দারিদ্রতার কারনে, পারিবারিক অশান্তি কিংবা অশুভ দালালচক্রের খপ্পরে পরে অনেক সহজসরল মেয়েরা যৌনকর্মীতে পরিণত হয়ে তাদের জীবনের সর্বোস্ব হারাচ্ছে। পরবর্তীতে সমাজ তাদেরকে আর ইতিবাচক দৃষ্টিতে দেখে না। তাদের শেষ জীবন কাঠে অত্যন্ত অসহনীয় কষ্টে। নাগরিক দায়িত্ব ও মানসিক দৃষ্টিভঙ্গী নিয়ে তাদেরকে পূনর্বাসনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করেছে পাথওয়ে। এই অনৈতিক পেশার নেতিবাচক দিক গুলো তুলে ধরে এর বিরুদ্ধে তাদেরকে সচেতন করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বি হিসাবে গড়ে তোলা হচ্ছে। তাদের সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসাসহ বিভিন্ন সহযোগিতার হাত প্রসারিত করে পূণর্বাসনের মাধ্যমে তাদেরকে মুল স্রোতধারায় ফিরিয়ে নিয়ে আসার ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাথওয়ে।