যেখানে দেশের ১৬ কোটি জনগোষ্ঠির অর্ধেকই নারী আর সেই বিপুল সংখ্যক নারীকে উন্নয়ন কার্যক্রম হতে বঞ্চিত রেখে একটা দেশ কখনও এগিয়ে যেতে পারে না। আর এই বিপুল নারীদের মধ্যে অধিকাংশই দারিদ্রতার মধ্যে বসবাস করে। নিম্ন আয়ের হতদরিদ্র এই সকল নারীদের কল্যাণে পাথওয়ে বিভিন্ন উন্নয়ণ কর্মসূচী পরিচালনা করে আসছে। এই কর্মসূচীর মধ্যে নারীদের স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা এবং মৃাত্বকালীন সেবা প্রদান তাদের আয় বৃদ্ধি ও মূলধন গঠনে সহায়তা প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে পাথওয়ে। এছাড়াও মহিলাদের স্বাবলম্বি হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষন প্রদান করে তাদেরকে আত্মকর্মসংস্থানের পথ তৈরী করা হচ্ছে পাশাপাশি তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সহযোগিতা প্রদান করা হচ্ছে। পাথওয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করে একটা শিক্ষিত ও স্বাস্থ্যবান মা-ই পারে একটি শিক্ষিত ও স্বাস্থ্যবান জাতি উপহার দিতে। পরিবারে সন্তানদের লালন-পালনের পাশাপাশি নারী সমাজ যাতে নিজের, পরিবারের এবং রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা পালন করতে পারে তার জন্য পাথওয়ে বিভিন্ন কর্মসূচী নিয়ে নারী কল্যানে কাজ করে যাচ্ছে। নারীদেরকে উদ্যোক্ত শ্রেণিতে পরিণত ও পুজি গঠনের লক্ষ্যে তাদেরকে যৌথ আয়মূলক কর্মকান্ডে সম্পৃক্ত করে নারী উদ্যোক্তা হিসাবে তাদেরকে প্রতিষ্ঠিত করার কর্মসূচী পাথওয়ে করে যাচ্ছে।