PATHWAY

News & Events

সড়ক ব্যবহারের  নীতিমালা ও আইন অমান্যকারীদের জন্য জরিমানা ও শাস্তির বিধান | Provisions of fines and penalties for violators of road use policies and laws

সড়ক ব্যবহারের নীতিমালা ও আইন অমান্যকারীদের জন্য জরিমানা ও শাস্তির বিধান | Provisions of fines and penalties for violators of road use policies and laws

বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি অতিজনবহুল দেশ। এদেশের বিরাট অংশ জুড়ে রয়েছে সড়ক পথ। আমাদের দেশের সড়কব্যবস্থার উন্নয়নে প্রচুর পরিমান বাজেট ও বিনিয়োগ করা হয় তারপরও কেন জানি দূর্ঘটনা লেগেই আছে। মূলত সড়ক পথের সঠিক আইন না মানার কারনে প্রতিবছর বহু অনাকাঙ্খিত সড়ক দূর্ঘটনা ঘটে থাকে। সড়ক ব্যবহারের নিয়ম কানুন মেনে চললে চালক, যাত্রী ও পথচারী সকলেই ঘরে ফিরবে নিরাপদে। সড়ক নিরাপত্তা নিশ্চিত এবং সড়কে  শৃঙ্খলা ফিরে আনতে আমাদের সবার কঠোর আইনের এই দাবি আজ নতুন নয়। জাতির এই বৃহৎ প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ আইন তৈরী করেছে; সড়ক ব্যবহারের নীতিমালা ও আইন। যাতে স্পষ্ট করে উল্লেখ রয়েছে সড়ক ব্যবহারে আইন অমান্যকারীদের জন্য জরিমানা ও শাস্তির বিধান। আলোচ্য অংশে পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল এর পক্ষ থেকে তার বিশেষ বর্ননা করা হলো।

১) জোরে হর্ণ বাজালে ১০ হাজার টাকা জরিমানা বা তিন মাসের কারাদন্ড।

জোরে হর্ণ বাজালে ১০ হাজার টাকা জরিমানা বা তিন মাসের কারাদন্ড punishment-and-fine-of-pressing-horn-loudly

২) ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালালে ২৫ হাজার টাকা জরিমানা বা ৬ মাসের কারাদন্ড।

ড্রাইভিং লাইসেন্স ব্যতিত গাড়ি চালালে ২৫ হাজার টাকা জরিমানা বা ৬ মাসের কারাদন্ড। punishment-and-fine-of-driving-a-car-without-license

৩) ট্র্যাফিক সাইন ও সিগন্যাল অমান্য করলে ১০ হাজার টাকা জরিমানা বা ১ মাসের কারাদন্ড।

 

ট্র্যাফিক সাইন ও সিগন্যাল অমান্য করলে ১০ হাজার টাকা জরিমানা বা ১ মাসের কারাদন্ড। punishment and fine of not following traffic sign

৪) সিটবেল্ট না বাঁধলে বা চলন্ত অবস্থায় চালক ফোনে কথা বললে ৫ হাজার টাকা জরিমানা।


সিটবেল্ট না বাঁধলে বা চলন্ত অবস্থায় চালক ফোনে কথা বললে ৫ হাজার টাকা জরিমানা। punishment-and-fine-of-not-tying-seatbelt-or-talking-over-phone-while-driving

৫) হেলমেট ব্যবহার না করলে ১০ হাজার টাকা জরিমানা।

হেলমেট ব্যবহার না করলে ১০ হাজার টাকা জরিমানা। punishment-and-fine-of-not-using-helmet

৬) ফিটনেস বিহীন গাড়ি চালালে ২৫ হাজার টাকা জরিমানা অথবা ৬ মাসের কারাদন্ড।

ফিটনেস বিহীন গাড়ি চালালে ২৫ হাজার টাকা জরিমানা অথবা ৬ মাসের কারাদন্ড। punishment-and-fine-of-driving-a-fitnessless-car

৭) যত্রতত্র রাস্তা পারাপার বা ফুট অভার ব্রীজ ব্যবহার না করলে ১০ হাজার টাকা জরিমানা।

যত্রতত্র রাস্তা পারাপার বা ফুট অভার ব্রীজ ব্যবহার না করলে ১০ হাজার টাকা জরিমানা। punishment-and-fine-of-not-using-foot-overbridge

৮) রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালালে ৫০ হাজার টাকা জরিমানা বা ৬ মাসের কারাদন্ড।

রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালালে ৫০ হাজার টাকা জরিমানা বা ৬ মাসের কারাদন্ড। punishment-and-fine-of-driving-a-unregistered-car
৯) স্টপেজ ছাড়া যাত্রী বা পণ্য ওঠা নামা করলে ৫ হাজার টাকা জরিমানা।

স্টপেজ ছাড়া যাত্রী বা পণ্য ওঠা নামা করলে ৫ হাজার টাকা জরিমানা।  punishment-and-fine-of-taking-passengers-or-dropping-without-stopage
১০) দুর্ঘটনায় গুরুতর আহত বা প্রাণহানি হলে ৫,০০,০০০/- টাকা জরিমানা বা ৫ বছরের কারাদন্ড। ইচ্ছাকৃত দুর্ঘটনায় মানুষ মারলে দন্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদন্ড।

দুর্ঘটনায় গুরুতর আহত বা প্রাণহানি হলে ৫,০০,০০০/- টাকা জরিমানা বা ৫ বছরের কারাদন্ড। ইচ্ছাকৃত দুর্ঘটনায় মানুষ মারলে দন্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদন্ড। punishment-and-fine-of-an-accident-or-willing-incedent
১১) ভাড়ার তালিকা বা চার্ট ছাড়া অতিরিক্ত ভাড়া আদায় করলে ১০,০০০/- টাকা জরিমানা বা ১ মাসের কারাদন্ড বা উভয়দন্ডে দন্ডিত হইবে এবং চালকের দোষসূচক ১ পয়েন্ট কর্তন হইবে। 

ভাড়ার তালিকা বা চার্ট ছাড়া অতিরিক্ত ভাড়া আদায় করলে ১০,০০০/- টাকা জরিমানা বা ১ মাসের কারাদন্ড বা উভয়দন্ডে দন্ডিত হইবে এবং চালকের দোষসূচক ১ পয়েন্ট কর্তন হইবে।  punishment-and-fine-of-taking-extra-fare
১২) অভারলোড বা অতিরিক্ত যাত্রী বহন করলে ১০,০০০/- টাকা জরিমানা বা ১ বছরের কারাদন্ড।  


অভারলোড বা অতিরিক্ত যাত্রী বহন করলে ১০,০০০/- টাকা জরিমানা বা ১ বছরের কারাদন্ড।  punishment-and-fine-of-carrying-extra-passengers-or-overload
এছাড়াও সংশোধিত সড়ক ব্যবহার নীতিমালা আইনে আরো অন্যান্য ছোট-বড় সড়ক ব্যবহারের নিয়ম কানুন রয়েছে এবং সেই ক্ষেত্রেও নগদ অর্থদন্ড বা শাস্তির বিধান রয়েছে।
..............................................................................
(সড়ক ব্যবহারের  নীতিমালা ও আইন অমান্যকারীদের জন্য জরিমানা ও শাস্তির বিধান | Provisions of fines and penalties for violators of road use policies and laws )
..............................................................................
আপনাকে ধন্যবাদ ব্লগটি পড়ার জন্য। ড্রাইভিং প্রশিক্ষণের জন্য যে কোন সহযোগীতার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ:
.................
পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল
৪৮/৩, বিআরটিসি স্টাফ কোয়ার্টার মার্কেট,
সেনপাড়া পার্বতা, কাফরুল, ঢাকা -১২১৬
মোবাইল: 01321232982 অথবা
ভিজিট করুন- https://www.pathwaybd.org/driving-school-in-dhaka

Related Articles

About Pathway

Pathway is the best Charity, Non-profit and volunteer organization in Bangladesh. It’s situated and head office is at Mirpur, Dhaka. Pathway always stands with the helpless people affected by various natural calamities. Mainly Pathway is a humanitarian organization dedicated to children, women, and third gender development in Bangladesh.  Pathway is approved and listed by the NGO Affairs Bureau Bangladesh. Registration No: 0778

Office Schedule

Saturday     10:00AM - 5:30PM
Sunday     10:00AM - 5:30PM
Monday     10:00AM - 5:30PM
Tuesday     10:00AM - 5:30PM
Wednesday     10:00AM - 5:30PM
Thursday     10:00AM - 5:30PM
Friday     Closed

List of Holidays

Office Address

House 02, Road 06, Senpara Parbata, Kafrul,
Mirpur, Dhaka-1216, Bangladesh
Phone: +88 02 58053743
Mobile: +88 01321 232980
E-mail: info@pathwaybd.org
Web: www.pathwaybd.org
Web: www.ajkerprosongo.com
Follow us on

Search