পাথওয়ে

নিউজ & ইভেন্টস

নারীকল্যাণ কর্মসূচী

যেখানে দেশের ১৬ কোটি জনগোষ্ঠির অর্ধেকই নারী আর সেই বিপুল সংখ্যক নারীকে উন্নয়ন কার্যক্রম হতে বঞ্চিত রেখে একটা দেশ কখনও এগিয়ে যেতে পারে না। আর এই বিপুল নারীদের মধ্যে অধিকাংশই দারিদ্রতার মধ্যে বসবাস করে। নিম্ন আয়ের হতদরিদ্র এই সকল নারীদের কল্যাণে পাথওয়ে বিভিন্ন উন্নয়ণ কর্মসূচী পরিচালনা করে আসছে। এই কর্মসূচীর মধ্যে নারীদের স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা এবং মৃাত্বকালীন সেবা প্রদান তাদের আয় বৃদ্ধি ও মূলধন গঠনে সহায়তা প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে পাথওয়ে। এছাড়াও মহিলাদের স্বাবলম্বি হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষন প্রদান করে তাদেরকে আত্মকর্মসংস্থানের পথ তৈরী করা হচ্ছে পাশাপাশি তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সহযোগিতা প্রদান করা হচ্ছে। পাথওয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করে একটা শিক্ষিত ও স্বাস্থ্যবান মা-ই পারে একটি শিক্ষিত ও স্বাস্থ্যবান জাতি উপহার দিতে। পরিবারে সন্তানদের লালন-পালনের পাশাপাশি নারী সমাজ যাতে নিজের, পরিবারের এবং রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা পালন করতে পারে তার জন্য পাথওয়ে বিভিন্ন কর্মসূচী নিয়ে নারী কল্যানে কাজ করে যাচ্ছে। নারীদেরকে উদ্যোক্ত শ্রেণিতে পরিণত ও পুজি গঠনের লক্ষ্যে তাদেরকে যৌথ আয়মূলক কর্মকান্ডে সম্পৃক্ত করে নারী উদ্যোক্তা হিসাবে তাদেরকে প্রতিষ্ঠিত করার কর্মসূচী পাথওয়ে করে যাচ্ছে।

পাথওয়ে সম্পর্কিত

পাথওয়ে বাংলাদেশের অন্যতম সেরা দাতব্য, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংস্থা। এর প্রধান কার্যালয় ঢাকার মিরপুরে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে সর্বদাই পথচলা। প্রধানত পাথওয়ে বাংলাদেশে শিশু, নারী এবং তৃতীয় লিঙ্গ উন্নয়নে নিবেদিত একটি মানবিক সংস্থা। পাথওয়ে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো বাংলাদেশ কর্তৃক অনুমোদিত এবং তালিকাভুক্ত। রেজিস্ট্রেশন নম্বর: 0778

অফিস সময় তালিকা

শনিবার     ১০ টা হইতে ৬ টা
রবিবার     ১০ টা হইতে ৬ টা
সোমবার     ১০ টা হইতে ৬ টা
মঙ্গলবার     ১০ টা হইতে ৬ টা
বুধবার     ১০ টা হইতে ৬ টা
বৃহস্পতিবার     ১০ টা হইতে ৬ টা
শুক্রবার     বন্ধ

ছুটির তালিকা

অফিসের ঠিকানা

বাড়ি ০২, রাস্তা ০৬, সেনপাড়া পর্বতা, কাফরুল,
মিরপুর, ঢাকা -১২১৬, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৫৮০৫৩৭৪৩
মোবাইলঃ +৮৮ ০১৩২১ ২৩২৯৮২
ই-মেইলঃ info@pathwaybd.org
ওয়েব: www.pathwaybd.org
ওয়েব: www.ajkerprosongo.com

নিচে উল্লেখিত লিংকে আমাদেরকে অনুস্মরণ করুন

Search