সড়ক দূর্ঘটনা বাংলাদেশের একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। যা এখন মহামারীর রূপ ধারন করেছে। প্রথম আলোর ০৪ আগস্ট ২০১৮ এর প্রতিবেদন অনুযায়ী ২০১৬ সালে
সড়ক দূর্ঘটনার সংখ্যা ৪৩১২, মৃত্যুর সংখ্যা ৬০৫৫ এবং পঙ্গুত্ব বরণ করেছে ১৫৯১৪ জন, ২০১৭ সালে সড়ক দূর্ঘটনার সংখ্যা ৪৯৮৯, মৃত্যুর সংখ্যা ৭৩৯৭ এবং পঙ্গুত্ব বরণ করেছে ১৬১৯৩ জন, ২০১৮ সালে সড়ক দূর্ঘটনার সংখ্যা ২৮৬০, মৃত্যুর সংখ্যা ৩০২৬ এবং পঙ্গুত্ব বরণ করেছে ৮৫২০ জন। তাছাড়া পঙ্গুত্ব বরণ করে পরিবার ও জাতির বোঝা হয়ে আছে আরো অসংখ্য ও অগনিত মানুষ যার সঠিক পরিসংখ্যান করা কঠিন। বিষয়টি আমলে নিয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা “পাথওয়ে” একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নেন। এর ধারাবাহিকতায় পাথওয়ের একটি সহযোগী প্রতিষ্ঠান হিসাবে “পাথওয়ে অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুল” নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। পাথওয়ের নির্বাহী পরিচালক মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত “পাথওয়ে অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুল”একটি আন্তর্জাতিকমানের ড্রাইভিং স্কুল হিসাবে অল্প সময়ের মধ্যেই দেশে অত্যন্ত সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়া অসহায়, গরিব তৃতীয় লিঙ্গদের মাঝে ফ্রি ড্রাইভিং ট্রেনিং ও ড্রাইভিং লাইসেন্সের ফি প্রদান করা হয়।
এছাড়া সংস্থাটির আরও একটি উদ্ভাবনী চিন্তা-চেতনার ফসল “পাইলট কেয়ার” নামে একটি অ্যাপস ভিত্তিক কার্যক্রম ইতিমধ্যে শুরু করে দিয়েছে। “পাইলট কেয়ার” দেশের প্রত্যন্ত অঞ্চল এমন কি শহরে ঘুরে বেড়ানো বেকার যুবকদের ফ্রি ট্রেনিং করিয়ে দক্ষ চালক তৈরীর মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে তাদের কর্মসংস্থানের সু-ব্যবস্থা করে দিচ্ছে। একজন দক্ষ চালকই পারে সড়ক দূর্ঘটনার মত মর্মান্তিক এই মহামারির হাত থেকে আমাদের বাঁচাতে। পাথওয়ে মনে করে কেবলমাত্র দক্ষ চালক তৈরী করলেই হবে না পাশাপাশি যাত্রী সাধারণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। জাতি হিসাবে আমাদের একটি অতি নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা যায় যে, আমরা আইনের প্রতি তেমন একটা শ্রদ্ধাশীল নই, আইন মানার ক্ষেত্রে আমাদের মধ্যে এক ধরনের অনীহা কাজ করে। আর তাই যাত্রীসাধারণ ও পথচারীরা যাতে ট্রাফিক আইন মেনে চলাচল করে এজন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গার্মেন্টস প্রতিষ্ঠান ও বাস টার্মিনালে রোড সেফটি ও ট্রাফিক আইন সম্পর্কে বিভিন্ন রকম সেমিনার করে সচেতনতা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সংস্থাটি। সড়ক দূর্ঘটনাকে নিমূর্ল করতে এবং নতুন প্রজন্মকে নিরাপদ সড়ক উপহার দিতে সবাইকে এক সাথে গাইতে হবে।
“চালক যাত্রী পথচারী ট্রাফিক আইন মেনে চলি, দূর্ঘটনা রোধ করি”
যোগাযোগঃ
পাথওয়ে ড্রাভিং ট্রেনিং স্কুল
৪৮/৩, বিআরটিসি স্টাফ কোয়াটার মার্কেট, (বিআরটিএ এর পিছনে) সেনপাড়া পর্বতা, কাফরুল, মিরপুর-১০, ঢাকা-১২১৬।
ফোনঃ ০২৫৮০৫০৯৫৫, মোবাইলঃ 01321232982 , Web: www.pathwaybd.org