ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড এর জন্য বায়োমেট্রিক ( ফিংগার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ এবং ডিজিটাল স্বাক্ষর ) পদ্ধতি জেনে নিন
বাংলাদেশের গণপরিবহন ব্যবস্থা বরাবরই হতাশাজনক। এই জন্য ব্যক্তিগত পরিবহন আপনার প্রতিদিনের সেরা অব্যাহতি। যদি আপনি একটি মোটরগাড়ীর মালিক হন এবং নিজের গাড়ি চালাতে চান তাহলে আপনাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স গ্রহন করতে হবে। ড্রাইভিং লাইসেন্স এর কিছু তাৎপর্য রয়েছে তা হলো এটি আপনার সনাক্ত করনের সাথে সংযুক্ত। ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড, পাসপোর্ট এর মতো আপনার সনাক্তকরনের এক অনন্য দলিল।
বাংলাদেশ রোড ট্রাসপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক বাংলাদেশের জাতীয় ড্রাইভিং লাইসেন্স এর প্রাথমিক বিবরন সমূহ:
বাংলাদেশ সরকার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত আইন প্রয়োগ করেছেন। এই আইনে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালাতে পারবেনা। কয়েকদিন আগে অবৈধ ভাবে গাড়ি চালানোর হার বেড়ে গিয়েছিল। আজকাল কর্তৃপক্ষ কঠোর হয়েছে বলে তার হার দিন দিন কমছে। বর্তমান সময়ে সরকার ট্রাফিক আইনগুলি সম্পর্কে আন্তরিক হয়ে উঠেছে। সরকার ট্রাফিক আইন গুলি সম্পর্কে সচেতন করার ফলে জনগন এখন ট্রাফিক আইনগুলি জানতে এবং মেনে চলার দিকে মনোনিবেশ করেছে। কারন ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ী চালালে সড়ক ব্যবহার বিধির আইন (ধারা ৪ এবং ৫) বিধান অনুয়ায়ী ২৫ হাজার টাকা জরিমানা অনধিক ৬ মাসের কারাদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। এই সচেতনতার অগ্রগতির সাথে সাথে জাতীয় ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে আরও সুসংহত হচ্ছে। যথাযথ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত যে কোন ধরনের মোটর গাড়ি চালানো অবৈধ।বর্তমান সরকার আইন গুলোর সুষ্ঠ প্রয়োগ করার ফলে বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স বেশ কঠিন। লাইসেন্স এর পুরো প্রক্রিয়াটি তিন স্তরে নিয়ে গঠিত। লিখিত পরীক্ষা, ভাইভা এবং ব্যবহারিক পরীক্ষা (ফিল্ড টেস্ট) পরীক্ষা। ড্রাইভিং লাইসেন্স পেতে হলে একজনকে অবশ্যই এসকল পরীক্ষায় উত্তীর্ন হতে হবে।
ড্রাইভিং লাইসেন্স এর জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে লার্নার কার্ড সংগ্রহ করে ০২ মাস পর পরীক্ষায় অংশগ্রহন করে কৃতকার্য হওয়ার পর ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড এর জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপ ডিজিটাল ছবি ও স্বাক্ষর এর জন্য বিআরটিএ অনুমোদিত ব্যাংকে পেশাদার ও অপেশাদার চালক এর জন্য নিদিষ্ট পরিমান টাকা ব্যাংকে জমা দিয়ে মোটর ভেহিক্যালস রুলস ১৯৮৪ এর ১৭(১) বিধি অনুয়ায়ী আবেদনপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা রেখে গাড়ী চালনার অস্থায়ী অনুমতিপত্র প্রদান করে বায়োমেট্রিক পদ্ধতির জন্য তারিখ প্রদান করা হয়।
আবেদনপত্রের সহিত প্রয়োজনীয় কাগজপত্রসমূহঃ
i) লার্নিং পাস কার্ড
ii) ভোটার আইডি কার্ড
iii) পাসপোর্ট সাইজের ছবি
iv) ব্যাংক জমার রশিদ (অপেশাদার এর জন্য- ২৫৪২/- টাকা এবং পেশাদার এর জন্য- ১৬৭৯/- টাকা)
v) পুলিশ তদন্ত প্রতিবেদন ( পেশাদার চালকদের জন্য স্থায়ী ঠিকানায় )
আঙ্গুলের ছাপ ও ছবি উঠানোর জন্য প্রার্থীকে স্ব-শরীরে হাজির হতে হবে।
অস্থায়ী অনুমতিপত্র প্রদান করার পর ০৩ থেকে ০৪ মাস এর মধ্যে স্মার্ট কার্ড এর জন্য বায়োমেট্রিক নেওয়া হয়।
বর্তমানে বিআরটিএ অনুমোদিত থার্ড পার্টি মাদ্রাজ সিকিউরিটি প্রির্ন্টাস প্রাঃ লিঃ এর তত্তাবধানে আড়ং বিল্ডিং (৭ম তলা) কুদরত আলী মার্কেটের পার্শ্বে মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড, ঢাকা বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপ ডিজিটাল ছবি ও স্বাক্ষর গ্রহন করা হয়। এখানে ঢাকা মেট্রো সার্কেল-১ মিরপুর-১৩, ইকুরিয়া বিআরটিএ, সাভার বিআরটিএ ও উত্তরা বিআরটিএ ডিজিটাল পদ্ধতিতে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স প্রদানের জন্যে বায়োমেট্রিক গ্রহন করা হয়। স্মার্ট কার্ড প্রার্থীর মোবাইলে এসএমএস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদানের তারিখ জানিয়ে দেওয়া হয়।
তারপর আবেদনকারীকে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়। নির্ধারিত সময়ে স্মার্ট কার্ডটি প্রার্থীকে স্ব-শরীরে উপস্থিত থেকে বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স শাখা হইতে সংগ্রহ করিতে হইবে।
পেশাদার চালকদের জন্য লাইসেন্স এর মেয়াদ ০৫ বছর ও অপেশাদার চালকদের জন্য ১০ বছর।
ড্রাইভিং লাইসেন্স করার নিয়মঃ অন্যের সহযোগীতা ছাড়াই নিজেই ড্রাইভিং লাইসেন্স করুন
পূর্ববর্তী পদ্ধতিসমূহ জানতে ক্লিক করুন
অনলাইনে বিআরটিএ স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স এর আবেদন ও প্রাপ্তির প্রক্রিয়া
Thanks for reading our blog post.
Pathway Driving Training School
48/3, BRTC Staff Quater Market,
Senpara Parbata, Kafrul,
Mirpur-13, Dhaka-1216, Bangladesh
Phone: +88 02 58053743
Mobile: +8801321232982
E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Facebook: https://www.facebook.com/PathwayDrivingTrainingSchool
Web: https://www.pathwaybd.org/driving-school-in-dhaka