পাথওয়ে দেশের অন্যতম একটি অগ্রসরমান বেসরকারী উন্নয়ন সংস্থা। দেশব্যাপী পাথওয়ে এর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। আমরা সমাজের তৃনমূল পর্যায়ের অসহায় দরিদ্র মানুষের সেবায় বিভিন্ন প্রশিক্ষণমূলক কাজ করে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য দেশের পিছিয়ে অসহায়/দরিদ্র, সুবিধাবঞ্চিত কর্মজীবী মহিলা এবং তৃতীয় লিঙ্গ ও বেদে সম্প্রদায়কে প্রশিক্ষণ প্রদান করে তাদের ভাগ্য উন্নয়নে সহায়তা করা। পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল পাথওয়ে এর একটি সহযোগী অঙ্গ প্রতিষ্ঠান। যেহেতু পাথওয়ে একটি বেসরকারী উন্নয়ন সংস্থা তাই আমাদের মূল লক্ষ্য মুনাফা অর্জন নয় বরং মানবকল্যাণের জন্য কাজ করা। তাই অন্যান্য ড্রাইভিং ট্রেনিং স্কুলের তুলনায় অত্যান্ত কম কোর্স ফি গ্রহন করে পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল প্রশিক্ষণ প্রদান করছে। যারা নামমাত্র কোর্স ফি দিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলে নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে তুলতে চান, তাদেরকে পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল হতে হাতে কলমে প্রশিক্ষন গ্রহণ করার জন্য আহব্বান করছি। এছাড়াও আমরা সমাজের অসহায় ও দরিদ্রদের বিনামূল্যে ড্রাইভিং ট্রেনিং প্রদানের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সের ফি’ও প্রদান করছি।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সকলদেশে সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে। এটি যেন আজ একটি মহামারি আকার ধারণ করেছে। এই সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে দক্ষ চালক, ত্রুটিমুক্ত যানবাহন, যাত্রী-পথচারী এবং সংশ্লিষ্ট সকলকে সড়ক ব্যবহারের সঠিক নিয়মাবলী সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। যে কোন চালককে মোটর গাড়ী চালাতে হলে তাকে অবশ্যই সঠিক নিয়মে ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
পাশাপাশি একজন চালককে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। এই ড্রাইভিং লাইসেন্স প্রদান করে থাকে ‘বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’ (বিআরটিএ)। ড্রাইভিং লাইসেন্স পেতে হলে বর্তমানে বিআরটিএ -এর সকল অফিসে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তাই এই বিষয়গুলো এই বইটিতে আলোকপাত করা হয়েছে এছাড়াও একটি গাড়ী চলানোর নিয়ম/পদ্ধতি, ট্রাফিক আইন, রেজিষ্ট্রেশন সার্টিফিকেট, ফিট্নেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, রুট পারমিট এবং ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পদ্ধতি ইত্যাদি বিষয়ে এই বইটিতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংযোজন করা হয়েছে।
জনাব, ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান বইটি লিখে আমাদের দেশে বিশেষ করে যারা ড্রাইভিং ট্রেনিং বা প্রশিক্ষণ নিবেন তাদের ক্ষেত্রে যথেষ্ট উপকার করেছেন। এ বইটি পড়ে বিশেষ করে মোটরযান ড্রাইভিং ট্রেনিং এবং সড়ক দুর্ঘটনা রোধে চালকসহ সমাজের সকল শ্রেণীর মানুষ বিশেষভাবে উপকৃত হবেন বলে উনি আশা করেন।
এবং বলেন, আশা করি আমার লেখা বইখানা ড্রাইভিং প্রশিক্ষন ও সড়ক দুর্ঘটনা রোধে করণীয় এবং ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য সংশ্লিষ্ট সকল পরীক্ষায় পাশ করতে সহায়তা করবে বলে আশাবাদী।
লেখক: মোঃ মিজানুর রহমান
বইয়ের মূল্য: ২২০ (দুইশত বিশ) টাকা মাত্র
|
ড্রাইভিং শিক্ষা বই pdf download
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার বই
ড্রাইভিং লাইসেন্স এর বই pdf
ট্রাফিক সংকেত
ড্রাইভিং পরীক্ষার নমুনা প্রশ্নোত্তর
গাড়ি সম্পর্কে বই
গাড়ি চালানোর প্রশিক্ষণ
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন
গাড়ি ড্রাইভিং বই
ড্রাইভিং শিক্ষা বই
মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রস্তুতি
ড্রাইভিং প্রশিক্ষণ বই
ড্রাইভিং পরীক্ষার নমুনা প্রশ্নোত্তর
বিআরটিএ সপয় প্রশ্ন
মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন
মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স বই
গাড়ি চালানোর প্রশিক্ষণ
ড্রাইভিং শিক্ষা বই
বেপরোয়া ও বিপজ্জনকভাবে গাড়ি চালানোর শাস্তি কি
অপেশাদার ড্রাইভিং লাইসেন্স কাকে বলে
গাড়ি ওভারটেক করার নিয়ম
গোল চক্করে গাড়ি চালানোর নিয়ম
..........
Useful links:
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর PDF
BRTA লিখিত পরীক্ষার সম্ভাব্য ১৩১ টি প্রশ্ন ও সমাধান | 131 sample Question and Answer for BRTA Driving License Written Exam
How the Pathway Driving Training Center imparts auto car and manual car training
অনলাইনে বিআরটিএ স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স এর আবেদন ও প্রাপ্তির প্রক্রিয়া
Read and Download the Book
Contact:
Pathway Driving Training School
48/3, BRTC Staff Quarter Market,
Senpara Parbata, Kafrul,
Mirpur-10, Dhaka-1216, Bangladesh
Phone: +8802-58050955
Mobile: +88 01321 232982 (Whats'App)
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.