দেশের অন্যতম বৃহত্তম বেসরকারী উন্নয়ন সংস্থা “পাথওয়ে” গরীব, অসহায় ও দরিদ্র মানুষেদের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে “ফ্রি ফ্রাইডে ক্লিনিক” নামে একটি বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করেছে । গত ১৭ জানুয়ারি শুক্রবার সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে ফ্রি ফ্রাইডে ক্লিনিকের। মিরপুর-১০ নম্বর সেক্টরে পাথওয়ের কার্যালয়ে অনুষ্ঠেয় কার্যক্রমে পাথওয়ের নির্বাহী পরিচালক ও আল হেলাল স্পেশালাইজড্ হাসপাতালের মালিকপক্ষের উপস্থিতিতে গরীব, অসহায় ও দরিদ্র মানুষেদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। দারিদ্র বিমোচন ও মানুষের বিভিন্ন জীবনমান উন্নয়নে পাথওয়ে পরিচালিত বিভিন্ন সেবামূলক কার্যক্রমের সাথে সদ্য যুক্ত হওয়া এই ফ্রি ফ্রাইডে ক্লিনিক মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রায় মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করেন পাথওয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহিন।
এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাথওয়ের কার্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে দরিদ্র মানুষের স্বাস্থ্য পরীক্ষা করানো ও ব্যবস্থাপত্র দেয়া হবে। এছাড়া, প্রয়োজন অনুযায়ী বড় কোন অস্ত্রোপচার ও প্যাথলজিক্যাল এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। এক্ষেত্রে মিরপুর-১০ নম্বর সেক্টরে অবস্থিত আল হেলাল স্পেশালাইজড্ধ কর্তৃপক্ষের সাথে একটি চুক্তি হয়েছে। এর আওতায় হাসপাতালের পক্ষ থেকে পাথওয়ের মাধ্যমে দরিদ্র ও
অসহায়দের স্বাস্থ্যসেবা প্রদানে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে আল হেলাল কর্তৃপক্ষ।
একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠনে এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রাখার ব্যাপারে পাথওয়ে দৃঢ় প্রত্যয়ী।