বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০০৯ সালের এক হিসাব মতে বাংলাদেশে মোট জনসংখ্যার ০.৮৪% অটিজম ও প্রতিবন্ধী রয়েছে।
এই মতে দেশে প্রায় ১৫ লক্ষের মত প্রতিবন্ধী রয়েছে। আর এই বিশাল প্রতিবন্ধীর জন্য দেশে মাত্র ২০০ অভিজ্ঞ ফিজিওথেরাপিষ্ট রয়েছে। পাথওয়ে দেশের এই বিশাল প্রতিবন্ধী শিশুদের কল্যানে নানামূখী কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে। আর এসকল কার্যক্রমের আওতায় প্রতিবন্ধীদের প্রশিক্ষনের মাধ্যমে সাধারণ জীবনে ফিরিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্ঠা করা হচ্ছে এবং প্রয়োজনে তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। পাথওয়ে তাদের প্রতি পূর্ণাঙ্গ মানবিত দৃষ্টি ভঙ্গী নিয়ে তাদের কল্যানে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।