পাথওয়ে দুই প্রকারের পূনর্বাসন কার্যক্রম পরিচালনা করিয়া থাকে। প্রথমত: আপদকালীন সময়ে পূনর্বাসন কর্মসূচী যেমন: বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। বন্যা, টর্ণেডো, জলোচ্ছাস সহ বিভিন্ন ধরনের প্রাকৃতি দুর্যোগ প্রায় প্রতি বছরই এখানে দেখা দেয়। এতে লক্ষ লক্ষ মানুষ তাদের সহায়-সম্পদ হারিয়ে নি:শ্ব হয়ে পরে। তাদের সেই নি:শ্ব অবস্থা হতে মাথা উচু করে বাচাঁর নতুন প্রেরণ নিয়ে হাজির হয় পাথওয়ে। তাদেরকে ঘর-বাড়ি তৈরী করা থেকে শুরু করে গৃহপালিত পশু প্রদান করা এবং সহজ শর্তে ঋণ কিংবা অনুদানের মাধ্যমে তাদের মধ্যে নতুন আশার সঞ্চায় করে বেসরকারী উন্নয়ণ সংস্থা পাথওয়ে। আর এভাবেই আজ দেশব্যাপী পাথওয়ে অসহায় ও দরিদ্র মানুষের আমার প্রতিক হয়ে দাড়িয়েছে। দ্বিতীয়ত মাদকাসক্ত ব্যক্তিদের মাদকের ছোবল হতে রক্ষা করতে তাদেরকে চিকিৎসা দিয়ে, পরামর্শ দিয়ে এই মরণ নেশা হতে তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবেন ফিরিয়ে নিয়ে আসে পাথওয়ে। একটি পরিবার ধ্বংসের জন্য ঐ পরিবারে একজন মাদকাসক্তই যথেষ্ট। তাই এই ধ্বংসাক্তক নেশা হতে তাদেরকে ফিরে আনতে পাথওয়ে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।