পাথওয়ে

নিউজ & ইভেন্টস

মহিলাদের জন্য ঢাকায় স্কুটি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র, মোটরবাইক বা স্কুটার ড্রাইভিং ট্রেনিং স্কুল/সেন্টার | পাথওয়ে

মহিলাদের জন্য ঢাকায় স্কুটি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র, মোটরবাইক বা স্কুটার ড্রাইভিং ট্রেনিং স্কুল/সেন্টার | পাথওয়ে

মহিলাদের জন্য ঢাকায় স্কুটি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র, মোটরবাইক বা স্কুটার ড্রাইভিং ট্রেনিং স্কুল/সেন্টার | পাথওয়ে

 
স্কুটি বা মোটরবাইক এখন নারী ও পুরুষের যাতায়াতের একটি নিত্যপ্র্যোজনীয় এবং জনপ্রিয় মাধ্যম। শুধু পুরুষরাই নয় নারীরাও তাদের প্রয়োজনের তাগিদে স্কুটি ড্রাইভিং করে নিজেদের দৈনন্দিন কাজ সম্পন্ন করে থাকে।

বিশেষ করে বাবারা যখন অফিস আদালতে বা ব্যবসায়িক কাজে বাহিরে থাকে, সন্তানদেরকে স্কুলে নিয়ে যাওয়া বা নিয়ে আসার জন্য সচেতন মায়েরা চান যে তারা নিজেরাই সুরক্ষার সহিত তাদের সনতানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া এবং আসার কাজ করবেন।


নারীদের অগ্রযাত্রার পিছনে ইসলাম কখনোই বাধা দেয় না বরং শরীয়তের বিধিবিধান মেনে মেয়েরাও ছেলেদের মত কাজ করতে পারবে প্রয়োজন অনুসারে। যেমন ধরুন, যদি কোন পরিবারে পুরুষ মানুষ না থাকে তখন নারীকে বাধ্য হয়েই ঘরের বাহিরে বের হয়ে যাবতীয় কাজ করতে হবে সে ক্ষেত্রে তিনি পর্দার বিধান মান্য করে সবই করতে পারবেন।  যাইহোক  সৌদিসহ পৃথিবীর অনেক দেশেই নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে শর্তসাপেক্ষে।  সড়কে গাড়ি চালাতে মানসিকভাবে প্রস্তুত আছে এমন নারীদের সংখ্যা আমাদের দেশে দিন দিন বাড়ছে।  ইংরেজিতে একটি অনুবাদ আছে, নেসেসিটি নোস নো ল। প্রয়োজনীয়তা কোন আইন মানে না। জীবন-জীবিকার তাগিদে কিছু নারীরাও আজ গাড়ি চালানো শিখছে।

Scooty (Skuti) driving Training school or center for ladies in Dhaka

 

মহিলাদের জন্য স্কুটি/স্কুটার ড্রাইভিং ট্রেনিং স্কুল বা কেন্দ্র, মিরপুর, ঢাকা

 

 নারী চালক হোক বা পুরুষ চালক হোক সবাইকেই সড়ক ব্যবহারের সঠিক নিয়মকানুন এবং ট্রাফিক আইন সম্পর্কে ভাল ধারনা রাখতে হবে তাহলেই আমাদের রাস্তাগুলি হবে নিরাপদ। দুঃখজনক হলেও সত্য অধিকাংশ চালক ট্রাফিক আইন সম্পর্কে কিছুই জানে না।

যদি তাদেরকে কমন কিছু ট্র্যাফিক সাইনও দেখানো হয় তারা সেগুলো সম্পর্কে কিছুই বলতে পারবে না। অথচ শুনে আশ্চর্জ  হবেন যে তাদের রয়েছে বিআরটিএ কর্তৃক প্রদেয় ভেলিড ড্রাইভিং লাইসেন্স। এটা আমার নিজস্ব কোন বক্তব্য নয় এরকম প্রতিবেদন জাতীয় দৈনিক পত্রিকায় বারবার উঠে এসেছে ।

 

 

Scooty Driving Training- Practical Class



স্কুটি ড্রাইভিং প্রশিক্ষণ- ব্যবহারিক ক্লাস

 

স্কুটি ড্রাইভিং টিপস:
কিভাবে গাড়ি চালানো শেখা যায় - অটো গাড়ি বা ম্যানুয়াল গাড়ি চালানোর নিয়ম কি, স্কুটি চালানোর নিয়ম ইত্যাদি নিয়ে অনলাইনে অনেক ভিডিও পাবেন। সত্যি বলতে গাড়ি চালাতে হলে থিওরী ক্লাসের চেয়ে একজন প্রশিক্ষণার্থীর জন্য ব্যবহারিক ক্লাস বা হাতে কলমে শিখাটা অনেক জরুরী। যারা স্কুটি চালানো শিখতে চান তারা যদি বাইসাইকেল চালাতে পারেন তাহলে আপনাদের জন্য স্কুটি বা বাইক চালানো পানির মত সহজ মনে হবে। নিয়মগুলি শিখে নেওয়ার পর কয়েকবার নিজে নিজে চালালেই নিজের মধ্যে আত্মবিশ্বাস চলে আসবে যে, হ্যা আমিও পারি। তাই আমি মনে করি ড্রাইভিং দক্ষতা অর্জনের জন্য ব্যবহারিক ড্রাইভিং প্রশিক্ষণ অত্যন্ত অবশ্যক।

 গাড়ি চালনার জন্য কিছু নিয়মনীতি জানা ও মানার পাশাপাশি ভদ্রতা রক্ষা করা জরুরী।   গাড়ি চালানোর সময় ভদ্রতা দেখাতে কোন পয়সা খরচ হয় না বরং এতে আপনার নিজের এবং অপরের নিরাপত্তা নিশ্চিত হয়। রাস্তায় গাড়ি চালানোর সময় অন্যান্য চালক ও পথচারীদেও প্রতি সৌজন্যতা ও সহানুভূতি প্রকাশ করলে সড়ক দূর্ঘটনা অনেকাংশেই কমে যায় ।

Scooty (Skuti) driving Training school or center for ladies -Theory Class


স্কুটি ড্রাইভিং প্রশিক্ষণ - থিওরি ক্লাস

 

স্কুটি ড্রাইভিং প্রশিক্ষণ - থিওরি ক্লাস

বেপরোয়া হয়ে অনেক চালক আশেপাশের যানবাহনের প্রতি খেয়াল না রেখে গাড়ি চালানোর কারনে দূর্ঘটার কবলে পড়ে।

বাংলাদেশের প্রেক্ষাপটে স্কুটি বা বাইক চালিয়ে বিভিন্ন রাইড শেয়ারিং কোম্পানিতে নিবন্ধন করে অনেক বেকার যুবক নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করে জীবিকা নির্বাহের পাশাপাশি দেশের বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে। 

মেয়েদের জন্য রয়েছে মহিলা ট্রেইনার বা প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা। কার, স্কুটি বা বাইক চালনা শিক্ষার জন্য পাথওয়ের রয়েছে স্বল্প ও দীর্ঘমেয়াদী বিশেষ প্রশিক্ষণ প্রশিক্ষণ কোর্স।

আপনি যদি আমার কাছের মহিলা ড্রাইভিং স্কুল গুগলে সার্চ করেন, আশা করি, আপনি পাথওয়ে কে পাবেন। 

 

পাথওয়ে গাড়ি চালানো শেখার জন্য ঢাকার অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ঢাকায় পাথওয়ের ড্রাইভিং ট্রেনিং স্কুল, গাড়ি চালানো প্রশিক্ষণ কেন্দ্র বা  সেন্টার হিসেবে খ্যাতির দিক থেকে এখন শীর্ষে। আমাদের মূল লক্ষ্য দক্ষ চালক তৈরি করা, সড়ক দুর্ঘটনা রোধ করা এবং বাংলাদেশের বেকার সমস্যা দূর করা। 

 

আমাদের মূল লক্ষ্য দক্ষ চালক তৈরি করা এবং সড়ক দুর্ঘটনা রোধ করা। বাইক বা স্কুটি প্রশিক্ষণ- আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে, আমরা পুরুষদের মোটরবাইকের পাশাপাশি মহিলাদের স্কুটারে প্রশিক্ষণ দিই। রাজধানী ঢাকার যানজট নিত্যদিনের চিত্র এবং এই যানজট থেকে রেহাই পেতে কর্মজীবী নারী, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় বাহন হিসেবে পরিচিত। অনেক মহিলার স্কুটার চালানোর ইচ্ছা থাকা সত্ত্বেও, তারা একটি ভাল প্রতিষ্ঠান খুঁজে পায় না যেখানে তারা শিখতে পারে।

 

পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল ব্যবহারিক ক্লাসের পাশাপাশি অত্যন্ত মনোরম পরিবেশে থিওরি ক্লাসের ব্যবস্থা করে।


 Driving Training Certificate provided by Pathway Driving Training School


 পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল দ্বারা প্রদত্ত ড্রাইভিং প্রশিক্ষণ শংসাপত্র


অনেক মহিলার স্কুটার চালানোর ইচ্ছা থাকা সত্ত্বেও, তারা একটি ভাল প্রতিষ্ঠান খুঁজে পায়না যেখানে তারা গাড়ি চালানো শিখতে পারে।

পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল ব্যবহারিক ক্লাসের পাশাপাশি অত্যন্ত মনোরম পরিবেশে থিওরি ক্লাসের ব্যবস্থা করে। পাথওয়ে প্রশিক্ষণার্থীর জন্য একটি ড্রাইভিং প্রশিক্ষণ বই প্রকাশ করেছে। আপনি মোটর ড্রাইভিং ট্রেনিং গাইড হ্যান্ডবুক বাংলা pdf ডাউনলোড করতে পারেন।

পাথওয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক একটি নিবন্ধিত এবং অনুমোদিত ড্রাইভিং ট্রেনিং স্কুল। এমনকি পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং সেন্টার বা স্কুল অটো এবং ম্যানুয়াল কার, বাইক, বা স্কুটি ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স অফার করে খুব কম ফি নিয়ে।

 এই ব্লগটি ইংরেজিতে পড়তে ক্লিক করুন 

 

Contact for details:

পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল

Pathway Driving Training School

Office Address:

48/3, BRTC Staff Quarter Market,
Senpara Parbata, Kafrul,
Mirpur-10, Dhaka-1216, Bangladesh
Phone: +8802-58050955
Mobile: +88 01321 232982 (WhatsApp)
E-mail:  এই ইমেইল ঠিকানাটি spambots থেকে রক্ষা করা হচ্ছে। এটি দেখতে হলে আপনার জাভা স্ক্রিপ্ট সক্রিয় থাকতে হবে।

 

পাথওয়ে সম্পর্কিত

পাথওয়ে বাংলাদেশের অন্যতম সেরা দাতব্য, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংস্থা। এর প্রধান কার্যালয় ঢাকার মিরপুরে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে সর্বদাই পথচলা। প্রধানত পাথওয়ে বাংলাদেশে শিশু, নারী এবং তৃতীয় লিঙ্গ উন্নয়নে নিবেদিত একটি মানবিক সংস্থা। পাথওয়ে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো বাংলাদেশ কর্তৃক অনুমোদিত এবং তালিকাভুক্ত। রেজিস্ট্রেশন নম্বর: 0778

অফিস সময় তালিকা

শনিবার     ১০ টা হইতে ৬ টা
রবিবার     ১০ টা হইতে ৬ টা
সোমবার     ১০ টা হইতে ৬ টা
মঙ্গলবার     ১০ টা হইতে ৬ টা
বুধবার     ১০ টা হইতে ৬ টা
বৃহস্পতিবার     ১০ টা হইতে ৬ টা
শুক্রবার     বন্ধ

ছুটির তালিকা

অফিসের ঠিকানা

বাড়ি ০২, রাস্তা ০৬, সেনপাড়া পর্বতা, কাফরুল,
মিরপুর, ঢাকা -১২১৬, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৫৮০৫৩৭৪৩
মোবাইলঃ +৮৮ ০১৩২১ ২৩২৯৮২
ই-মেইলঃ info@pathwaybd.org
ওয়েব: www.pathwaybd.org
ওয়েব: www.ajkerprosongo.com

নিচে উল্লেখিত লিংকে আমাদেরকে অনুস্মরণ করুন

Search