেবল নিজের জীবনকেই ঝুঁকিপূর্ণ করে না বরং দেশের অন্যান্য মানুষকেও ঝুঁকির মুখে ফেলে দেয়। আর এসকল কারনেই ম্যানুয়াল গাড়ি চালনার পূর্বে সঠিক প্রশিক্ষন খুবই জরুরী ও গুরুত্বপূর্ন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর নিয়ম অনুসারে চালকদের রাস্তায় গাড়ি চালানোর জন্য সরকার অনুমোদিত প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষন দিতে হবে। অন্যান্য মোটর গাড়ির কোর্সের মতই ম্যানুয়াল গাড়ীর কোর্সটি কিন্তু মূল কোর্স সংগঠনটি একই। এই কোর্সটি নবাগত চালকদের উদ্দেশ্যে করা হয়েছে। যারা ড্রাইভিং প্রক্রিয়াটি জানেন তবে খুব বেশী স্বাচ্ছন্দ বোধ করেন না। উক্ত প্রশিক্ষনের মাধ্যমে বিআরটিএ ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ন হতে পারে ড্রাইভারগণ এবং কেউ কেউ পরীক্ষায় ব্যর্থ হতে পারে।

 

মূলত ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণের ফলে একজন প্রশিক্ষনার্থীর গাড়ি চালানোর কলা-কৌশল, বেসিক জ্ঞান, ট্রাফিক নিয়ম কানুন, নিরাপদ গাড়ি চালনা, ব্যবহারিক প্রশিক্ষন, তাত্তি¡ক ও মৌলক জ্ঞান সম্পর্কে সমুদয় জ্ঞান লাভ করে থাকে। যার ফলশ্রুতিতে একজন গাড়ি চালক রাস্তায় সুরক্ষিত ভাবে গাড়ি চালাতে সক্ষমতা লাভ করে।

 

প্রতিযোগিতার এ বিশ্বে প্রযুক্তি ও মানুষ একে অপরের পরিপূরক হয়ে কাজ করছে দিন রাত্রী। কেউ দেখে গুনছে কেউ না দেখে। কেননা একটা লাইক বা কমেন্টেই কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আসল চেহারা বোঝা যায় না। সত্যটাকে জানতে বা বুঝতে হলে আপনি/আপনারা যে কোন প্রতিষ্ঠানের ভিতর বাহির ভাল ভাবে দেখে নেন এবং অতীত বর্তমান দেখেন কথায় ও কাজে তারা কতটুকু আন্তরিক ও পারদর্শী সব ভেবে চিন্তে আপনি সিদ্ধান্ত নিন। এমনটাই প্রত্যাশা সকল প্রশিক্ষনার্থী ভাই ও বোনদের প্রতি। কারণ প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে মানুষের প্রতারনার কৌশলও ভিন্ন রূপ লাভ করছে। তাই Motor Driving Training প্রশিক্ষন গ্রহনের পূর্বে প্রতিষ্ঠানের সঠিকতা যাচাই করুন। কারণ এতে আপনি এবং আপনার পরিবারের সুরক্ষার বিষয়টি এসে যায়। আমরা কোন চ্যালেন্স দিয়ে বলছি না তবে শতভাগ গ্যারান্টি দিচ্ছি যে, ঢাকা শহরে এবং সেরা ড্রাইভিং ট্রেইনিং প্রতিষ্টানগুলির মধ্যে পাথওয়ে ড্রাইভিং ট্রেইনিং স্কুল (Pathway Driving Training School, Mirpur, Dhaka, Bangladesh ) শ্রেষ্ঠত্বের দাবীদার রাখে। 

পাথওয়ে সম্পর্কিত

পাথওয়ে বাংলাদেশের অন্যতম সেরা দাতব্য, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংস্থা। এর প্রধান কার্যালয় ঢাকার মিরপুরে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে সর্বদাই পথচলা। প্রধানত পাথওয়ে বাংলাদেশে শিশু, নারী এবং তৃতীয় লিঙ্গ উন্নয়নে নিবেদিত একটি মানবিক সংস্থা। পাথওয়ে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো বাংলাদেশ কর্তৃক অনুমোদিত এবং তালিকাভুক্ত। রেজিস্ট্রেশন নম্বর: 0778

অফিস সময় তালিকা

শনিবার     ১০ টা হইতে ৬ টা
রবিবার     ১০ টা হইতে ৬ টা
সোমবার     ১০ টা হইতে ৬ টা
মঙ্গলবার     ১০ টা হইতে ৬ টা
বুধবার     ১০ টা হইতে ৬ টা
বৃহস্পতিবার     ১০ টা হইতে ৬ টা
শুক্রবার     বন্ধ

ছুটির তালিকা

অফিসের ঠিকানা

বাড়ি ০২, রাস্তা ০৬, সেনপাড়া পর্বতা, কাফরুল,
মিরপুর, ঢাকা -১২১৬, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৫৮০৫৩৭৪৩
মোবাইলঃ +৮৮ ০১৩২১ ২৩২৯৮২
ই-মেইলঃ info@pathwaybd.org
ওয়েব: www.pathwaybd.org
ওয়েব: www.ajkerprosongo.com

নিচে উল্লেখিত লিংকে আমাদেরকে অনুস্মরণ করুন

Search