পাথওয়ে

নিউজ & ইভেন্টস

যৌনকর্মীদের পুনর্বাসন সংক্রান্ত কর্মসূচী

দারিদ্রতার কারনে, পারিবারিক অশান্তি কিংবা অশুভ দালালচক্রের খপ্পরে পরে অনেক সহজসরল মেয়েরা যৌনকর্মীতে পরিণত হয়ে তাদের জীবনের সর্বোস্ব হারাচ্ছে। পরবর্তীতে সমাজ তাদেরকে আর ইতিবাচক দৃষ্টিতে দেখে না। তাদের শেষ জীবন কাঠে অত্যন্ত অসহনীয় কষ্টে। নাগরিক দায়িত্ব ও মানসিক দৃষ্টিভঙ্গী নিয়ে তাদেরকে পূনর্বাসনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করেছে পাথওয়ে। এই অনৈতিক পেশার নেতিবাচক দিক গুলো তুলে ধরে এর বিরুদ্ধে তাদেরকে সচেতন করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বি হিসাবে গড়ে তোলা হচ্ছে। তাদের সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসাসহ বিভিন্ন সহযোগিতার হাত প্রসারিত করে পূণর্বাসনের মাধ্যমে তাদেরকে মুল স্রোতধারায় ফিরিয়ে নিয়ে আসার ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাথওয়ে।

পাথওয়ে সম্পর্কিত

পাথওয়ে বাংলাদেশের অন্যতম সেরা দাতব্য, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংস্থা। এর প্রধান কার্যালয় ঢাকার মিরপুরে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে সর্বদাই পথচলা। প্রধানত পাথওয়ে বাংলাদেশে শিশু, নারী এবং তৃতীয় লিঙ্গ উন্নয়নে নিবেদিত একটি মানবিক সংস্থা। পাথওয়ে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো বাংলাদেশ কর্তৃক অনুমোদিত এবং তালিকাভুক্ত। রেজিস্ট্রেশন নম্বর: 0778

অফিস সময় তালিকা

শনিবার     ১০ টা হইতে ৬ টা
রবিবার     ১০ টা হইতে ৬ টা
সোমবার     ১০ টা হইতে ৬ টা
মঙ্গলবার     ১০ টা হইতে ৬ টা
বুধবার     ১০ টা হইতে ৬ টা
বৃহস্পতিবার     ১০ টা হইতে ৬ টা
শুক্রবার     বন্ধ

ছুটির তালিকা

অফিসের ঠিকানা

বাড়ি ০২, রাস্তা ০৬, সেনপাড়া পর্বতা, কাফরুল,
মিরপুর, ঢাকা -১২১৬, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৫৮০৫৩৭৪৩
মোবাইলঃ +৮৮ ০১৩২১ ২৩২৯৮২
ই-মেইলঃ info@pathwaybd.org
ওয়েব: www.pathwaybd.org
ওয়েব: www.ajkerprosongo.com

নিচে উল্লেখিত লিংকে আমাদেরকে অনুস্মরণ করুন

Search