পাথওয়ে

নিউজ & ইভেন্টস

মোটরসাইকেল ড্রাইভিং ট্রেনিং

মোটরসাইকেল, বাইক, স্কুটি ড্রাইভিং ট্রেনিং নিন নারী প্রশিক্ষক দ্বারা । লেডি স্কুটি ড্রাইভিং ট্রেনিং সেন্টার

…………………………………

মোটরসাইকেল/স্কুটি

বাংলাদেশের রাজধানী শহর ঢাকার রাস্তাগুলোতে ভাড়ি যানবাহননের যানযট লেগেই থাকে। এর ফলে মোটরসাইকেল/স্কুটির  চাহিদা দিন দিন বেড়েই চলছে। কর্মজীবী নারী/পুরুষ সকলের পছন্দের বাহন হল মোটরসাইকেল/ স্কুটি। পছন্দের তালিকায় থাকা সত্বেও অনেকেই সঠিক নিয়মে ড্রাইভিং করতে পারবেন কিনা সেই জন্যে পছন্দের বাহনটি ক্রয় করে চালাতে ভয় পাচ্ছেন। সেই সকল ভাই-বোনদের জন্য পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল সুদক্ষ প্রশিক্ষক দিয়ে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকে। আমরা আপনার জন্য নিরাপদ বাইক চালানো নিশ্চিত করি। মোটর সাইকেল /স্কুটি চালানোর সুনির্দিষ্ট নিয়ম কানুনসহ অটোমোবাইল ইঞ্জিন বিষয়ে সকল ছাত্র/ছাএীদের প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা  মনে করি, গাড়িতো সবাই চলাতে পারে কিন্তু আত্মরক্ষামূক চালক হিসেবে কতজনই বা নিজেকে গড়ে তুলতে পারে। আমরা একজন প্রশিক্ষণার্থীকে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে আত্মরক্ষামূলক চালক হিসেবে গড়ে তুলার জন্য বেস্ট টা ট্রাই করি সেই সাথে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতেও বিভিন্নভাবে সর্বোচ্চ সহযোগীতা করে থাকি। পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল রাজধানী ঢাকার মিরপুরে বিআরটিএ এর সাথেই অবস্থিত।  আর আমরা বাংলাদেশ রোড ট্রাস্টপোর্ট অথরিটি (বিআরটিএ) অনুমোদিত প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ নিশ্চিত করে থাকি এবং ট্রাফিক আইন-কানুন সম্পর্কে সবোর্চ্চ গুরুত্ব দিয়ে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকি যাতে আপনার গাড়ি চালনা অন্যের ক্ষতির কারন না হয়ে দাড়ায় এবং অনাকাঙ্খিত মৃতুকে রোধ করে। আমাদের হালকা যানবাহন প্রশিক্ষণের পাশাপাশি মোটরসাইকেল/স্কুটি প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে।

 

আমরা যে সকল পরিষেবা প্রদান করে থাকি----------

প্রশিক্ষণার্থীদের প্রাকটিক্যাল প্রশিক্ষণের পাশাপাশি ট্রাফিক সাইন, ট্রাফিক আইন ও রোড সাইন থিওরি ক্লাস প্রদান।

আমাদের রয়েছে দক্ষ প্রশিক্ষক ও ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাস রুম।

প্রশিক্ষনার্থীদের মেকানিক্যাল সম্পর্কে ক্লাস

সড়ক ব্যবহারের আইন সম্পর্কে থিওরি ক্লাস।

 

মোটরসাইকেল ট্রেনিং-

বর্তমান সময়ে সকল শ্রেনির মানুষের মধ্যে মোটরসাইকেল এর ব্যবহার বহুগুন বৃদ্ধি পেয়েছে। তাই নিরাপদে ও স্বাচ্ছন্দে মোটরসাইকেল চালানোর জন্য আমাদের প্রশিক্ষকরা স্বল্প সময়ের মধ্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছেন। মোটর বাইক বর্তমান সময়ে নারী/পুরুষের নিকট জনপ্রিয় বাহন হিসেবে পরিচিত। বিভিন্ন রাইড শেয়ারিং কোম্পানিতে নিবন্ধন করে অনেক বেকার যুবক আত্মকর্মসংস্থান সৃষ্টি করে জীবিকা নির্বাহ করার পাশাপাশি দেশের বেকারত্ব দূরীকরণে ভুমিকা রাখছে। কর্মজীবীদের জন্য রয়েছে আমাদের বিশেষ প্রশিক্ষন কোর্স।আমরা সল্প/দীর্ঘ মেয়াদী প্রশিক্ষন প্রদান করে থাকি। দক্ষ চালক তৈরি ও সড়ক দূর্ঘটনা রোধ আমাদের মূল লক্ষ্য।

 

স্কুটি ট্রেনিং-

আমাদের ট্রেনিং সেন্টারে আমরা পুরুষদের মোটর বাইক চালানোর পাশাপাশি নারীদের স্কুটি প্রশিক্ষন দিয়ে থাকি।

রাজধানী ঢাকা শহরের যানযট নিত্যদিনের চিত্র আর এই যানযট থেকে মুক্তির জন্য কর্মজীবী নারী, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় বাহন হিসেবে পরিচিত। অনেক নারীদের স্কুটি চালানের ইচ্ছা থাকা সত্বেও কোথায় শিখবেন সেরকম ভাল প্রতিষ্ঠান খুজে পান না। সেই সকল নারীদের জন্য পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল সুদক্ষ নারী প্রশিক্ষক দিয়ে স্কুটি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রেখেছে। এছাড়াও কর্মজীবী নারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু আছে। রাস্তায় গাড়ি চালানোর যাবতীয় নিয়ম কানুন সহ যত্নসহকারে নারীদের স্কুটি প্রশিক্ষন দেওয়া হয়। ইতিমধ্যে অনেক নারী পাথওয়ে থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষভাবে স্কুটি চালাচ্ছেন । পাথওয়ে লেডি স্কুটি  ড্রাইভিং ট্রেনিং সেন্টার হিসেবেও আমাদের বেশ সুনাম আছে। আমাদের মূল লক্ষ্য হলে সড়ক দূর্ঘটনা রোধে দক্ষ চালক তৈরি করা।

আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 

পাথওয়ে সম্পর্কিত

পাথওয়ে বাংলাদেশের অন্যতম সেরা দাতব্য, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংস্থা। এর প্রধান কার্যালয় ঢাকার মিরপুরে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে সর্বদাই পথচলা। প্রধানত পাথওয়ে বাংলাদেশে শিশু, নারী এবং তৃতীয় লিঙ্গ উন্নয়নে নিবেদিত একটি মানবিক সংস্থা। পাথওয়ে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো বাংলাদেশ কর্তৃক অনুমোদিত এবং তালিকাভুক্ত। রেজিস্ট্রেশন নম্বর: 0778

অফিস সময় তালিকা

শনিবার     ১০ টা হইতে ৬ টা
রবিবার     ১০ টা হইতে ৬ টা
সোমবার     ১০ টা হইতে ৬ টা
মঙ্গলবার     ১০ টা হইতে ৬ টা
বুধবার     ১০ টা হইতে ৬ টা
বৃহস্পতিবার     ১০ টা হইতে ৬ টা
শুক্রবার     বন্ধ

ছুটির তালিকা

অফিসের ঠিকানা

বাড়ি ০২, রাস্তা ০৬, সেনপাড়া পর্বতা, কাফরুল,
মিরপুর, ঢাকা -১২১৬, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৫৮০৫৩৭৪৩
মোবাইলঃ +৮৮ ০১৩২১ ২৩২৯৮২
ই-মেইলঃ info@pathwaybd.org
ওয়েব: www.pathwaybd.org
ওয়েব: www.ajkerprosongo.com

নিচে উল্লেখিত লিংকে আমাদেরকে অনুস্মরণ করুন

Search