PATHWAY

News & Events

বিআরটিএ  ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষার এমসিকিউ পরীক্ষার প্রশ্ন ও উত্তর |  BRTA Driving License Written exam MCQ Questions and answers

বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষার এমসিকিউ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | BRTA Driving License Written exam MCQ Questions and answers

নিম্নে উল্লেখিত গুরুত্বপূর্ণ  প্রশ্ন ও উত্তর শুধু ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষায় না ড্রাইভার নিয়োগের পাশাপাশি বিভিন্ন  ইন্টারভিউ এ কাজে লাগবে  ।
বিআরটিএ  ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষার এমসিকিউ পরীক্ষার সম্ভাব্য প্রশ্নপত্র ও উত্তর। এখানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কিছু ট্রাফিক সাইন সম্পর্কে ধারনা পাবেন আপনারা যা জানা জরুরী |  BRTA road traffic signs । BRTA Driving License Written exam MCQ Questions and answers




১) প্রশ্ন: কুলিং ফ্যানের কাজ কী ?

উত্তরঃ
√ ক। রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা        
    খ। ইঞ্জিন অয়েলকে ঠান্ডা করা
    গ। ব্রেক অয়েলকে ঠান্ডা করা      
    ঘ। ব্যাটারীকে ঠান্ডা করা


২) প্রশ্ন: টেম্পারেচার মিটারে ইঞ্জিনের কী নির্দেশ করে ?

উত্তরঃ
√ ক। ইঞ্জিনের কার্যকারী তাপমাত্রা  
    খ। গিয়ার বক্সের কার্যকারী তাপমাত্রা
    গ। রেডিয়েটরের কর্যকারী তাপমাত্রা        
    ঘ। গাড়ির কার্যকারী তাপমাত্রা


৩) প্রশ্ন: গাড়ি স্টার্ট না হওয়ার কারণ কী ?

উত্তরঃ  
    ক। গাড়িতে ব্রেক ওয়েল না থাকলে
    খ। গিয়ার ওয়েল না থাকলে
√ গ। প্রয়োজনীয় জ্বালানী না থাকলে 
    ঘ। ক্ল্যাস ওয়েল না থাকলে

৪) প্রশ্ন: ব্রেক মাস্টার সিলিন্ডারে ব্রেক ওয়েলে লেভেল কম থাকলে কী হতে পারে ?

উত্তরঃ  
√ ক। ব্রেক ফেল           
  খ। ইঞ্জিন ওভারহিট
  গ। কালো ধোয়া
  ঘ। বিকট আওয়াজ


৫) প্রশ্ন:  ক্লাচের কাজ কি?

উত্তরঃ
  ক) গাড়ির গতি কম ও বেশী করা
  খ) ইঞ্জিন এবং গিয়ার বক্সের সংযোগ করা ও বিচ্ছিন্ন করা
  গ) গাড়িকে নিউট্রাল করা          
√ ঘ) উপরের সবগুলি

 

৬) প্রশ্ন: ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণ কি?

উত্তরঃ  
  ক) কুলিং ফ্যান কাজ না করলে
  খ) রেডিয়টরে পানি ও মবিল না থাকলে বা কম থাকলে
√ গ) উপরের সবগুলি



Brta driving license written test Questions and Answers


৭) প্রশ্ন: এয়ার ক্লিনারের কাজ-

উত্তরঃ
  ক) ইঞ্জিনকে ঠান্ডা করা           
  খ) বাতাস ও পেট্রোল এর মিশ্রণ তৈরী করা
√ গ) বাতাস পরিষ্কার করা    
  ঘ) ইঞ্জিন চালু করতে সহায়তা করা


৮) প্রশ্ন: টায়ার অতিরিক্ত ক্ষয় হয় কেন ?

উত্তরঃ
  ক) চাকার এলাইনমেন্ট সঠিক না থাকিলে
  খ) চাকার হাওয়া কম বা বেশী থাকিলে
  গ) অতিরিক্ত মালামাল বহন করিলে
√ ঘ) উপরের সবগুলো


৯) প্রশ্ন: মবিলের কাজ কি ?

উত্তরঃ
  ক) ইঞ্জিনের ঘূর্ণয়ামান যন্ত্রাংশকে পিচ্ছিল করা
  খ) ঘূর্ণমান যন্ত্রাংশের ক্ষয়রোধ করে
  গ) ইঞ্জিন আংশিক ঠান্ডা রাখে               
√ ঘ) উপরের সবগুলো


১০) প্রশ্ন: পেট্রোল ইঞ্জিনে প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ থাকে কয়টি ?

উত্তরঃ
√ ক) ১টি        
  খ) ২টি
  গ) ৩টি         
  ঘ) ৪টি


১১) প্রশ্ন: সাইলেন্সারের কাজ কি?

উত্তরঃ
√ ক) শব্দকে নিয়ন্ত্রণ করা           
  খ) ধোঁয়া নির্গমন করা
  গ) বায়ু দূষণমুক্ত করা   
  ঘ) ইঞ্জিনের গরম বাতাস বের করে


১২) প্রশ্ন: ইঞ্জিনের কুলিং সিষ্টেমে কুলিং মিডিয়া হিসেবে সাধারনত কি ব্যবহৃত হয়?

উত্তরঃ  
  ক) তৈল                                    
  খ) গ্যাস
√ গ) পানি                                    
  ঘ) ডিজেল

১৩) প্রশ্ন: গিয়ার স্লিপ করার কারণ কি?

উত্তরঃ  
  ক) গিয়ারের দাঁত ভাঙ্গা থাকিলে   
  খ) ক্লাচ ঠিক মতো কাজ না করলে
  গ) গিয়ার ভালো ভাবে সংযোগ না হলে     
√ ঘ) উপরের সবগুলো


১৪) প্রশ্ন: ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে?

উত্তরঃ  
√ ক) এয়ার লক                    
  খ) ডেপার লক
  গ) অটো লক                      
  ঘ) এন্টি লক

১৫) প্রশ্ন: স্পার্ক প্লাগ কোথায় থাকে?

উত্তরঃ  
  ক) ডিজেল ইঞ্জিনের ব্লকে         
√ খ) পেট্রোল ইঞ্জিন সিলিন্ডার হেডে
  গ) কাবর্রেটরের ভেতরে           
  ঘ) ডিস্ট্রিবিউটরের মধ্যে

১৬) প্রশ্ন: ফুয়েল ও বাতাসকে নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে ইঞ্জিনে সরবরাহ করে-

উত্তরঃ  
  ক) এয়ার ক্লিানার                           
  খ) স্পার্ক প্লাগ
√ গ) কার্বুরেটর            
  ঘ) মিক্সার

 

  BRTA Driving License Written exam MCQ Questions and answers

১৭) প্রশ্ন: রেডিয়েটরের কাজ কি?

উত্তরঃ  
√ ক) পানি ঠান্ডা করা                         
  খ) রেডিও চালনা
  গ) জয়েন্ট পার্টস                  
  ঘ) কোনটি নয়

১৮) প্রশ্ন: চলন্ত অবস্থায় ইঞ্জিন ওভারহিট হয়ে গেলে করণীয় কী?

উত্তরঃ  
  ক) গাড়ি চালিয়ে যেতে হবে
√ খ) সুবধিামতো স্থানে গাড়ি র্পাক করে ইঞ্জিন ঠান্ডা হতে দিতে হবে
  গ) গাড়ি ব্রকে করতে হবে                  
  ঘ) আস্তে আস্তে এগিয়ে যেতে হবে


১৯) প্রশ্ন: ইঞ্জিনের ওয়েলের মেয়াদ শেষ হলে নতুন ওয়েল প্রবেশ করানোর সাথে আর কী পরিবর্তন অবশ্যই আবশ্যক ?

উত্তরঃ  
  ক) এয়ার ফিল্টার                           
√ খ) ইঞ্জিন ওয়েল ফিল্টার
  গ) গিয়ার ওয়েল ফিল্টার          
  ঘ) ফুয়েল ফিল্টার

BRTA road traffic signs Bangladesh driving license exam questions

২০) প্রশ্ন: ইঞ্জিনের মবিল কত কিঃ মিঃ চালানোর পর বদল করা উচিৎ?

উত্তরঃ  
  ক) ২,৫০০ কিঃ মিঃ                         
  খ) ৪,০০০ কিঃ মিঃ                
  গ) ৮,০০০ কিঃ মিঃ
√ ঘ) প্রস্তুতকারক প্রদত্ত ম্যানুয়াল/হ্যান্ডবুক মোতাবেক নির্দিষ্ট মাইল/কিলোমিটার চলার পর


২১) প্রশ্ন: গাড়িতে ব্যবহৃত ব্যাটারিতে ইলেক্ট্রোলাইড এর লেভেল কমে গেলে কী ব্যবহার করতে হবে?

উত্তরঃ
√ ক) নদীর পানি
  খ) মিনারেল ওয়াটার
  গ) ডিসটিল্ড ওয়াটার
  ঘ) সাগরের পানি

২২) প্রশ্ন: হেড লাইট না জ্বললে প্রথমে কী চেক করতে হয় ?

উত্তরঃ  
√ ক) নির্ধারিত ফিউজ                         
  খ) নির্ধারিত লাইন
  গ) ইঞ্জিন ওয়েল                   
  ঘ) সুইচ

২৩) প্রশ্ন: টায়ার বাষ্ট হলে গাড়ি নিয়ন্ত্রণ রাখার জন্য কি করতে হবে?

উত্তরঃ  
  ক) তাৎক্ষনিকভাবে ব্রেক প্রয়োগ করুন
√ খ) এক্সিলেটর থেকে পা সরিয়ে নিয়ে গাড়ি থামা র্পযন্ত স্টিয়ারিং ধরে রাখা
  গ) গিয়ার নিরপেক্ষ অবস্থানে রাখুন
  ঘ) গাড়ি এক র্পাশ্বে সরিয়ে নেওয়ার চেষ্টা করুন


২৪) প্রশ্ন: লুব ওয়েল কোথায় দিতে হয়?

উত্তরঃ  
√ ক) হেড কভারে
  খ) ব্যাক কভারে
  গ) জয়েন্ট পার্টস
  ঘ) ফুয়েল গেজে

২৫) প্রশ্ন: ডিসটিল্ড ওয়াটার কোথায় ঢালতে হয়?

উত্তরঃ
  ক) কার্বরেটরে           
  খ) রেডিয়েটরে
√ গ) ব্যাটারিতে
  ঘ) এয়ার ক্লিনারে

 

২৬) প্রশ্ন: বাধ্যতামূলক না বোধক চিহ্ন থাকে?

উত্তরঃ  
√ ক) লাল বৃত্তে                     
  খ) নীল ত্রিভুজে
  গ) চতুর্ভূজের মধ্যে                
  ঘ) নীল বৃত্তে

২৭) প্রশ্ন: রাস্তায় আলোক সংকেত যেভাবে আসে তা হলো?

উত্তরঃ  
  ক) হলুদ-সবুজ-লাল
  খ) লাল-হলুদ-সবুজ
√ গ) লাল-সবুজ-হলুদ
  ঘ) সবুজ-লাল-হলুদ

২৮) প্রশ্ন: লাল বৃত্ত বিশিষ্ট সড়ক সংকেতের ভেতর ৫০ কিঃ মিঃ লেখা থাকিলে বুঝায়?

উত্তরঃ  
  ক) সর্বনিম্ন গতি সীমা ৫০ কিঃ মিঃ
√ খ) সর্বোচ্চ গতি সীমা ৫০ কিঃ মিঃ
  গ) রাস্তা ৫০ কিঃ মিঃ লম্বা
  ঘ) রাস্তা ৫০ কিঃ মিঃ দূরে বাঁক

২৯) প্রশ্ন: রোড সাইনকে কোন তিন ভাগে ভাগ করা হয়?

উত্তরঃ  
  ক) লাল, হলুদ, সবুজ              
  খ) রোড মার্কিং, সিগন্যাল এবং ট্রাফিক সাইন                   
  গ) সতর্কতামূলক, বাধ্যতামূলক, রোড মার্কিং
√ ঘ) সতর্কতামূলক, বাধ্যতামূলক এবং তথ্যমূলক

Driving license exam questions pdf bangla 

Driving School in Bangladesh

৩০) প্রশ্ন: অরক্ষিত লেভেল ক্রসিং এ চালকের দ্বায়িত্ব কি?

উত্তরঃ  
  ক) ধীর গতিতে গাড়ী চালাবে
  খ) প্রতিবন্ধক না থাকলে অগ্রসর হবে
  গ) ট্রেন আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে
√ ঘ) গাড়ি থামিয়ে ডানে বামে দেখে নিরাপদ মনে হলে অতিক্রম করবে

৩১) রাস্তার মাঝখানে অখন্ডিত একটি সাদা দাগ থাকিলে কি করণীয়?

উত্তরঃ
√ ক) ওভারটেক করা যাবে
  খ) ওভারটেক করা যাবে না
  গ) গাড়ির গতি কমাতে হবে       
  ঘ) গাড়ির গতি বাড়াতে হবে

 

৩২) প্রশ্ন: brta road traffic signs-no cycle  এই চিহ্নটি দ্বারা কি বুঝায়?

 

উত্তরঃ  
  ক) শুধুমাত্র সাইকেল চলাচলের জন্য        
√ খ) সাইকেল চলাচল নিষেধ
  গ) মোটরসাইকেল চলাচল নিষেধ
  ঘ) শুধুমাত্র মোটরসাইকেল চলাচলের জন্য।

৩৩) প্রশ্ন: ফোর হুইল ড্রাইভ কোথায় প্রয়োগ করতে হয়?

উত্তরঃ
  ক) ভালো রাস্তায়                            
√ খ) পিচ্ছিল, কর্দমাক্ত রাস্তায়
  গ) আঁকা বাঁকা রাস্তায়              
  ঘ) নিচু রাস্তায়

৩৪) প্রশ্ন: লেভল ক্রসিং বা রেলক্রসিং কত প্রকার?

উত্তরঃ  
  ক) ৩ প্রকার
  খ) ৪ প্রকার
  গ) ৫ প্রকার
√ ঘ) ২ প্রকার

 

৩৫) প্রশ্ন: brta road traffic signs: no motor cycle traffic signs  এই চিহ্নটি দ্বারা কি বুঝায়?

 

উত্তরঃ  
  ক) মোটরকার চলাচলের জন্য
√ খ) মোটরযান চলাচল নিষেধ
  গ) মোটরসাইকেল চলাচল নিষেধ
  ঘ) পিকআপ চলাচলের জন্য

 

 

 

৩৬) প্রশ্ন:  brta road traffic signs: overtaking forbidden sign এই চিহ্নটি দ্বারা কি বুঝায়?

 

উত্তরঃ
√ ক) ওভারটেকিং নিষেধ  
  খ) ওভারটেকিং করা যাবে
  গ) গাড়ি থামাতে হবে

 

৩৭) প্রশ্ন:  brta road traffic sign: No parking forbidden sign এই চিহ্নটি দ্বারা কি বুঝায়?

 

উত্তরঃ
√ ক) পার্কিং নিষেধ                  
  খ) পার্কিং করা যাবে
  গ) পথচারী চলাচল নিষেধ

 

৩৮) প্রশ্ন:   BRTA road traffic signs Bangladesh driving license exam questions   এই চিহ্নটি দ্বারা কি বুঝায়?

 

উত্তরঃ
√ ক) থামানো নিষেধ      
  খ) থামাতে হবে
  গ) ওভার টেকিং নিষেধ

 

৩৯) প্রশ্ন:  BRTA road traffic signs Bangladesh driving license exam questions  এই চিহ্নটি দ্বারা কি বুঝায়?

 

উত্তরঃ
√ ক) পথচারী চলাচল নিষেধ        
  খ) পথচারী চলাচল করা যাবে
  গ) কোনটি নয়

 

৪০) প্রশ্ন:   BRTA road traffic signs Bangladesh driving license exam questions   এই চিহ্নটি দ্বারা কি বুঝায়?

 

উত্তরঃ
√ ক) পথচারী পারাপার    
  খ) পথচারী চলাচল নিষেধ
  গ) উভয়টি

 

৪১) প্রশ্ন:   BRTA road traffic signs Bangladesh driving license exam questions   এই চিহ্নটি দ্বারা কি বুঝায়?

 

উত্তরঃ
√ ক) সড়কে পথচারী                
  খ) পথচারী চলাচল নিষেধ
  গ) শিশু-কিশোর

 

৪২) প্রশ্ন:   BRTA road Children crossing traffic sign Bangladesh driving license exam questions   এই চিহ্নটি দ্বারা কি বুঝায়?

 

উত্তরঃ
√ ক) শিশু-কিশোর
  খ) সামনে পশু চলাচল করে     
  গ) সামনে রাস্তা বন্ধ

 

৪৩) প্রশ্ন:    brta road no-entry traffic signs এই চিহ্নটি দ্বারা কি বুঝায়?

 

উত্তরঃ
√ ক) প্রবেশ নিষেধ        
  খ) সব ধরনের গাড়ি চলাচল নিষেধ
  গ) ওভার টেকিং নিষেধ

 

 

৪৪) প্রশ্ন:   BRTA road traffic signs Bangladesh driving license exam questions  floor unevennesses sign   এই চিহ্নটি দ্বারা কি বুঝায়?

 

উত্তরঃ  
√ ক) অসমতল/ ত্রুটিপূর্ণ সড়ক               
  খ) সামনে সমতল সড়ক
  গ) সামনে পিছিল সড়ক

 

৪৫) প্রশ্ন:  BRTA Speed Breaker  Road Traffic Sign   এই চিহ্নটি দ্বারা কি বুঝায়?

 

উত্তরঃ
√ ক) সামনে গতিরোধক   
  খ) গতি বাড়াতে হবে
  গ) সামনে সমতল সড়ক




পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল (PATHWAY - Driving Training School in Dhaka)

পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল (PATHWAY - Driving Training School in Dhaka)




৪৬) প্রশ্ন: মোটরসাইকেলের সর্বোচ্চ গতি বেগ কত?

উত্তরঃ
  ক) ৪০ মাইল/ঘন্টা                         
√ খ) ৭০ মাইল/ঘন্টা
  গ) ৫০ মাইল/ঘন্টা                
  ঘ) ১১ মাইল/ঘন্টা

৪৭) প্রশ্ন: গোল চক্করে গাড়ি চালানোর নিয়ম-

উত্তরঃ
  ক) সুযোগ মত বের হয়ে যান     
√ খ) ডানদিক থেকে আগত গাড়িকে প্রাধান্য দিন
  গ) বাম দিকের গাড়ির আরো যেতে দিন    
  ঘ) যে দিকে মোড় ঘুরাবেন সেদিকে সিগন্যাল দিন


৪৮) প্রশ্ন: নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন?

উত্তরঃ
√ ক) তথ্যমূলক সাইন               
  খ) বাধ্যতামূলক সাইন
  গ) সতর্কতামূলক সাইন  
  ঘ) উপরের সবগুলি

৪৯) প্রশ্ন: ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার?

উত্তরঃ
√ ক) ৩ প্রকার
  খ) ৪ প্রকার
  গ) ৫ প্রকার
  ঘ) ২ প্রকার

৫০) প্রশ্ন: সবুজ আয়তক্ষেত্রে ট্রাফিক সাইন ফলক কোনটি?

উত্তরঃ
  ক) রাস্তার দিক/দূরুত্বের তথ্য প্রদান করে  
√ খ) সাধারণ তথ্য প্রদান করে
  গ) বাধ্যতামূলক তথ্য প্রদান করা     
  ঘ) সতর্কতামূলক তথ্য প্রদান করে

৫১) প্রশ্ন: গাড়ি চালানো অবস্থায় ট্রাফিক সিগন্যালে হলুদ বাতি জ্বলতে দেখলে-

উত্তরঃ
  ক) দ্রুত গাতিতে গাড়ি চালিয়ে যেতে হবে 
√ খ) থামার জন্য প্রস্তুতি নিতে হবে
  গ) গাড়ির ষ্টার্ট বন্ধ করতে দিতে হবে         
  ঘ) আস্তে আস্তে এগিয়ে যেতে হবে

৫২) প্রশ্ন: ড্রাইভিং লাইসেন্সের ধরন-

উত্তরঃ  
  ক) পেশাদার                      
  খ) অপেশাদার
√ গ) পেশাদার এবং অপেশাদার
  ঘ) কোনটি নয়

৫৩) প্রশ্ন: অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত?

উত্তরঃ
  ক) ২৪ বছর
  খ) ২৫ বছর
  গ) ২০ বছর             
√ ঘ) ১৮ বছর

 

৫৪) প্রশ্ন: কোন জায়গায় অবশ্যই হর্ণ বাজাতে হবে ?

উত্তরঃ
  ক) গোল চক্করে          
√ খ) অন্ধ বাঁকে
  গ) ইউ টার্নের নিকট     
  ঘ) হাসপাতাল

৫৫) প্রশ্ন: ঘন কুয়াশার মধ্যে রাস্তায় গাড়ি চালাইতে হেড লাইট জ্বালাইতে হয় কেন ?

উত্তরঃ  
  ক) রাস্তা দেখিবার জন্য
√ খ) গাড়ির অবস্থান বুঝানোর জন্য
  গ) ডানে মোড় নিবার জন্য         
  ঘ) ওভারটেক করার জন্য

৫৬) প্রশ্ন: বাজার এলাকায় অতিক্রমের সময়ে গাড়ির গতিবেগ কত থাকা উচিৎ ?

উত্তরঃ  
  ক) ৫০ কিঃ মিঃ/ঘন্টা
  খ) ১৫ কিঃ মিঃ/ঘন্টা
  গ) ৪৫ কিঃ মিঃ/ঘন্টা    
√ ঘ) ট্রাফিক সাইনে নির্দেশিত গতিসীমা

৫৭) প্রশ্ন: মোটর গাড়ির কাগজপত্র সর্বদা কে চেক করতে পারেন ?

উত্তরঃ
  ক) ট্রাফিক পুলিশ, পুলিশ সার্জেন্ট, আনসার ও সেনাবাহিনীর সদস্য
  খ) পুলিশ সার্জেন্ট, আনসার ও বিআরটিএ’র কমকর্তা
√ গ) পোষাক পরিহিত সর্বনিম্ন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার, বিআরটিএ’র কর্মকর্তা, মোবাইল কোর্ট
  ঘ) মোবাইল কোর্ট, ট্রাফিক পুলিশ ও সেনাবাহিনীর সদস্য

৫৮) প্রশ্ন: যেখানে ওভারটেকিং নিষেধ সেখানে ওভারটেকিং করলে কত টাকা জরিমানা ?

উত্তরঃ
√ ক) ১০০ টাকা পর্যন্ত
  খ) ২০০ টাকা পর্যন্ত
  গ) ৩০০ টাকা পর্যন্ত     
  ঘ) ৪০০ টাকা পর্যন্ত

৫৯) প্রশ্ন: নিষিদ্ধ হর্ণ কিংবা শব্দ উৎপাদনকারী যন্ত্র লাগালে ও ব্যবহার করলে কত টাকা জরিমানা?    

উত্তরঃ  
√ ক) ১০০ টাকা পর্যন্ত              
  খ) ২০০ টাকা পর্যন্ত
  গ) ৩০০ টাকা পর্যন্ত     
  ঘ) ৪০০ টাকা পর্যন্ত

৬০) প্রশ্ন: অননুমোদিত ওজন অতিক্রম পূর্বক গাড়ি চালনা করলে কত টাকা জরিমানা ?

উত্তরঃ  
  ক) ৫০০ টাকা পর্যন্ত     
√ খ) ১০০০ টাকা পর্যন্ত
  গ) ২০০০ টাকা পর্যন্ত    
  ঘ) ৩০০০ টাকা পর্যন্ত

৬১) প্রশ্ন: প্রকাশ্য সড়কে বা প্রকাশ্য স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কত টাকা জরিমানা ?

উত্তরঃ  
√ ক) ৫০০ টাকা পর্যন্ত    
  খ) ১০০০ টাকা পর্যন্ত
  গ) ২০০০ টাকা পর্যন্ত    
  ঘ) ৩০০০ টাকা পর্যন্ত

৬২) প্রশ্ন: ইনসুরেন্সবিহীন অবস্থায় গাড়ি চালনার শাস্তি কি?

উত্তরঃ
  ক) ২০০ টাকা পর্যন্ত জরিমানা
√ খ) ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা
  গ) ৫০০ টাকা পর্যন্ত জরিমানা     
  ঘ) ১,৫০০ টাকা পর্যন্ত জরিমানা

৬৩) প্রশ্ন: পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনি¤œ বয়স কত?

উত্তরঃ  

  ক) ২৪ বছর
  খ) ২৫ বছর
√ গ) ২০ বছর
  ঘ) ১৮ বছর

৬৪) প্রশ্ন: শুকনা পাকা রাস্তায় ৫০ কিলোমিটার বেগে চললে ব্রেক করলে থামার দূরত্ব-

উত্তরঃ  
√ ক) ২৫ মিটার  
  খ) ৩৫ মিটার
  গ) ৫০ মিটার
  ঘ) ২৫ গজ

 

৬৫) প্রশ্ন: একজন চালক বিরতিহীনভাবে কত ঘন্টা গাড়ি চালাতে পারে?

উত্তরঃ  
√ ক) ০৪ ঘন্টা   
  খ) ১০ ঘন্টা
  গ) ১২ ঘন্টা                       
  ঘ) ৭ ঘন্টা


৬৬) প্রশ্ন: গাড়ি দুর্ঘটনা ঘটলে সর্বপ্রথম দায়িত্ব কি?

উত্তরঃ  
  ক) নিকটস্থ থানায় খবর দেওয়া    
  খ) পালিয়ে যাওয়া        
  গ) দুর্ঘটনা কবলিত গাড়িটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া
√ ঘ) আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা


৬৭) প্রশ্ন: রাস্তায় গাড়ি চালাইবার সময় সাইড মিরর (লুকিং গøাস) প্রতি মিনিটে কত বার দেখা উচিত?

উত্তর:
  ক) ৮ বার               
√ খ) ৬ বার
  গ) ১০ বার
  ঘ) ৩ বার


৬৮) প্রশ্ন: মোটরযান আইনে ক্ষতিকর ধোঁয়া নির্গত গাড়ি চালনার শাস্তি কি ?

উত্তরঃ  
√ ক) ২০০ টাকা পর্যন্ত জরিমানা     
  খ) ৪০০ টাকা পর্যন্ত জরিমানা
  গ) ৩৫০ টাকা পর্যন্ত জরিমানা
  ঘ) ৫০০ টাকা পর্যন্ত জরিমানা


৬৯) প্রশ্ন: রাত্রিকালীন বিপরীত দিক থেকে আগত গাড়ির মুখোমুখি হলে নিজ গাড়ির হেড লাইটের আলো কি করা উচিত?

উত্তরঃ  
√ ক) ডিম করা উচিত
  খ) হাই করা উচিত
  গ) বন্ধ করা উচিত
  ঘ) কোটিই না।



Driving license exam questions pdf Bangla

 



৭০) প্রশ্ন: প্রধান রাস্তায় প্রবেশের সতর্কতা হল -

উত্তরঃ  
  ক) প্রধান রাস্তার গাড়িকে অগ্রাধিকার দিয়ে স্বাভাবিক গতি বজায় রাখা
  খ) ইন্ডিকেটর দিয়ে হর্ন বাজিয়ে নিজেই অগ্রাধিকার দিয়ে স্বাভাবিক গতি বজায় রাখা
√ গ) ইন্ডিকেটর দিয়ে গাড়ির গতি কমিয়ে প্রধান রাস্তার গাড়িকে অগ্রাধিকার প্রদান করা
  ঘ) যে কোন দিক দিয়ে হর্ন বাজিয়ে প্রবেশ করা যেতে পারে


৭১) প্রশ্ন: অপেশাদার ও পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত?

উত্তরঃ  
  ক) ২৪ ও ২৬ বছর               
  খ) ২৫ ও ২৭ বছর
  গ) ২০ ও ২২ বছর
√ ঘ) ১৮ ও ২০ বছর


৭২) প্রশ্ন: মোটরযান আইনে বীমার প্রয়োজনীয়তা কিসের জন্য?

উত্তরঃ
   (ক) প্রথমপক্ষের ঝুকির জন্য
√ (খ) তৃতীয় পক্ষের ঝুকির জন্য
  (গ) স্থানীয় কর্তৃপক্ষের ঝুকির জন্য
  (ঘ) দ্বিতীয় পক্ষের ঝুকির জন্য


৭৩) প্রশ্ন: মোটরযানের বীমা (ইন্সুরেন্স) কোথায় করতে হয় ?

উত্তরঃ  
  (ক) বিআরটিএ অফিসে            
  (খ) সংশ্লিষ্ট ব্যাংকে
  (গ) গাড়ির শো-রুমে
√ (ঘ) সাধারণ বীমা কোম্পানিতে


৭৪) প্রশ্ন: মোটরযানের বীমা (ইন্সুরেন্স) কোন ধরনের বীমার আওতাভুক্ত ?

উত্তরঃ  
√ (ক) সাধারন বীমা       
  (খ) জীবন বীমা
  (গ) মেয়াদী হিসাব বীমা
  (ঘ) তিন কিস্তি বীমা


৭৫) প্রশ্ন: মোটরযানের বীমার প্রয়োজনীয়তা মোটরযান অধ্যাদেশে কোন ধারায় বর্ণিত আছে?

উত্তরঃ  
  (ক) ১০৮ ধারায়
√ (খ) ১০৯ ধারায়
  (গ) ১০৫ ধারায়
  (ঘ) ১০২ ধারায়

 

৭৬) প্রশ্ন: বীমাকৃত গাড়ির ফিটনেস/টোকেন এর মেয়াদ উত্তীর্ন হয়েছে এমতাবাস্থায় দুর্ঘটনায় পতিত হলে বীমাকৃত ব্যক্তি ক্ষতিপূরণ পাবে কিনা ?

উত্তরঃ  
  (ক) হ্যাঁ পাবে যদি বীমার মেয়াদ থাকে
√ (খ) পাবে না


৭৭) প্রশ্ন: কম্প্রিহেনসিভ বীমার ক্ষেত্রে কে ক্ষতিপূরণ পাবে ?

উত্তরঃ  
  (ক) গাড়ি (গাড়ির ক্ষতি পূরণ)     
  (খ) পথচারী
  (গ) ড্রাইভার
√ (ঘ) গাড়ি ও তৃতীয় পক্ষ উভয়ই


৭৮) প্রশ্ন: তৃতীয়পক্ষ বীমার ক্ষেত্রে ক্ষতিপূরন দেয়া হয় না -

উত্তরঃ  
√ (ক) গাড়ির                        
  (খ) আহত ব্যক্তির
  (গ) আহত যাত্রীর        
  (ঘ) আহত পথচারীর


৭৯) প্রশ্ন: মোটরযান আইনে কোন প্রকারের বীমা বাধ্যতামূলক?

উত্তরঃ  
  (ক) প্রথমপক্ষ                     
  (খ) কম্প্রিহেনসিভ
√ (গ) তৃতীয়পক্ষ


৮০) প্রশ্ন: তৃতীয়পক্ষের মধ্যে অর্ন্তভুক্ত হবে কে?
উত্তরঃ  
√ (ক) সরকার
  (খ) গাড়ির মালিক
  (গ) গাড়ি বিক্রেতা


৮১) প্রশ্ন: ক্ষতিপূরণের জন্য দরখাস্ত করতে পারবেন -

উত্তরঃ  
  (ক) যিনি নিজে আহত হয়েছেন বা যার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি
  (খ) দুর্ঘটনার ফলে কোন ব্যক্তি মারা গেলে তার আইনানুগ উত্তরাধিকারী
√ (গ) উভয়ই প্রযোজ্য

 

৮২) প্রশ্ন: ফাষ্ট এইড কি ?

উত্তরঃ  
  (ক) দ্রুত চিকিৎসা                          
  (খ) দুর্ঘটনা চিকিৎসা
  (গ) হাড় জোড়া চিকিৎসা          
√ (ঘ) প্রাথমিক চিকিৎসা


৮৩) প্রশ্ন: ফাষ্ট এইড বাক্সে সাধারনত কি কি থাকে ?

উত্তরঃ
  (ক) অক্সিজেন সিলিন্ডার           
√ (খ) সামান্য কিছু ঔষধ, এন্টিসেপটিক, তুলা, ব্যান্ডেজ
   (গ) ষ্ট্রেচার
   (ঘ) অপারেশনের ইকুইপমেন্ট

৮৪) প্রশ্ন: গাড়ির গিয়ার পরিবর্তনের সময় অবশ্যই

উত্তরঃ  
  ক) ব্রেক পেডেল চাপ দিতে হবে  
√ খ) ক্লাচ পডেলে চাপ দিতে হবে
  গ) এক্সিলেটর পেডেল চাপ দিতে হবে      
  ঘ) গাড়ির গতি কমাতে হবে


Brta driving license written test Questions and Answers

ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র

 BRTA Driving license smart card check online Bangladesh

Thanks for reading our blog post. 

Pathway Driving Training School 

48/3, BRTC Staff Quater Market,
Senpara Parbata, Kafrul,
Mirpur-13, Dhaka-1216, Bangladesh
Phone: +88 02 58053743
Mobile: +88 018 7072 1163
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. 
Facebook: https://www.facebook.com/PathwayDrivingTrainingSchool
Web: https://www.pathwaybd.org/driving-school-in-dhaka  

Related Articles

About Pathway

Pathway is the best Charity, Non-profit and volunteer organization in Bangladesh. It’s situated and head office is at Mirpur, Dhaka. Pathway always stands with the helpless people affected by various natural calamities. Mainly Pathway is a humanitarian organization dedicated to children, women, and third gender development in Bangladesh.  Pathway is approved and listed by the NGO Affairs Bureau Bangladesh. Registration No: 0778

Office Schedule

Saturday     10:00AM - 5:30PM
Sunday     10:00AM - 5:30PM
Monday     10:00AM - 5:30PM
Tuesday     10:00AM - 5:30PM
Wednesday     10:00AM - 5:30PM
Thursday     10:00AM - 5:30PM
Friday     Closed

List of Holidays

Office Address

House 02, Road 06, Senpara Parbata, Kafrul,
Mirpur, Dhaka-1216, Bangladesh
Phone: +88 02 58053743
Mobile: +88 01321 232980
E-mail: info@pathwaybd.org
Web: www.pathwaybd.org
Web: www.ajkerprosongo.com
Follow us on

Search