করোনা প্রভাবে হঠাৎ স্তব্ধ পৃথিবী। সবচেয়ে কঠিন অবস্থায় আছেন শহরের ছিন্নমূল খেটে খাওয়া মানুষ, পরিবহন শ্রমিক ও গ্রামের দরিদ্র জনগোষ্ঠী। তাদের জমানো কোন সঞ্চয় না থাকায়
তারা আছেন কঠিন বিপাকে। প্রতিদিনের আয় টুকুই ছিল ভরসা। তাদের কাছে সামাজিক দুরত্ব মানে হচ্ছে পরিবার নিয়ে না খেয়ে থাকা।
পাথওয়ে থেকে আমরা ৩৫০০০ ছিন্নমূল দিনমজুর, পরিবহন শ্রমিক, তৃতীয় লিঙ্গের মানুষ ও দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছি। বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার নির্ধারিত লকডাউনের দিনগুলি এই সহায়তা দেয়া হবে। এরই ধারাবাহিকতায় ওইসব মানুষদের মাঝে শুকনো খাবার, দুপুরের খাবার, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি বিতরণ চলছে।
লকডাউনের প্রথম দিক থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দরিদ্রদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে। শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। প্রতিদিন ৬০০ মানুষের খাবার দেয়া হচ্ছে। এসব খাবার শহরের ছিন্নমূল দিনমজুর, পরিবহন শ্রমিক, সমাজের তৃতীয় লিঙ্গের মানুষ ও দরিদ্র পরিবারকে দেয়া হচ্ছে।
সমাজের নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর বর্তমান পরিস্থিতি খুবই করুন। তাঁরা আত্নসম্মানের কারণে কারো কাছে হাত পাততে পারেনা, কিছু বলতেও পারে না। হঠাৎ কর্মহীন হয়ে পরায় তাদের জীবন বিপাকে। তাদের কথা চিন্তা করে পাথওয়ে তাদের পরিচয় গোপণ রেখে খাদ্য সহায়তা দিচ্ছে। এসব খাবারের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেয়াজ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পন্য। সকলের দোয়ায় পাথওয়ে এই মানবতা করতে চায় সবসময়।