নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নামঃ ড্রাইভিং ট্রেইনার (মহিলা)
বাংলাদেশের বৃহত্তর বেসরকারী উন্নয়ন সংস্থা পাথওয়ে এর অঙ্গ প্রতিষ্ঠান ”পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল” এর জন্য মহিলা ট্রেইনার নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও উপযুক্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ,নাগরিকত্ব সনদ, জীবন-বৃত্তান্ত সহ সরাসরি যোগাযোগ অথবা নিন্মবর্ণিত ঠিকানায় ডাকযোগে/ ই-মেইল এর মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হইল।
আবেদনের শেষ তারিখঃ ৩০ নভেম্বর ২০২২। পদের সংখ্যাঃ ২
যোগ্যতা ও শর্তাবলী -
# কমপক্ষে এসএসসি পাশ।
# বয়স ২৩-৩৫ বছর।
# বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স সহ ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সুযোগ সুবিধা -
# আকর্ষণীয় বেতন (আলোচনা সাপেক্ষ)
# উৎসব ভাতা।
# বাৎসরিক ইনক্রিমেন্ট সহ আরও অন্যান্য সুযোগ সুবিধা।
যোগাযোগ:-
পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল
ইমেইলঃ This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
ঠিকানা : ৪৮/৩, বিআরটিসি স্টাফ কোয়ার্টার মার্কেট, সেনপাড়া পর্বতা (বিআরটিএ এর পিছনে), কাফরুল, মিরপুর-১০, ঢাকা-১২১৬।