পাথওয়ে

নিউজ & ইভেন্টস

পাথওয়ে একটি আন্তর্জাতিক মানের ড্রাইভিং স্কুল | ড্রাইভিং ট্রেনিং সেন্টার, মিরপুর, ঢাকা।

দেশের একটি অন্যতম বৃহৎ বেসরকারী উন্নয়ন সংস্থা ‘পাথওয়ে’। প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম দূর্ঘটনা প্রবণ দেশ। এখানে প্রতি বৎসর গড়ে প্রায় ২০,০০০ মানুষ সড়ক দূর্ঘটনায় মারা যাচ্ছে আর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছে প্রায় ৬০/৭০ হাজার মানুষ। এই পরিসংখ্যান হতে প্রতিয়মান হয় যে, সড়ক দূর্ঘটনা আমাদের দেশে অনেকটা মহামারীর আকার ধারণ করেছে। এই ভয়াবহ পরিস্থিতিকে উপলদ্ধি করে বেসরকারী উন্নয়ন সংস্থা পাথওয়ে নীতিগত ভাবে সিদ্ধান্তে উপনীত হয় যে, পাথওয়ে দেশের সড়ক দূর্ঘটনা রোধে কাজ করবে। পাথওয়ে এরই প্রেক্ষিতে বিভিন্ন স্কুল-কলেজ ও বাস টার্মিনাল গুলোতে সড়ক দূর্ঘটনার উপর সচেতনমূলক প্রচার, আলোচনা সভা, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন ও তা বাস্তবায়ন করে চলেছে। পাথওয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করে আমরা সবাই যদি দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে যার যার অবস্থান থেকে দেশের কোন সমস্যা নিয়ে সামর্থ অনুযায়ী কাজ করি তাহলে দেশের কোন সমস্যাই সমস্যা হয়ে দেখা দিবে না। এরই ধারাবাহিকতায় পাথওয়ের একটি সহযোগী প্রতিষ্ঠান হিসাবে “পাথওয়ে অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুল” নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা পাথওয়ের নির্বাহী পরিচালক মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত পাথওয়ে অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুল একটি আন্তর্জাতিকমানের ড্রাইভিং স্কুল হিসাবে অল্প সময়ের মধ্যেই দেশে অত্যন্ত সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে একাধিক গণমাধ্যমে এই প্রতিষ্টানটিকে নিয়ে প্রতিবেদন প্রচার করেছে। এখানে অতি অল্প ফি’তে ড্রাইভিং ট্রেনিং দেওয়া হচ্ছে। এছাড়া অসহায় ও গরিবদেরকে বিনামূল্যে ড্রাইভিং ট্রেনিং প্রদান করার পাশাপাশি লাইসেন্সের ফি’ও প্রদান করা হচ্ছে। পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল মূলত: কোন মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান নয়  বরং এটা একটা সামাজিক দায়বদ্ধতা হতে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে কাজ করে যাচ্ছে। প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতা ও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। সংস্থাটির আরও একটি উদ্ভাবনী চিন্তা-চেতনার ফসল “পাইলট কেয়ার” নামে একটি এপস ভিত্তিক কার্যক্রম ইতিমধ্যে শুরু করে দিয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে পাথওয়ে অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুল হতে ট্রেনিংপ্রাপ্ত চালকদের একটি ডাটাবেজের আওতায় আনা হচ্ছে এবং মানুষের চাহিদা অনুসারে সৎ ও দক্ষ চালকদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ করে দেওয়া হচ্ছে। এখানে উল্লেখ্য যে, অন্য কোথাও হতে ট্রেনিংপ্রাপ্ত দক্ষ চালকরাও পাইলট কেয়ারের অন্তভূক্ত হতে পারবে। পাথওয়ে মনে করে কেবলমাত্র দক্ষ চালক তৈরী করলেই হবে না পাশাপাশি যাত্রী সাধারণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। জাতি হিসাবে আমাদের একটি অতি নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা যায় যে, আমরা আইনের প্রতি তেমন একটা শ্রদ্ধাশীল নয়, আইন মানার ক্ষেত্রে আমাদের মধ্যে এক ধরনের অনীহা কাজ করে। সরকার প্রয়োজন অনুযায়ী আইন তৈরী করলে কি হবে যদি তা মানা না হয়। আর তাই যাত্রীসাধারণ ও পথচারীরা যাতে ট্রাফিক আইন মেনে চলাচল করে এজন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও টার্মিনালে পাথওয়ের উদ্যোগে সচেতনমূলক বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়ে থাকে। মূলত: এভাবেই বেসরকারী উন্নয়ন সংস্থা পাথওয়ে দেশের সড়ক দূর্ঘটনারোধে কার্যকর পদক্ষেপ গ্রহনের মাধ্যমে মহামারী  আকার ধারণ করা সড়ক দূর্ঘটনাকে নির্মূলে কাজ করে যাচ্ছে। পাথওয়ে আরও মনে করে কেবলমাত্র সরকার, চালক কিংবা যাত্রীসাধারণের কারও একক প্রচেষ্ঠায় এটা রোধ করা সম্ভব নয়। প্রকৃতপক্ষে সরকার, চালক ও যাত্রীসাধারণ সকলের ঐকান্তি ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই মূলত: সড়ক দূর্ঘটনা রোধ করা সম্ভব। আর তাই এই বিষয়ে পাথওয়ে একটি স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছে:-

চালক - যাত্রী - পথচারী, ট্রাফিক আইন মেনে চলি, দূর্ঘটনা রোধ করি।

পাথওয়ে সম্পর্কিত

পাথওয়ে বাংলাদেশের অন্যতম সেরা দাতব্য, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংস্থা। এর প্রধান কার্যালয় ঢাকার মিরপুরে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে সর্বদাই পথচলা। প্রধানত পাথওয়ে বাংলাদেশে শিশু, নারী এবং তৃতীয় লিঙ্গ উন্নয়নে নিবেদিত একটি মানবিক সংস্থা। পাথওয়ে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো বাংলাদেশ কর্তৃক অনুমোদিত এবং তালিকাভুক্ত। রেজিস্ট্রেশন নম্বর: 0778

অফিস সময় তালিকা

শনিবার     ১০ টা হইতে ৬ টা
রবিবার     ১০ টা হইতে ৬ টা
সোমবার     ১০ টা হইতে ৬ টা
মঙ্গলবার     ১০ টা হইতে ৬ টা
বুধবার     ১০ টা হইতে ৬ টা
বৃহস্পতিবার     ১০ টা হইতে ৬ টা
শুক্রবার     বন্ধ

ছুটির তালিকা

অফিসের ঠিকানা

বাড়ি ০২, রাস্তা ০৬, সেনপাড়া পর্বতা, কাফরুল,
মিরপুর, ঢাকা -১২১৬, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৫৮০৫৩৭৪৩
মোবাইলঃ +৮৮ ০১৩২১ ২৩২৯৮২
ই-মেইলঃ info@pathwaybd.org
ওয়েব: www.pathwaybd.org
ওয়েব: www.ajkerprosongo.com

নিচে উল্লেখিত লিংকে আমাদেরকে অনুস্মরণ করুন

Search