ভিজিডি কর্মসূচি সরকারের সর্বৃবহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি, যা শুধুমাত্র গ্রামের অতি-দরিদ্র পরিবারের মহিলা সদস্যদের (Ultra Poor Households) জীবনমান উন্নয়নের জন্য পরিচালিত
কার্যক্রম, বর্তমান চক্রে সমগ্র দেশব্যাপী ১০,০০,০০০ জন মহিলা ভিডিজি প্রকল্প হতে প্রতিমাসে খাদ্য সহায়তার পাচ্ছে। পাশাপাশি ২০ ফেব্রুয়ারী ২০১৭ হতে ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত উন্নয়ন প্যাকেজ সেবাসমূহ (যেমন জীবন দক্ষতা, আয় বর্ধক মূলক প্রশিক্ষণ, সঞ্চয় ও ঋনের সুযোগ সৃষ্টি) পাবেন। এই কর্মসূচির মাধ্যমে উপকারভোগী মহিলাদের জীবনমান উন্নয়ন করার লক্ষ্যে জাতীয় উন্নয়নের মূল-স্রোতধারায় অন্তর্ভুক্ত করা হবে।