পাথওয়ে

নিউজ & ইভেন্টস

পুনর্বাসন কর্মসূচী

পাথওয়ে দুই প্রকারের পূনর্বাসন কার্যক্রম পরিচালনা করিয়া থাকে। প্রথমত: আপদকালীন সময়ে পূনর্বাসন কর্মসূচী যেমন: বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। বন্যা, টর্ণেডো, জলোচ্ছাস সহ বিভিন্ন ধরনের প্রাকৃতি দুর্যোগ প্রায় প্রতি বছরই এখানে দেখা দেয়। এতে লক্ষ লক্ষ মানুষ তাদের সহায়-সম্পদ হারিয়ে নি:শ্ব হয়ে পরে। তাদের সেই নি:শ্ব অবস্থা হতে মাথা উচু করে বাচাঁর নতুন প্রেরণ নিয়ে হাজির হয় পাথওয়ে। তাদেরকে ঘর-বাড়ি তৈরী করা থেকে শুরু করে গৃহপালিত পশু প্রদান করা এবং সহজ শর্তে ঋণ কিংবা অনুদানের মাধ্যমে তাদের মধ্যে নতুন আশার সঞ্চায় করে বেসরকারী উন্নয়ণ সংস্থা পাথওয়ে। আর এভাবেই আজ দেশব্যাপী পাথওয়ে অসহায় ও দরিদ্র মানুষের আমার প্রতিক হয়ে দাড়িয়েছে। দ্বিতীয়ত মাদকাসক্ত ব্যক্তিদের মাদকের ছোবল হতে রক্ষা করতে তাদেরকে চিকিৎসা দিয়ে, পরামর্শ দিয়ে এই মরণ নেশা হতে তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবেন ফিরিয়ে নিয়ে আসে পাথওয়ে। একটি পরিবার ধ্বংসের জন্য ঐ পরিবারে একজন মাদকাসক্তই যথেষ্ট। তাই এই ধ্বংসাক্তক নেশা হতে তাদেরকে ফিরে আনতে পাথওয়ে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

পাথওয়ে সম্পর্কিত

পাথওয়ে বাংলাদেশের অন্যতম সেরা দাতব্য, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংস্থা। এর প্রধান কার্যালয় ঢাকার মিরপুরে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে সর্বদাই পথচলা। প্রধানত পাথওয়ে বাংলাদেশে শিশু, নারী এবং তৃতীয় লিঙ্গ উন্নয়নে নিবেদিত একটি মানবিক সংস্থা। পাথওয়ে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো বাংলাদেশ কর্তৃক অনুমোদিত এবং তালিকাভুক্ত। রেজিস্ট্রেশন নম্বর: 0778

অফিস সময় তালিকা

শনিবার     ১০ টা হইতে ৬ টা
রবিবার     ১০ টা হইতে ৬ টা
সোমবার     ১০ টা হইতে ৬ টা
মঙ্গলবার     ১০ টা হইতে ৬ টা
বুধবার     ১০ টা হইতে ৬ টা
বৃহস্পতিবার     ১০ টা হইতে ৬ টা
শুক্রবার     বন্ধ

ছুটির তালিকা

অফিসের ঠিকানা

বাড়ি ০২, রাস্তা ০৬, সেনপাড়া পর্বতা, কাফরুল,
মিরপুর, ঢাকা -১২১৬, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৫৮০৫৩৭৪৩
মোবাইলঃ +৮৮ ০১৩২১ ২৩২৯৮২
ই-মেইলঃ info@pathwaybd.org
ওয়েব: www.pathwaybd.org
ওয়েব: www.ajkerprosongo.com

নিচে উল্লেখিত লিংকে আমাদেরকে অনুস্মরণ করুন

Search