পাথওয়ে হল একটি বিশ্বব্যাপী অলাভজনক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা যা সারা বিশ্বে সহযগিতামূলক কাজ এবং ইতিবাচক পরিবর্তন সমর্থন করে।

আমাদের সহযোগী প্রতিষ্ঠান

Image

পাথওয়ের লক্ষ্য

একটি বিশ্বব্যাপী অলাভজনক দাতব্য সংস্থা হিসেবে, পাথওয়ে এর লক্ষ্য হল বিশ্বজুড়ে সহযোগিতামূলক কাজের মাধ্যমে টেকসই উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনকে সমর্থন করা। যা সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করে। 
পাথওয়ের থিম সং প্লে করুন
রক্তদাতা হিসেবে যুক্ত হোন

পাথওয়ের কার্য্যক্রম

পাথওয়ে বাংলাদেশের অন্যতম সেরা দাতব্য, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংস্থা। এর প্রধান কার্যালয় ঢাকার মিরপুরে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে সর্বদাই পথচলা। প্রধানত পাথওয়ে বাংলাদেশে শিশু, নারী এবং তৃতীয় লিঙ্গ উন্নয়নে নিবেদিত একটি মানবিক সংস্থা। পাথওয়ে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো বাংলাদেশ কর্তৃক অনুমোদিত এবং তালিকাভুক্ত। রেজিস্ট্রেশন নম্বর: 0778

আমাদের উদ্দেশ্য সমূহ

আপনার অনুদানের মাধ্যমে আমাদের দাতব্য কাজের ক্ষেত্রে অবদান রাখুন। আপনার আন্তরিকতার জন্য ধন্যবাদ ♥
পবিত্র মাহে রমজান - ২০২১ ইং এর ইফতার সেবায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ

পবিত্র মাহে রমজান - ২০২১ ইং ইফতার কার্য্যক্রমে আপনিও আমাদের সাথে অংশগ্রহণ করুন

পবিত্র রমজান উপলক্ষ্যে ঢাকার বিভিন্ন টার্মিনাল, রেলস্টেশন, বস্তি এলাকায় মাসব্যাপী ইফতার বিতরণের ব্যাপক কর্মসূচী গ্রহণ করে থাকে।  কেননা আমাদের দেশে অসংখ্য অসহায় ও দরিদ্র মানুষের বসবাস, তারা সারাদিন রোজা রাখেন অথচ তাদের ইফতার কেনার সামর্থ্য হয় না। এছাড়াও অনেক পথচারীর চলার পথে ইফতার করার সময় ও সুযোগ হয় না। তাই ঐ সকল রোজাদারদের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে আমরা আমাদের সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা হতে কিছু করতে চেষ্টা করছি।  পবিত্র মাহে রমজান - ২০২১ ইং  ইফতার কার্য্যক্রম এ অনুদান প্রদানের মাধ্যমে আপনিও আমাদের সাথে অংশগ্রহণ করুন

Raised: $700 | Goal: $30,0005%
গরীব, অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় সাহায্যের জন্য আবেদন

গরীব, অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় সাহায্যের জন্য আবেদন

ফ্রি ফ্রাইড ফ্রাইড ক্লিনিক এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গরীব, অসহায় ও দরিদ্র মানুষেদের পাথওয়ে দ্বারা নিযুক্ত স্বাস্থ্য বিশেষজ্ঞের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। পাথয়ের টেলিমেডিসিন সেবা গ্রহণ করুন।
Raised: $400 | Goal: $8000 | 1 Year Plan8%

LATEST UPDATE NEWS

আমাদের উদ্যোগ সমূহ

আমাদের মিশনে যোগদান করুন

আপনি কিভাবে সাহায্য করতে পারেন ?

স্বেচ্ছাসেবক হয়ে উঠুন

"পাথওয়ে"  বাংলাদেশের একটি অলাভজনক দাতব্য স্বেচ্ছাসেবী সংস্থা। আপনি সহজেই এই স্বনামধন্য প্রতিষ্ঠানে একজন স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিতে পারবেন। ঢাকার মিরপুরসহ সারা দেশেই ভলান্টিয়ার সার্ভিসের সুযোগ আছে। পাথওয়ে এর স্বেচ্ছাসেবক কর্মসূচিতে যে কেউ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার সুযোগ পেতে পারে। পাথওয়ে বিভিন্ন প্রাকৃতিক দূর্গোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ায়। পাথওয়ে মূলত বাংলাদেশে শিশু, নারী এবং তৃতীয় লিঙ্গ উন্নয়নে নিবেদিত একটি মানবিক সংস্থা।

Pathway is One of the best volunteer organizations in Bangladesh.

অংশীদার হোন

অংশীদার হয়ে আমাদের সাথে যোগদান করুন এবং আসুন আমরা জাতীয় পুনর্গঠন করি।

পাথওয়ে সম্পর্কিত

পাথওয়ে বাংলাদেশের অন্যতম সেরা দাতব্য, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংস্থা। এর প্রধান কার্যালয় ঢাকার মিরপুরে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে সর্বদাই পথচলা। প্রধানত পাথওয়ে বাংলাদেশে শিশু, নারী এবং তৃতীয় লিঙ্গ উন্নয়নে নিবেদিত একটি মানবিক সংস্থা। পাথওয়ে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো বাংলাদেশ কর্তৃক অনুমোদিত এবং তালিকাভুক্ত। রেজিস্ট্রেশন নম্বর: 0778

অফিস সময় তালিকা

শনিবার     ১০ টা হইতে ৬ টা
রবিবার     ১০ টা হইতে ৬ টা
সোমবার     ১০ টা হইতে ৬ টা
মঙ্গলবার     ১০ টা হইতে ৬ টা
বুধবার     ১০ টা হইতে ৬ টা
বৃহস্পতিবার     ১০ টা হইতে ৬ টা
শুক্রবার     বন্ধ

ছুটির তালিকা

অফিসের ঠিকানা

বাড়ি ০২, রাস্তা ০৬, সেনপাড়া পর্বতা, কাফরুল,
মিরপুর, ঢাকা -১২১৬, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৫৮০৫৩৭৪৩
মোবাইলঃ +৮৮ ০১৩২১ ২৩২৯৮২
ই-মেইলঃ info@pathwaybd.org
ওয়েব: www.pathwaybd.org
ওয়েব: www.ajkerprosongo.com

নিচে উল্লেখিত লিংকে আমাদেরকে অনুস্মরণ করুন

Search