পাথওয়ে

নিউজ & ইভেন্টস

বেসরকারী উন্নয়ণ সংস্থা পাথওয়ের উদ্যোগে ইফতার বিতরণ কার্যক্রম ২০২২

বেসরকারী উন্নয়ণ সংস্থা পাথওয়ের উদ্যোগে ইফতার বিতরণ কার্যক্রম ২০২২

মিরপুরে পাথওয়ের ইফতার বিতরণ..

 

বেসরকারী উন্নয়ণ সংস্থা পাথওয়ের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।

 


শুক্রবার (১৫ এপ্রিল) রাজধানীর  মিরপুর সাদা পানির ট্যাঙ্ক এলাকায় ইফতার বিতরণ করে। প্রতি বছরের ন্যায় এবার সংস্থাটি ইফতারের আয়োজন করে। তৃতীয় লিঙ্গের বদরুল ইসলাম বুলবুলির কুরআন তেলাওয়াত শেষে ইফতার বিতরণ শুরু হয়।





distributing the Iftar items among the disadvantaged people including the third gender.


এবারের ইফতারের বিতরণ অনুষ্ঠানে,  রোজাদার ব্যক্তি ট্রাফিক জ্যামর কারণে সময় মতো বাসায় পৌঁছাতে পারেনা এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠি তৃতীয় লিঙ্গসহ সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করে। আজকের আয়েজনে ৬শতাধিক মানুষের হাতে পাথওয়ের কর্মীরা ইফতার তুলেদেন।

 

 Iftar distribution 2022 at Mirpur by Pathway

 
এই ইফতার আয়োজনে সকাল থেকে বেসরকারী উন্নয়ণ সংস্থা পাথওয়ের একঝাঁক কর্মী নিরলসভাবে শ্রম দিয়েছেন। তারা বলছেন, সমাজের পিছিয়ে পড়া এইসব মানুষের মুখে হাঁসি ফুটাতে প্রতিবারের মতো এবারও তাঁরা কাজ করেছেন। সুবিধা বঞ্চিত এইসব মানুষের পাশে দাঁড়াতে পেরে তারা নিজের গর্ভিতও মনে করছেন।




 

পাথওয়ের নির্বাহী পরিচালক, মো: শাহিন বলেন, প্রতিবছরের মতো সুবিধা বঞ্চিত এবং ট্রাফিক জ্যামে অপেক্ষমান মানুষের মাঝে ইফতার বিতরণ করতে পেরে আনন্দিত। পাথওয়ের মতো সমাজ বা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের সামর্থ অনুযায়ী সমাজের পিছিয়েপড়া মানুষের  কল্যাণে এগিয়ে আসলে এই মানুষগুলোর মুখেও হাসি ফুটবে।  তারাও ধনি- গরিব ভেদাভেদ ভুলে সমাজের বৃত্তবানদের সংগে বসে একই কাতারে ইফতার করতে পারবে।

 

এছাড়াও প্রতিষ্ঠানিটি  ঢাকার বাইরে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুর্ণবাসন কার্যালয় বরিশালে ইফতার বিতরণ করা হয়।

 Iftar distribution at Mirpur by Pathway

বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে করোনা কালিন সময়ে  জনসচেতনা বৃদ্ধির জন্য লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার বিরণ করে। এছাড়ও করোনা আক্রান্ত ব্যাক্তি নিজ খরছে বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেওয়া, মৃত ব্যাক্তিদের গোসল এবং তাঁদের দাফন করে পাথওয়ে টিম।   করোনা আক্রান্ত গণমাধ্যম কর্মী এবং তাদের পরিবারকে ফ্রি এ্যাম্বুলেন্স সেবাসহ ছিন্নমূল খেটে খাওয়া মানুষ, পরিবহন শ্রমিক, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠি, প্রতিবন্ধী ব্যাক্তি, পরিবার এবং করোনা কালিন সময়ে যারা চাকুরি হারিয়েছেন সেসমস্ত পরিবারের পরিচয় গোপন রেখে খাদ্য সামগ্রী বাসায় পৌঁছে দিয়েছে সংস্থাটি। এছাড়াও গ্রামের দরিদ্র জনগোষ্ঠী,  উপকূলিয় জেলে পরিবার এবং নদী পাড়ের মানুষের পাশেও দাড়িছিলেন সংস্থাটি।




এসময় উপস্থিত ছিলেন, বেসরকারী উন্নয়ণ সংস্থা পাথওয়ের চেয়ারম্যান মো. রইজুর রহমান, নির্বাহী পরিচালক মো. শাহিন, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার মোঃ আহসান হাবীব সহ অনেকে ।

পাথওয়ে সম্পর্কিত

পাথওয়ে বাংলাদেশের অন্যতম সেরা দাতব্য, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংস্থা। এর প্রধান কার্যালয় ঢাকার মিরপুরে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে সর্বদাই পথচলা। প্রধানত পাথওয়ে বাংলাদেশে শিশু, নারী এবং তৃতীয় লিঙ্গ উন্নয়নে নিবেদিত একটি মানবিক সংস্থা। পাথওয়ে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো বাংলাদেশ কর্তৃক অনুমোদিত এবং তালিকাভুক্ত। রেজিস্ট্রেশন নম্বর: 0778

অফিস সময় তালিকা

শনিবার     ১০ টা হইতে ৬ টা
রবিবার     ১০ টা হইতে ৬ টা
সোমবার     ১০ টা হইতে ৬ টা
মঙ্গলবার     ১০ টা হইতে ৬ টা
বুধবার     ১০ টা হইতে ৬ টা
বৃহস্পতিবার     ১০ টা হইতে ৬ টা
শুক্রবার     বন্ধ

ছুটির তালিকা

অফিসের ঠিকানা

বাড়ি ০২, রাস্তা ০৬, সেনপাড়া পর্বতা, কাফরুল,
মিরপুর, ঢাকা -১২১৬, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৫৮০৫৩৭৪৩
মোবাইলঃ +৮৮ ০১৩২১ ২৩২৯৮২
ই-মেইলঃ info@pathwaybd.org
ওয়েব: www.pathwaybd.org
ওয়েব: www.ajkerprosongo.com

নিচে উল্লেখিত লিংকে আমাদেরকে অনুস্মরণ করুন

Search