বেকারত্ব কেবলমাত্র সমস্যা নয়, এটা নিজের, পরিবার ও রাষ্ট্রের জন্য অভিশাপ স্বরূপ। সমাজে বেকারত্বের অভিশাপ হতে মানুষকে মুক্তি দিতে পাথওয়ে দেশব্যাপী ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিম্ন আয়ের অসহায় দরিদ্র পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে ঐ সকল পরিবারের ছেলে মেয়েদেরকে বিভিন্ন বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে বিভিন্ন আত্মকর্মসংস্থানমূলক কাজে নিয়োজিত করে যাচ্ছে দেশের অন্যতম বেসরকারী উন্নয়ন সংস্থা পাথওয়ে। বিনামূল্যে প্রশিক্ষনের পাশাপাশি পাথওয়ে প্রশিক্ষন শেষে প্রয়োজনে সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে। বেকারত্ব থেকেই সমাজে নানা ধরণের অস্তিরতা তৈরী হয়, এছাড়া একটি পরিবারে একজন বেকার থাকলে ঐ পরিবারে সঞ্চয়ের পরিমান কম থাকে আর সঞ্চয় কম হলে ব্যক্তি বা রাষ্ট্রে মূলধন গঠনে অন্তরায় হয়ে দেখা দেয় সুতরাং লক্ষ্য করা যাচ্ছে বেকারত্বের কারনে দেশ উন্নয়নের অগ্রযাত্রার বাধাগ্রস্থ হয় এই কারনে পাথওয়ে দরিদ্র জনগোষ্টির জন্য বেকারত্ব নির্মূলে ব্যাপক কর্মসূচী নিয়ে এগিয়ে যাচ্ছে।
দেশের বর্তমানে প্রায় ৩ কোটি লোক বেকার জীবনযাপন করছে। এছাড়া প্রতি বৎসর প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার লোক এই বেকারত্বের সাথে নতুন করে যোগ হচ্ছে। এই বিশাল জনগোষ্টিকে বেকার রেখে দেশের উন্নয়ন কখনই সম্ভব নয়। তাই পাথওয়ে বিশেষ করে দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের শিক্ষা বিস্তারে সহায়তার পাশাপাশি তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে দেশে-বিদেশে চাকুরীর ব্যবস্থা করে থাকে এছাড়া প্রয়োজনে তাদেরকে সহজ শর্তে ঋণ প্রদান করে তাদের বেকারত্বের অভিশাপ হতে তাদেরকে মুক্ত করা হয়। বর্তমানে পাথওয়ে হতে সহায়তা গ্রহন করে হাজার হাজার গ্রামীণ দরিদ্র পরিবারের বেকার ছেলেমেয়ে কৃষিভিত্তিক প্রকল্প গ্রহন করে আত্মনির্ভশীল হচ্ছে। পাথওয়ে মনে করে কৃষি ভিত্তিক বাংলাদেশের বেকার জনগোষ্টিকে শিল্প কারখানার পাশাপাশি কৃষিতে সম্পৃক্ত করতে পারলেই বেকারত্ব অনেকাংশে করা সম্ভব হচ্ছে। আর কৃষির উন্নতির সাথে সাথে শিল্পেরও উন্নতি ঘটবে কেননা শিল্পের কাচামাল অনেকাংশে কৃষি হতেই আসে।